2000 Rupees Note: সব ২০০০-এর নোট হবে অচল ! ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা করতে না পারলে কী হবে ?
RBI On 2000 Rupees Note: RBI-এর ঘোষণা অনুযায়ী, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট বদলে নিতে হবে। যদি কেউ এই নির্দিষ্ট দিনের মধ্যে টাকা বদলাতে না পারেন, তাহলে কী হবে ?
RBI On 2000 Rupees Note: ২০০০ টাকার নোট নিয়ে চিন্তা বাড়ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুসারে,আর এই নোট ছাপবে না RBI। সেই কারণে ব্যাঙ্কগুলিকে এই নোট সরবরাহ থেকে আগেই বিরত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। RBI-এর ঘোষণা অনুযায়ী, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই নোট বদলে নিতে হবে। যদি কেউ এই নির্দিষ্ট দিনের মধ্যে টাকা বদলাতে না পারেন, তাহলে কী হবে ?
RBI জানিয়েছে, ২০০০ টাকার নোট আইনি টেন্ডার থাকবে। যার অর্থ বর্তমানে, ২০০০ টাকার নোট দিয়ে পণ্য ও পরিষেবা কেনা যাবে। এ ছাড়া যেকোনও লেনদেন করা যাবে। তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনি ২০০০ টাকার নোট জমা দিতে না পারলে কী হবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
2000 Rupees Note: ১ অক্টোবর থেকে কী পরিবর্তন হবে ?
RBI সব ব্যাঙ্ককে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে৷ এই পরিস্থিতিতে আপনি নির্দিষ্ট তারিখের মধ্যে ২০০০-এর নোট ফেরত দিতে ব্যর্থ হলে ১ অক্টোবর পর্যন্ত আরবিআই নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে৷ তবে অতীত বলছে, এই ধরনের ঘটনায় কিছুটা সুর নরম করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
৩০ সেপ্টেম্বরের পরও নোট বদলানোর সুবিধা!
আরবিআই চাইলে ৩০ সেপ্টেম্বরের পরেও ২০০০ টাকার নোট বিনিময়ের সুবিধা চালু রাখতে পারে। আরবিআই ২০০৫-এর আগের নোটগুলির জন্য ২০১৩-১৪ সালে এই সুবিধা দিয়েছিল। ৩০ সেপ্টেম্বরের পরেও, RBI তার অফিসে ২০০০ টাকার নোট ফেরত দেওয়ার সুবিধা দিতে পারে।
RBI On 2000 Rupees Note: কয়েন ও ও কিছু নোটের ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত
এর আগে কিছু নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৩-২০১৪ সালে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত। যদি কোনও ব্যক্তির ২০০৫ সালের আগে ইস্যু করা ১০, ৫০ ও ১০০ টাকার নোট থাকে, তবে তিনি যেকোনও ব্যাঙ্ক বা উপযুক্ত জায়গায় তা জমা করতে পারেন। তবে আপনি এটি এখনও ব্যবহার করতে পারেন। তবে নোটবন্দির কারণে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলানো যাবে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওই নির্দিষ্ট সময়েই এগুলি বাতিল বলে গণ্য হয়।
2000 Rupees Note: এই বিষয়ে কী বলছে সরকারের নিয়ম
এই নির্দিষ্ট বিষয়ে একটি আইন রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৪-এর ধারা ২৬-এর উপ-ধারা (২) এর অধীনে ভারতের যেকোনও জায়গায় এই টাকা জন্য দেওয়া যাবে। কেন্দ্রীয় সরকার এর গ্যারান্টি নিতে বাধ্য। অর্থনীতিবিদরা আশা করছেন,সেই কারণেই RBI ২০০০ টাকার নোট সম্পর্কে একই রকম সিদ্ধান্ত নিতে পারে। আইন মেনে এটি ৩০ সেপ্টেম্বরের পরেও ব্যবহার করা যেতে পারে।