Khan Sir On ChatGPT: চ্যাটজিপিটি চাকরি খাবে ! কী ভাবেন খান স্যার ?
Ideas Of India: তিনি পড়ালেই সহজ হয়ে যায় বইয়ের কঠিন ভাষা। মুখস্থ বিদ্যের বদলে কোনও বিষয়কে আত্মস্থ করে তোলানোই তাঁর মূল মন্ত্র।
Ideas Of India: তিনি পড়ালেই সহজ হয়ে যায় বইয়ের কঠিন ভাষা। মুখস্থ বিদ্যের বদলে কোনও বিষয়কে আত্মস্থ করে তোলানোই তাঁর মূল মন্ত্র। সামান্য বিহারের এক গ্রামের শিক্ষক এখন দেশবাসীর কাছে অসামান্য শিক্ষাবিদ। আর কেউ নন, তিনি খান স্যর (Khan Sir) । এবিপি নিউজের Ideas Of India অনুষ্ঠানে এসে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ খুললেন এই অসাধারণ প্রতিভা।
Khan Sir On ChatGPT: চাকরি যাবে সবার ?
সম্প্রতি চ্যাটজিপিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। গুগলের বিকল্প হিসাবে উঠে এসেছে এই অত্যাধুনিক প্রযুক্তির নাম। কৃত্তিম বুদ্ধিমত্তার এই অনন্য নিদর্শন এখন বিশ্ববাসীর কাছে কৌতূহলের বিষয়। আশার পাশাপাশি এই প্রযুক্তি হয়ে উঠেছে মানুষের আতঙ্কের কারণ। অনেকের মতেই যেকোনও সমস্যার সহজ সামাধান করতে সিদ্ধহস্ত এই প্রযুক্তি। যার ফলে কাজ যেতে পারে বহু মানুষের। যদিও এই আশঙ্কা নিতান্তই অমূলক বলে মনে করেন খান স্যার।
Ideas Of India: চ্যাটজিপিটি নিয়ে কী বললেন খান স্যার ?
এদিন 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে কৃত্তিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তি নিয়ে একেবারে ভিন্নমত প্রকাশ করেন খান স্য়ার। তিনি বলেন, ''যখন প্রথম কম্পিউটার এসেছিল, তখনই দেশে গেল গেল রব উঠেছিল। সবাই ভেবেছিল কম্পিউটার সবার চাকরি নিয়ে নেবে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। চ্যাটজিপিটি সেই কম্পিউচারের অ্যাডভান্স ভার্সন।''
খান স্যরের মতে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স আগামী দিনে নতুন কাজ তৈরি করবে। তবে কৃত্তিম বুদ্ধিমত্তার অনেক অপব্যবহার হতে পারে। সেই দিকে নজর দিতে হবে সরকারকে। কারণ, ভারতে তথ্য় প্রযুক্তি ক্ষেত্রে আইন এখনও ততটা আঁটোসাটো নয়। এই বিষয়টিতে নজর দেওয়া উচিত।
Ideas Of India: এবার দ্বিতীয় সংস্করণ। ফিরেছে এবিপি নেটওয়ার্কের Ideas of India সম্মেলন। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সমাজের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা ব্যক্তিত্বরা জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে বিশ্বে ক্ষমতাধর শক্তি হিসাবে ভারতের ক্রমাগত উত্থানের মতো প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের মতামত জানাবেন। আজ ছিল অনুষ্ঠানের প্রথম দিন।