Stock Market: এই সময়ে স্টক কিনলেই বেশি মুনাফা মেলে ! কোনটা ভাল সময় ? কীভাবে বুঝবেন ?
Stock Buying: যে শেয়ার কিনতে চাইছেন তাঁর দামের দিকে খেয়াল রাখা দরকার, তাহলেই বোঝা যাবে ঠিক কখন এই শেয়ার কিনলে ভাল হয়। মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরের সাহায্যে এই স্টকের দামের একটা রেঞ্জ জানতে পারা যায়।
Best Trading Time: বহুদিন পর ফের একবার বাজারে বড় পতন দেখা গেল গতকাল। এক ধাক্কায় ৯০০ পয়েন্ট পড়ে গিয়েছিল বাজার। যে সমস্ত স্টকগুলি (Stock Market) প্রচুর দামে ট্রেড করছিল, সেগুলিও গতকাল ধসে পড়েছে অনেকটাই। আর এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায় যে তাহলে বাজারে বিনিয়োগ (Stock Buying) করার সঠিক সময় কোনটা। কখন স্টক কিনলে লাভ বেশি পাওয়া যায়, আর কখন বেচলেই বা বেশি মুনাফা আসে।
দিনের কখন স্টক কেনার উপযুক্ত সময়
যে সমস্ত ব্যক্তি ইন্ট্রাডে-তে একইদিনে শেয়ার কেনা-বেচা করেন, তাদের জন্য বলা হয় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে শেয়ার কেনা সবথেকে ভাল। যদি আপনি শেয়ারের সব দিন দেখাশোনার পর এই সময় নির্ধারণ করে থাকেন, তাহলে তা সকাল ১১টা পর্যন্ত বাড়ানো যায়।
স্টক ট্রেডিংয়ে সবথেকে বেশি মুনাফা হয় কোন দিন
কেউ কেউ বলেন যে সপ্তাহের মধ্যে সোমবারই হল স্টক কেনার সবথেকে ভাল দিন। আবার অনেকে বলেন শুক্রবার দিনে স্টক বিক্রি করার সবথেকে ভাল দিন। সাধারণভাবে সোমবার (Stock Buying) দেখা যায় স্টকের দাম কম থাকে আর শুক্রবার অর্থাৎ সপ্তাহের শেষ ট্রেডিং দিনে তার দাম বেড়ে যায়। ফলে শুক্রবার বিক্রি করলে বেশি মুনাফা মেলে। তবে তা একেবারেই সত্যি নয়। কারণ এমনটা হলে সকলেই সোমবার শেয়ার কিনত আর কেউ যদি শেয়ার বিক্রিই না করবে, তাহলে আপনি কিনবেন কীভাবে ? শেয়ার বাজার পুরোটাই চাহিদা এবং সরবরাহের নীতিতে চলে, ফলে এখানে কোনও এমন নির্দিষ্ট দিন নেই যেখানে শেয়ার কিনলে ভাল হয়।
মুভিং অ্যাভারেজের দিকে খেয়াল রাখা দরকার
যে শেয়ার কিনতে চাইছেন তাঁর দামের দিকে খেয়াল রাখা দরকার, তাহলেই বোঝা যাবে ঠিক কখন এই শেয়ার কিনলে ভাল হয়। মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরের সাহায্যে এই স্টকের দামের একটা রেঞ্জ জানতে পারা যায়। এর মাধ্যমে শেয়ারের উচ্চ দাম এবং নিম্ন দামের তথ্য জানা যায়। এর ফলে শেয়ারে বিনিয়োগ করার সুবিধেজনক। আবার কোনও স্টক কেনার আগে সেই সংক্রান্ত কোনও খবর আছে কিনা তাও দেখে নিতে হবে। অনেক সময় দেখা যায়, ডিভিডেন্ড দেওয়ার সময় ঘোষণা হলেও সেই শেয়ারের দাম অনেকটাই বেড়ে যায়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: RVNL Share: রকেটগতি RVNL শেয়ারে! এখনই বেচবেন? না কি Hold করবেন?