India Beats China: বিশ্বে কমছে চিনের 'দর', লাফিয়ে বাড়ছে ভারত,আগামী ২ বছরে কত লাভ শেয়ার বাজারে ?
Goldman Sachs: ভারতের অর্থনীতি নিয়ে এই ইতিবাচক মত প্রকাশ করেছে বিশ্বের অন্যতম নাম করা আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্য়াক্স (Goldman Sachs)।
Goldman Sachs: বিশ্ব অর্থনীতিতে (World Economy) ফের চিনকে(China) ছাপিয়ে উঠে এল ভারতের (Indian Economy) নাম। নতুন সম্বত (Samvat 2080) শুরু হতেই ভারতীয় শেয়ারবাজারের জন্য এল সুখবর। ভারতের অর্থনীতি নিয়ে এই ইতিবাচক মত প্রকাশ করেছে বিশ্বের অন্যতম নাম করা ইনেভেস্টমেন্ট ব্যাঙ্কার তথা আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্য়াক্স (Goldman Sachs)।
সম্প্রতি ভারতীয় স্টক আপগ্রেড নম্বর দিয়েছে এই প্রতিষ্ঠান। অর্থাৎ দেশীয় বাজারের অবস্থা বিশ্ব বাজারের তুলনায় ভাল বলেই মনে করছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি কমানো হয়েছে চিনের শেয়ার বাজারের দর। যা চিনের জন্য বড় ধাক্কা বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
এই কারণে রেটিং পরিবর্তন করা হয়েছে
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডম্যান স্যাক্স ভারতীয় শেয়ার বাজারের টেকনিক্যাল অবস্থানকে আপগ্রেড করেছে। ভারতীয় শেয়ার বাজারে বর্তমান অবস্থা বিবেচনা করেই রেটিং বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। একই সময়ে পতনের ভয় এবং কম আয় বৃদ্ধির পূর্বাভাসের কারণে, এটি হংকংয়ে লেনদেন করা চিনা শেয়ারের রেটিং কমিয়েছে।
ভারতীয় বাজার সম্পর্কে ইতিবাচক বিষয়
ভারত সম্পর্কে গোল্ডম্যান শ্যাক্সের রিপোর্ট বলছে, ভারতীয় বাজারে সব সেক্টরে সেরা কাঠামোগত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী দুই বছরে ভারতীয় স্টকের আয় বৃদ্ধি 15-17 শতাংশ হতে পারে। ভারতীয় বাজারের বৃদ্ধি মূলত দেশীয় কারণেই চালিত হচ্ছে। এই বাজারকে অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে না। এটি বিনিয়োগকারীদের আয়ের বিস্তৃত সুযোগ দিচ্ছে। মূলত, মেক ইন ইন্ডিয়া, বিগ ক্যাপ কম্পাউন্ডার এবং মিড ক্যাপ মাল্টিব্যাগারের কারণেই ভারতের এই উত্থান বলে মনে করছে সংস্থা।
ভারতীয় বাজারে চ্যালেঞ্জ
তবে আশার পাশাপাশি আশঙ্কার কথা উল্লেখ করেছে বিশ্বের অন্যতম নাম করা আর্থিক প্রতিষ্ঠান । রিপোর্টে গোল্ডম্যান স্যাক্স ভারতীয় বাজারের কিছু চ্যালেঞ্জের বিষয়ও তুলে ধরেছে । সংস্থার মতে, হাউজিং সেক্টরের মন্দা, উচ্চ ঋণের মাত্রা এবং প্রতিকূল জনসংখ্যার কারণে বৃদ্ধি মন্থর হওয়ার পরিকাঠামোগত চ্যালেঞ্জ রয়েছে। তবে বাজারে এই নেতিবাচক দিকগুলিকে পাল্টা কাউন্টারের সুযোগ রয়েছে।
চিনা স্টক রেটিং
প্রতিবেদনে বলা হয়েছে, গোল্ডম্যান সাক্স হংকংয়ে তালিকাভুক্ত চিনা কোম্পানির শেয়ারগুলিকে বাজার-ওজনে কমিয়ে এনেছে। তবে ভারতের পাশাপাশি এশিয়ান বাজারকে ভদ্রস্থ রেটিং দিয়েছে সংস্থা। রিপোর্টে বলা হয়েছে, এশিয়ার বাজারের মূল চালিকাশক্তি কোম্পানিগুলির রিটার্নের ওপর নির্ভর করবে। এই থেকেই যাবতীয় উপার্জন বৃদ্ধি নির্ভর করবে।
Tata Technologies IPO: টাটা টেকনোলজিসের আইপিও-র দিন ঘোষণা, এই বিষয়গুলি জানেন তো ?