2000 Rupees Note: জাল ২০০০ টাকার নোট নিয়ে ব্যাঙ্কে যাচ্ছেন না তো ? এভাবে চিনুন আসল-নকল
RBI On 2000 Rupees Note: জাল ২০০০ টাকার নোট নিয়ে ব্যাঙ্কে যাচ্ছেন না তো ? সেই ক্ষেত্রে আগেই চিনে নিন নকল নোট।
RBI On 2000 Rupees Note: রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার থেকে ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করতেই ফের চিন্তা বেড়েছে সাধারণের। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জনসাধারণকে এই নোট বদলে বিনিময়ের সুযোগ দিয়েছে সরকার। মনে রাখবেন, জাল ২০০০ টাকার নোট নিয়ে ব্যাঙ্কে গেলে বিপদ বাড়বে। সেই ক্ষেত্রে আগেই চিনে নিন নকল নোট।
2000 Rupees Note: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মহাত্মা গান্ধী (নতুন) সিরিজের অংশ হিসাবে ২০০০ টাকার নতুন ডিজাইনের ব্যাঙ্কনোট চালু করেছিল। উল্টোদিকে মঙ্গলযানের মোটিফ রয়েছে, যা মহাকাশে দেশের প্রথম উদ্যোগের সাক্ষী হিসাবে ব্যবহার করা হয়। নোটের বেস কালার ম্যাজেন্টা। নোটটিতে অন্যান্য ডিজাইন রয়েছে, জ্যামিতিক প্যাটার্নগুলি সামগ্রিক রঙের স্কিমের সাথে সারিবদ্ধ উভয় দিকে। নতুন নোটের আকার 66mm x 166mm।
RBI On 2000 Rupees Note: কীভাবে ২০০০ টাকার নোট চেক করবেন ?
1. সংখ্যার দিক থেকে এতে ২০০০ লেখার পাশেই বাঁদিকেই আরও একটি ২০০০-এর জলছাপ রয়েছে। যা আলোর দিকে তুলে ধরলেই দেখতে পাবেন আপনি।
2. ঠিক তেমনই ২০০০ লেখার ঠিক নিচে একটি সুপ্ত চিত্র রয়েছে। যেখানেও আয়তাকার বক্সে একই সংখ্যা লেখা থাকবে।
3. এছাড়া দেবনাগরীতে ২০০০ সংখ্যা বড় অক্ষরে দেখতে পাবেন আপনি।
4. নোটের মাঝে থাকবে মহাত্মা গান্ধীর ছাপ।
5. এই ছবিতেই ছোট অক্ষরে ‘ভারত’ ও India লেখা থাকবে।
6. এই ছবিতেই "ভারত', 'আরবিআই' ও '2000' সিকিউরিটি থ্রেড মার্কে লেখা থাকবে৷ নোটটি কাত করলে থ্রেডের রং সবুজ থেকে নীল হয়ে যাবে
7. গ্যারান্টি ক্লজ, মহাত্মা গান্ধীর প্রতিকৃতির ডানদিকে আরবিআই প্রতীক সহ রাজ্যপালের স্বাক্ষর থাকবে নোটে।
8. ডানদিকে আপাতদৃষ্টিতে ফাঁকা জায়গায় মহাত্মা গান্ধীর প্রতিকৃতি ও ইলেক্ট্রোটাইপ (2000) ওয়াটারমার্ক থাকবে। একবার আলোতে ধরলেই এই জলছাপ দেখতে পাবেন।
9. নোটের ডানদিকে নিচে শূন্যগুলি ছোট আকার থেকে বড় আকারের দিকে যাবে।
10. আপাতদৃষ্টিতে সবুজ দেখতে লাগলেও রুপি 2000 রং পরিবর্তন করে। কিছুটা নোট কাত করলেই সবুজ থেকে নীল হয়ে যাবে। নীচে ডানদিকে থাকে এই রুপি ২০০০।
11. ডানদিকে অশোক স্তম্ভের প্রতীক
RBI জানিয়েছে, ২০০০ টাকার নোট আইনি টেন্ডার থাকবে। যার অর্থ বর্তমানে, ২০০০ টাকার নোট দিয়ে পণ্য ও পরিষেবা কেনা যাবে। এ ছাড়া যেকোনও লেনদেন করা যাবে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনি ২০০০ টাকার নোট জমা দিতে না পারলে কী হবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
2000 Rupees Note: ১ অক্টোবর থেকে কী পরিবর্তন হবে ?
RBI সব ব্যাঙ্ককে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে৷ এই পরিস্থিতিতে আপনি নির্দিষ্ট তারিখের মধ্যে ২০০০-এর নোট ফেরত দিতে ব্যর্থ হলে ১ অক্টোবর পর্যন্ত আরবিআই নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে৷ তবে অতীত বলছে, এই ধরনের ঘটনায় কিছুটা সুর নরম করেছে রিজার্ভ ব্যাঙ্ক।