Stock Market Closing: 'চিন্তায় আমেরিকা', বুধে দশা বদলে দিশা দেখাল বাজার, কাল নিফটিতে নতুন গতি ?
Share Market Update: দুদিনের হতাশার পর বুধবার ভারতীয় শেয়ারবাজারের জন্য ভালো দিন গেল। বিনিয়োগকারীদের কেনাকাটার কারণে ভারতীয় শেয়ার বাজারে এদিন গতি দেখা গিয়েছে।
Share Market Update: দুদিনের হতাশার পর বুধবার ভারতীয় শেয়ারবাজারের জন্য ভালো দিন গেল। বিনিয়োগকারীদের কেনাকাটার কারণে ভারতীয় শেয়ার বাজারে এদিন গতি দেখা গিয়েছে। তবে দিনভর অস্থিরতা বজায় ছিল বাজারে। একটা সময় বাজার লালে চলে গিয়েছিল। তবে বিকেলে পুরো বদলে যায় পরিস্থিতি।
আজকের লেনদেন শেষে, মুম্বাই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 478 পয়েন্ট বেড়ে 57,625 পয়েন্টে পৌঁছেছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 17,000 চিহ্ন অতিক্রম করেছে ও 140 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 17,123 পয়েন্টে বন্ধ হয়েছে।
Stock Market Closing: আজ সেক্টরের অবস্থা
আজকের ট্রেডিং সেশনে মিডিয়া খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারে ক্রয় দেখা গেছে। আইটি, ব্যাঙ্কিং, অটো, ফার্মা, এনার্জি, মেটালস, রিয়েল এস্টেট, এনার্জি ও কনজিউমার ডিউরেবলস এফএমসিজির মতো সেক্টরগুলি লাভের সঙ্গে বন্ধ হয়েছে। স্মল ক্যাপ সূচক ও মিড ক্যাপ সূচকেও কেনাকাটা দেখা গেছে। নিফটির 50টি স্টকের মধ্যে 43টি শেয়ার লাভের সঙ্গে বন্ধ হয়েছে। 7টি স্টকে পতন হয়েছে। সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে মাত্র 25টি শেয়ার বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে , 5টি শেয়ার নিচে বন্ধ হয়েছে।
Share Market Update: কী অবস্থা ছিল শেয়ারের ?
আজ বাজারে মোট 3571টি শেয়ারে লেনদেন হয়েছে। যার মধ্যে 1681টি শেয়ারের দর বেড়েছে ও 1760টি শেয়ারের দরপতন হয়েছে। ১৩০টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি। আপার সার্কিটে দেখা গেছে ২০০টি শেয়ার। লোয়ার সার্কিটে ১৬২টি শেয়ার বন্ধ হয়েছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন বেড়েছে 271.67 লক্ষ কোটি টাকা।
Share Market Opening: বিশ্ব বাজারে মিশ্র প্রতিক্রিয়ার পরও আজ ঘুরে দাঁড়াল ভারতের শেয়ার বাজার। মঙ্গলে ধসের পর বুধে সামান্য বৃদ্ধির সঙ্গে খোলে নিফটি, সেনসেক্স। এদিন শুরুতেই নিফটি 17,025.55 পয়েন্টে খোলে। সেখানে BSE সেনসেক্স 57,312-এর স্তরে যাত্রা শুরু করেছে।
Stock Market Today: এইচসিএল টেকনোলজিস, কোল ইন্ডিয়া, ইনফোসিস, এশিয়ান পেইন্টস ও পাওয়ারগ্রিড নিফটিতে। বাজার খোলার সময় এদিন আইসিআইসিআই ব্যাঙ্ক, হিন্দালকো, ওএনজিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এসবিআই লাইফের পতন দেখা গেছে। মঙ্গলবার, BSE সেনসেক্স 844 পয়েন্ট বা 1.46 শতাংশ কমে 57,147 এ বন্ধ হয়েছে। একই সময়ে, নিফটিও 257 পয়েন্ট হারিয়ে 16,983 স্তরে বন্ধ হয়েছে।