India's Upcoming Electric Cars: ১৫ লাখের মধ্যে ইলেকট্রিক গাড়ি ! ভারতে রাস্তা দাপাবে এই মডেলগুলি
India's Upcoming Electric Cars: দেশের বাজারে পাওয়া যাবে ১৫ লাখের মধ্যে ইলেকট্রিক গাড়ি। জেনে নিন, কোন কোন ইভি আসছে ভারতে।
India's Upcoming Electric Cars: পেট্রল-ডিজেলের দামে নাজেহাল হয়ে ইলেকট্রিক গাড়ির (Electric Cars) দিকে ঝুঁকছে দেশ। তবে বেশিরভাগ ক্ষেত্রে দাম বেশি হওয়ায় সাধারণের নাগালের বাইরে EV। তবে আগামী দিনে বদলাতে চলেছে এই বাজার। দেশের বাজারে পাওয়া যাবে ১৫ লাখের মধ্যে ইলেকট্রিক গাড়ি। জেনে নিন, কোন কোন ইভি আসছে ভারতে।
Toyota Hyryder
ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ি লঞ্চের বিষয়ে এখনও ধীরে চলো নীতি নিয়ে চলছে মারুতি-সুজুকি(Maruti-suzuku)। যদিও দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানির থেকে এই বিষয়ে একধাপ এগিয়ে রয়েছে টয়োটা। শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে তাদের টয়োটা হাইরাইডার (Toyota Hyryder)ইভি মডেল। শোনা যাচ্ছে, Wagon R-এর প্লাটফর্মে তৈরি হবে এই গাড়ি। ভালো মাইলেজের পাশাপাশি ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি হতে পারে টয়োটার (Toyota) এই মডেল।
Tata Altroz EV
ইতিমধ্যেই টিগোর ইভি এনেছে টাটা। কার ব্লগারদের রিপোর্ট বলছে, শীঘ্রই Altroz EVও দেখতে পাব আমরা। এই মডেলের দাম টিগোরের থেকে বেশি হবে। তবে Nexon EV-এর থেকে কম দাম হবে এই গাড়ির৷ Altroz EV-র মাইলেজ বা রেঞ্জ Nexon EV-র কাছাকাছি থাকবে। পাশাপাশি প্রিমিয়াম হ্যাচব্যাক ইলেকট্রিক গাড়ি পাবে ক্রেতা।
MG EV SUV
নাম না জানা গেলেও ভারতের বাজারের জন্য MG একটি তৈরি করবে বলে শোনা যাচ্ছে।নতুন MG EV একটি গ্লোবাল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে। তবে দাম কম রাখতে ভারতেই তৈরি হবে এই গাড়ি। এটি নেক্সন ইভি থেকে ১০ লক্ষ টাকা সস্তা হতে পারে। এতে ভালো রেঞ্জ পাওয়া যাবে বলেই আশা কার ব্লগারদের।
Hyundai EV SUV
খাস নয় আম আদমির কথা ভেবে এবার ইলেকট্রিক গাড়ি বানাচ্ছে হুন্ডাই। শোনা যাচ্ছে, আগামী তিন বছরের মধ্যেই দেশের বাজারে চলে আসবে এই গাড়ি। অন্যান্য কোম্পানির থেকে এই গাড়ির রেঞ্জও অনেক বেশি হবে। অন্তত বিভিন্ন টেক সাইটের রিপোর্ট সেই কথাই বলছে।৷ ই-জিএমপি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে নতুন Hyundai EV।
GWM Ora R1
GWM কখন ভারতে আসবে তা এখনও স্পষ্ট নয়। তবে গত কার এক্সপোতে ORA R1 প্রকাশ্যে এনেছে এই কোম্পানি। এই মডেল কোম্পানির ছোট গাড়ির ব্র্যান্ড। যা বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ইভি। আপনি এই ছোট গাড়ি থেকে ৪০০ কিলোমিটারের রেঞ্জ আশা করতে পারেন। শোনা যাচ্ছে, ভারতে GWM তাদের পরিকল্পনা স্থগিত করে দিয়েছে। তবে এখনও এই বিষয়ে কিছু নিশ্চিত খবর আসেনি।