Hyundai Venue Facelift: লঞ্চের আগেই প্রকাশ্যে হুন্ডাই ভেন্যু ফেসলিফ্টের বিবরণ, জেনে নিন কী বদল গাড়িতে ?
Hyundai Venue Facelift: আর হাতে মাত্র কয়েকটা দিন। চলতি মাসেই দেশের বাজারে লঞ্চ হবে হুন্ডাই ভেন্যু ফেসলিফ্ট।
Hyundai Venue Facelift: আর হাতে মাত্র কয়েকটা দিন। চলতি মাসেই দেশের বাজারে লঞ্চ হবে হুন্ডাই ভেন্যু ফেসলিফ্ট। লঞ্চের আগেই গাড়ির বিস্তারিত বিবরণ এসে গেল প্রকাশ্যে।
Hyundai Venue Facelift: কবে লঞ্চ হচ্ছে হুন্ডাই ভেন্যু ফেসলিফ্ট ?
নতুন ভেন্যু এই মাসের 16 তারিখে ভারতের বাজারে লঞ্চ করা হবে। গাড়িতে অনেক নতুন বৈশিষ্ট্য ছাড়াও দেখা যাবে নয়া কেবিন। যেখানে কানেকটেড কার টেকনোলজি, ব্লু লিঙ্ক প্রযুক্তি সিস্টেমের সঙ্গে আরও বৈশিষ্ট্য দেওয়া হয়েছে নতুন এই এসইউভিতে। এবার মোট 60 টি বৈশিষ্ট্য রয়েছে ভেনুতে। যার মধ্যে ফার্মওয়্যার ওভার-দ্য এয়ার (FOTA) আপডেট, এম্বেডেড ভয়েস কমান্ড পাবেন ক্রেতা।
Hyundai Venue Facelift: কী নতুন থাকছে গাড়িতে ?
আপনি বাড়িতে বসেই গাড়ি কোথায় রয়েছে তা বুঝে যাবেন। গাড়ির এই অবস্থান পরীক্ষা করতে বিশে, প্রযুক্তি দেওয়া হয়েছে ভনুতে। এ ছাড়াও অ্যালেক্সা ও গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাবেন গাড়িতে। এবার বৈশিষ্ট্যগুলি ইংরেজি ও হিন্দিতেও ভয়েস সাপোর্ট দিতে পারবে। হোম টু কার (H2C) এর সাহায্যে গ্রাহকরা রিমোট ক্লাইমেট কন্ট্রোল, রিমোট ডোর লক/ আনলক, রিমোট ভেহিক্যাল স্ট্যাটাস চেক, ফাইন্ড মাই কার, টায়ার প্রেসার ইনফরমেশন ফুয়েল লেভেল ইনফরমেশন, স্পিড অ্যালার্ট, টাইম ফেন্সিং-এর মতো ফাংশন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।
Hyundai Venue Facelift: কী ইঞ্জিন থাকছে গাড়িতে ?
ইঞ্জিনের বিকল্প হিসাবে এবার নতুন ভেন্যু ফেসলিফ্ট ১.২ কাপ্পা পেট্রোল সহ ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সে পাওয়া যাবে। সঙ্গে ১.০ টার্বো পেট্রোল জিডি আইএমটি ক্লাচলেস ম্যানুয়াল গিয়ারবক্স পাবেন গাড়িতে। এতে পাবেন একটি ডিসিটি ডুয়াল ক্লাচ অটোমেটিক। একটি 1.5l CRDi ডিজেল 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে পাওয়া যাবে গাড়ি।
Hyundai Venue Facelift: রূপ ও রং
নতুন হুন্ডাই ভেন্যু ফেসলিফ্ট ৫টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে E, S, S+, S (O), SX, SX (O)। এছাড়াও মোট 7 টি রঙের বিকল্প থাকবে (পোলার হোয়াইট, টাইফুন সিলভার, ফ্যান্টম ব্ল্যাক, ডেনিম ব্লু, টাইটান গ্রে, ফায়ার রেড), 1 টি ডুয়াল টোন (ব্ল্যাক রুফ সহ ফায়ার রেড) বিকল্প সহ পাবেন গাড়ি।
আরও পড়ুন : Hyundai Custo MPV: ভারতে এমপিভি আনছে হুন্ডাই, এই নাম দিয়েছে কোম্পানি