Income Tax: সুখবর দিল আয়কর বিভাগ, কোথায় আটকে আপনার ইনকাম ট্যাক্স রিফান্ডের টাকা ?
ITR Filing: ইনকাম ট্যাক্স রিফান্ডের টাকা আটকে গেলে আর সমস্য়া নেই। নিজেরাই দেখে নিতে পারবেন টাকা কোথায় আটকে।
ITR Filing: ইনকাম ট্যাক্স রিফান্ডের টাকা আটকে গেলে আর সমস্য়া নেই। নিজেরাই দেখে নিতে পারবেন টাকা কোথায় আটকে। আয়কর দাখিলকারীদের শুধু জানতে হবে এই পদ্ধতি।
Income Tax: রিটার্ন জমা দিয়েছেন কতজন
আয়কর বিভাগের পোর্টালে পাওয়া তথ্য অনুসারে, এ পর্যন্ত পোর্টালে 11.22 কোটি ব্যক্তিগত করদাতা রেজিস্টার্ড হয়েছেন। চলতি মরসুমে অর্থাৎ মূল্যায়ন বছর 2023-24-এর জন্য এ পর্যন্ত প্রায় 1.33 কোটি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। এর মধ্যে প্রায় 1.26 আয়কর রিটার্নও যাচাই করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় হল, এখনও পর্যন্ত আয়কর বিভাগ ৩,৯৭৩টি আয়কর রিটার্ন প্রক্রিয়া যাচাই করেছে।
ITR Filing: এই বিষয়গুলো মাথায় রাখুন
চলতি মরসুমে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা 31 জুলাই। এর অর্থ 31 জুলাইয়ের আগে আপনার আয়কর রিটার্ন দাখিল করা উচিত। এখানে আরও একটি বিষয় জেনে রাখা জরুরি, রিটার্ন দাখিল করে কাজ শেষ হয় না, তবে তা যাচাই করাও আবশ্যক। যাচাই-বাছাইয়ের পরই রিটার্ন পূরণের প্রক্রিয়া সম্পন্ন হয়। আয়কর বিভাগ তারপর রিটার্ন প্রক্রিয়া করে ও সব তথ্য সঠিক হলে করদাতার রিফান্ড করদাতার অ্যাকাউন্টে জমা করে।
Income Tax Refund : আয়কর রিফান্ডের স্ট্যাটাস বা স্থিতি পরীক্ষা করার জন্য কী করবেন
ধাপ-1: প্রথমে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে যান।
ধাপ-২: Quick Links অপশনটি নির্বাচন করুন।
ধাপ-৩: আপনি ড্রপডাউন মেনুতে Know Your Refund Status দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
ধাপ-৪: এখন প্যান নম্বর, মূল্যায়ন বছর এবং মোবাইল নম্বরের মতো তথ্য পূরণ করুন।
ধাপ-5: আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে। তাকে পূরণ করুন।
এইভাবে আপনি আপনার আয়কর রিফান্ডের অবস্থা জানতে পারবেন। যদি আপনার ব্যাঙ্কের বিবরণে কোনও ত্রুটি থাকে, তাহলে আপনি কোনও রেকর্ড পাবেন না। তাই আপনার ব্যাঙ্কের বিশদ বিবরণ আগে থেকেই খুটিয়ে দেখে নেওয়া ভালো। এতে আপনার রিফান্ড আটকে যাবে না।
ITR Filing: জীবিত ব্যক্তির পাশাপাশি আপনি চাইলে জমা দিতে পারবেন মৃত ব্যক্তির আয়কর রিটার্ন। সেই ক্ষেত্রে মৃতের বৈধ উত্তরাধিকারী আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। এতে মৃতের আয়কর রিটার্নের ওপর ছাড় পাওয়া যাবে। জেনে নিন, কীভাবে ফাইল করতে হয় এই রিটার্ন।
Tax News: রেজিস্ট্রেশন করতে হবে আগে
ঘরে বসেই মৃত ব্য়ক্তির আয়কর রিটার্ন দাখিল করা যায়। মৃত ব্যক্তির আয়কর রিটার্ন দাখিল করার আগে আইনত উত্তরাধিকারী হিসাবে রেজিস্ট্রেশন করতে হয়। যেদিন পর্যন্ত ওই ব্যক্তি জীবিত ছিলেন তাঁকে ততদিনের ট্যাক্স দিতে হবে। ওই ট্যাক্স ফাইলের ওপরই ফেরত দাবি করতে পারবেন উত্তরাধিকারী। তবে, যদি রিটার্ন দাখিল না করা হয়, তাহলে আয়কর বিভাগ ব্যক্তি জীবিত থাকাকালীন যা ব্যবস্থা নিত তাই নেবে।
আরও পড়ুন : Isha Ambani: রিলায়েন্সের সাম্রাজ্য ভাগ ! মেয়ে ইশাকে কী দিলেন মুকেশ ?