(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market Closing: ভাল শুরু করেও খারাপে শেষ ! সেনসেক্স পড়ল ৫০০ পয়েন্ট, শুক্রে কি উঠবে বাজার ?
Share Market Update: গতি দেখিয়ে শুরু করলেও দিনের শেষে পতনেই থামল বাজার। ফলে শুক্রবার সপ্তাহের শেষ দিনে ভারতীয় শেয়ার মার্কেট নিয়ে সেরকম আশা দেখছেন না বিনিয়োগকারীরা।
Share Market Update: গতি দেখিয়ে শুরু করলেও দিনের শেষে পতনেই থামল বাজার। ফলে শুক্রবার সপ্তাহের শেষ দিনে ভারতীয় শেয়ার মার্কেট নিয়ে সেরকম আশা দেখছেন না বিনিয়োগকারীরা। আজ বৃহস্পতিতে লালে ক্লোজিং দিয়েছে নিফটি, সেনসেক্স।
Stock Market Closing: আজ কেমন ছিল বাজারের অবস্থা
আজকের ট্রেডিং সেশনে ভারতীয় শেয়ার বাজার তার সব লাভ হারিয়েছে। সকালে দারুণ শুরু হলেও বাজারের উচ্ছ্বাস ধরে রাখা যায়নি শেষে। বিনিয়োগকারীরা প্রফিট বুকিং করায় ভারতীয় শেয়ার বাজার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। BSE সেনসেক্স 128 পয়েন্টের পতনের সঙ্গে 61,431-তে বন্ধ হয়েছে। সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 47 পয়েন্টের পতনের সঙ্গে 18,134 পয়েন্টে দৌড় থামিয়েছে। দিনের শেষে সেনসেক্স 500 নিফটিতে 150 পয়েন্টের পতনের সাক্ষী থেকেছে।
Share Market Update: সেক্টরের আজকের অবস্থা ?
আজকের লেনদেনে অটো, আইটি, ফার্মা, এফএমসিজি, মেটাল, রিয়েল এস্টেট, মিডিয়া, এনার্জি, ইনফ্রা, কনজিউমার ডিউরেবলস, হেলথ কেয়ার এবং অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের শেয়ার দর কমছে। গ্রিন জোনে শুধুমাত্র ব্যাংকিং খাতের স্টক বন্ধ হয়েছে। মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ সূচকগুলির শেয়ারও নিম্নমুখী হয়েছে। সেনসেক্সের 30টি শেয়ারের মধ্যে 13টি শেয়ার লাভের সঙ্গে এবং 17টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে। নিফটির 50টি শেয়ার 13টি শেয়ারে বেড়েছে এবং 37টি শেয়ারে পতন দেখা গেছে।
Stock Market Closing: কোন শেয়ারগুলিত পতন
আজকের বাণিজ্যে, Bajaj Finance 1.22 শতাংশ, Kotak Mahindra 1.03 শতাংশ, Bharti Airtel 0.94 শতাংশ, ICICI ব্যাঙ্ক 0.94 শতাংশ, HDFC ব্যাঙ্ক 0.41 শতাংশ এবং HDFC 0.37 শতাংশ কমেছে। যেখানে SBI 2.11 শতাংশ, ITC 1.87 শতাংশ, টাইটান 1.62 শতাংশ পতনের সাথে বন্ধ হয়েছে।
Share Market Update: বিনিয়োগকারীদের সম্পদ কমেছে
আজকের লেনদেনে বাজার পতনের কারণে বিনিয়োগকারীদের সম্পদ কমেছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ 275.85 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে যা বুধবার 277.26 লক্ষ কোটি টাকা ছিল৷ এদিনের ট্রেডিংয়ে বিনিয়োগকারীরা 1.41 লাখ কোটি টাকা হারিয়েছে।
সম্প্রতি আদানি গোষ্টীর স্টকেও নতুন করে পতন শুরু হয়েছে। কিছুদিন ধরেই অস্থিরতা দেখা দিয়েছে আদানি গ্রুপের স্টকগুলিতে। বিশেষ করে সেবিতে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময়ের মধ্য়ে তদন্ত শেষ করার কথা বলতেই নতুন করে আদানির স্টকে ওঠা-নামা বেড়েছে। হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে আদানি গোষ্ঠীর অবস্থা খতিয়ে দেখতে বলেছে দেশের শীর্ষ আদালত।
আরও পড়ুন : Tax On PF Withdrawal: নতুনের সঙ্গে জুড়ে দেননি পুরনো পিএফ অ্যাকাউন্ট ! হারাবেন আরও বেশি টাকা