life insurance needs : কত টাকার জীবন বিমা আপনার জন্য যথেষ্ট ? জানুন প্রত্যেক ধাপের হিসেব
জীবন বিমা করার আগে নিজের প্রয়োজন সম্পর্কে ওয়াকিবহাল হোন আপনি। জীবন বিমা বাছার আগে কিছু গতানুগতিক নিয়ম মানতে হয়। বলা হয় , আপনার বার্ষিক আয়ের কয়েকগুণ হওয়া উচিত ইনস্যুরেন্স কভার।
নয়া দিল্লি : কোভিডকালে প্রিয়জনকে হারিয়ে নাজেহাল অবস্থা হয়েছে অনেকেরই। জীবন বিমা থাকায় বহু ক্ষেত্রে হাঁফ ছেড়ে বেঁচেছেন কেউ কেউ। আপনি কি জানেন কত টাকার জীবন বিমা আপনার জন্য যথেষ্ট ?
কাছের লোককে কেড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এবার তৃতীয় ঢেউয়ের দিন গুণছে দেশবাসী। এরকম পরিস্থিতিতে জীবন বিমার কথা প্রায়শই মনে পড়ছে সচেতন ভারতবাসীর। ফের একবার ইনস্যুরেন্স কভার অ্যামাউন্ট ঝালিয়ে নিচ্ছেন তাঁরা। কীভাবে বুঝবেন ঠিক কতটা জীবন বিমার ক্ষেত্রে খরচ করা উচিত আপনার। ধাপে ধাপে সেই বিবরণ তুলে ধরব আমরা।
বর্তমান যুগে প্রত্যেক পরিবারের ক্ষেত্রেই জীবন বিমা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারে কোনও দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটলেও সাথী হতে পারে জীবন বিমা। পর্যাপ্ত জীবন বিমা করলে নিত্যদিনের আর্থিক খরচ ছাড়াও মেটানো যায় পরিবারের আর্থিক লক্ষ্য। অনেক ক্ষেত্রে বিস্তারিত না বুঝেই জীবন বিমা করেন গ্রাহক। যথেষ্ট পরিমাণ লাইফ কভারেজ না থাকায় বিমা থাকা সত্ত্বেও সমস্যার মুখে পড়তে হয় তাঁদের। কীভাবে জীবন বিমার মূল্য ঠিক করবেন আপনি ?
জীবন বিমা করার ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখুন
জীবন বিমা করার আগে নিজের প্রয়োজন সম্পর্কে ওয়াকিবহাল হোন আপনি। জীবন বিমা বাছার আগে কিছু গতানুগতিক নিয়ম মানতে হয়। বলা হয় , আপনার বার্ষিক আয়ের কয়েকগুণ হওয়া উচিত ইনস্যুরেন্স কভার। এই 'ইনকাম রিপ্লেসমেন্ট মেথড'কেই বিমার অঙ্ক ঠিক করার সঠিক পদ্ধতি হিসাবে ধরা হয়। এই পদ্ধতি নির্ভর করে আপনার বয়স , অবসরের সময়, আয় ও প্রতি বছর প্রত্যাশিত আয় বৃদ্ধির ওপর।
প্রথমে সংসারে আপনার মাসিক ব্যায়ের মূল্য নির্ধারণ করুন। টেক হোম স্যালারি থেকে ব্যক্তিগত খরচ বাদ দিয়ে এই মূল্য বের করুন প্রথমে। এবার এই প্রতিমাসের হিসেব ধরে অবসরের শেষে নিজের পুরো আয়ের হিসেব করুন। এরমধ্যে বার্ষিক ইনক্রিমেন্টের টাকাও ধরতে হবে আপনাকে। এবার প্রত্যাশিত পুরো আয়ের হিসাবে করুন। এই পুরো টাকা কোনও কম ঝুঁকির জায়গায় বিনিয়োগ করলে মাসে বা বছরে আপনার কাছে কী টাকা আসতে পারে তা আগে নিজে বুঝুন।
পাশাপাশি কোনও ঋণ থাকলে তা এই হিসেবের মধ্যে ধরতে ভুলবেন না। কারণ একবার বাড়ির উপার্জনকারীর মৃত্যু হলে সেই ঋণের ভার এসে পড়বে পরিবারের ওপর। শেষে পুরোনো ইনস্যুরেন্স কভারের মূল্য ও সেভিংসের অ্যামাউন্ট আপনার ভবিষ্যতের সম্ভাব্য পুরো আয় থেকে বাদ দিন। যা পড়ে থাকবে, সেই মূল্যের টোটাল ইনস্যুরেন্স কভার নিতে হবে আপনাকে।
একটা বিষয় সবাইকে মাথায় রাখতে হবে, জীবন বিমায় বিনিয়োগের ক্ষেত্রে সব সময় টার্ম ইনস্যুরেন্সের দিকে ঝুঁকুন। এনডাওমেন্ট বা মানি ব্যাক পলিসির দিকে ঝুঁকবেন না। কারণ জীবন বিমা আপনার সুরক্ষার জায়গা, বিনিয়োগের জায়গা নয়।