Income Tax Rule: ১ এপ্রিল থেকে আয়কর সংক্রান্ত ১০ নিয়মে পরিবর্তন, সুবিধা না অসুবিধায় পড়বেন আপনি ?
New Tax Rule: নতুন আর্থিক বছর ২০২৩-২৪ থেকেই বদলে যাবে আয়কর সম্পর্কিত অনেক নিয়ম।
New Tax Rule: নতুন আর্থিক বছর ২০২৩-২৪ থেকেই বদলে যাবে আয়কর সম্পর্কিত অনেক নিয়ম। ট্যাক্সের সীমা বাড়ানোর জন্য নতুন ট্যাক্স স্ল্যাব, ডেট মিউচুয়াল ফান্ডে LTCG ট্যাক্স সুবিধার মতো অনেক বড় পরিবর্তন ঘটতে চলেছে ১ এপ্রিল থেকে।
নতুন আয়কর ব্যবস্থাই মানতে হবে সবাইকে
১ এপ্রিল থেকে নতুন কর ব্যবস্থা ডিফল্ট বা মূল কর ব্যবস্থার মতো কাজ করবে। তবে কর জমার ক্ষেত্রে করদাতারা পুরনো পদ্ধতি বেছে নিতে পারবেন।
৭ লাখের ট্যাক্সসীমা
নতুন কর ব্যবস্থার আওতায় সরকার ২০২৩ সালের বাজেটে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপর কর ছাড় পেতে পারে। আপনি যদি পুরনো সিস্টেমের মাধ্যমে কর দেওয়ার বিকল্পটি বেছে নেন, তবে এই ছাড় পাওয়া যাবে না। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে।
স্ট্যান্ডার্ড ডিডাকশন
স্ট্যান্ডার্ড ডিডাকশনে কোন পরিবর্তন হচ্ছে না। পুরনো ট্যাক্স ব্যবস্থার আওতায় ৫০ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন রাখা হয়েছে। পেনশনভোগীদের জন্য ১৫.৫ লক্ষ টাকা আয়ের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন হবে ৫২,৫০০ টাকা।
আয়কর স্ল্যাব পরিবর্তন
নতুন কর ব্যবস্থার অধীনে, 0 থেকে 3 লাখের জন্য ট্যাক্স স্ল্যাব শূন্য, 3 থেকে 6 লাখের জন্য 5 শতাংশ, 6 থেকে 9 লাখের জন্য 10 শতাংশ, 9 থেকে 12 লাখের জন্য 15 শতাংশ ও 15 লাখের উপরে 30 শতাংশ।
LTA সীমাও বাড়ছে
2002 সাল থেকে বেসরকারি কর্মচারীদের জন্য 'লিভ এনক্যাশমেন্ট' বা ছুটির নগদ অর্থ ছিল 3 লক্ষ টাকা, যা বাড়িয়ে 25 লক্ষ টাকা করা হয়েছে।
ডেট মিউচুয়াল ফান্ডের উপর কর
১ এপ্রিল থেকে ডেট মিউচুয়াল ফান্ডে এলটিসিজি ট্যাক্স সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ ১ এপ্রিল থেকে ডেট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের আওতায় আসবে।
মার্কেট লিঙ্কড ডিবেঞ্চার
১ এপ্রিল থেকে মার্কেট লিঙ্ক ডিবেঞ্চারে বিনিয়োগ হবে (short term capital assets)স্বল্পমেয়াদি মূলধন সম্পদ। এর ফলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
জীবন বিমা পলিসি
জীবনী বিমা প্রিমিয়ামে বার্ষিক 5 লক্ষ টাকার বেশি হলে 1 এপ্রিল 2023 থেকে তা করের আওতায় পড়বে।
সিনিয়র সিটিজেনদের সুবিধা
সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের আওতায় বিনিয়োগের সীমা 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 30 লক্ষ টাকা করা হয়েছে, যা 1 এপ্রিল থেকে প্রযোজ্য হবে।
ই-গোল্ডে ট্যাক্স নেই ?
যদি ফিজিক্যাল গোলডকে ই-গোল্ড রসিদে রূপান্তরিত করা হয়, তাহলে মূলধন লাভ কর দিতে হবে না। এই নিয়মগুলিও 1 এপ্রিল 2023 থেকে কার্যকর হবে৷
আরও পড়ুন : PAN-Aadhaar Linking : বাড়ল প্যান- আধার লিঙ্কের সময়সীমা, এই তারিখের মধ্যে জুড়তে হবে