(Source: ECI/ABP News/ABP Majha)
Hyundai Santro Update: হ্যাচব্যাক কিনছেন না ভারতীয়রা ? স্যান্ট্রোর উৎপাদন বন্ধ করল হুন্ডাই
Hyundai Santro: বদলে যাচ্ছে ভারতীয়দের চাহিদা। হ্যাচব্যাক,সেডানের পরিবর্তে দেশের বাজারে কমপ্যাক্ট এসইউভি পছন্দ করছেন ক্রেতারা।
Hyundai Santro: বদলে যাচ্ছে ভারতীয়দের চাহিদা। হ্যাচব্যাক,সেডানের পরিবর্তে দেশের বাজারে কমপ্যাক্ট এসইউভি পছন্দ করছেন ক্রেতারা। দেশবাসীর এই ইচ্ছেকে সম্মান জানিয়ে কোম্পানির এক সময়ের জনপ্রিয় হ্যাচব্যাক স্যান্ট্রোর (Hyundai Santro) উৎপাদন বন্ধ করল হুন্ডাই ।
Hyundai India: এক সময়ের ঐতিহ্যবাহী গাড়ি
একটা সময়ে স্যান্ট্রো ছিল হুন্ডাইয়ের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি। কোম্পানির এই মডেলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে 2018 সালে নতুন স্যান্ট্রো লঞ্চ করে হুন্ডাই। দেশের হ্যাচব্যাকের শ্রেণিতে আরও নতুন বিলাসবহুল বৈশিষ্ট্য দিতেই নিয়ে আসে এই গাড়ি। যদিও প্রচার ভাল হলেও আশানুরূপ ফলে করেনি এই হ্যাচ।
Hyundai India: হ্যাচব্যাকে আগ্রহ কমছে
নতুন স্যান্ট্রোতে টাচস্ক্রিনের পাশাপাশি AMT গিয়ারবক্সও দেওয়া হয়েছিল। তাতেও গাড়ি বিক্রি হয়নি সেভাবে। এমনকী Hyundai Nios এলে সেদিকে গিয়েছে গ্রাহকরা। যদিও একটা সময়ের পর হুন্ডাইয়ের হ্যাচব্যাক থেকেই মুখ ফিরিয়েছে ক্রেতারা। বেশি টাকা দিয়ে এখন ভারতীয়রা বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি চাইছে।
Hyundai Santro Update: কী দেখছে হুন্ডাই ?
হুন্ডাইয়ের মতে, এখন এন্ট্রি লেভেল হ্যাচব্যাকের পরিবর্তে আরও বেশি SUV পছন্দ করছেন ভারতীয়রা। সেই কারণে মারুতির এস-প্রেসোর মতো গাড়িগুলি অন্য ছোট মারুতি গাড়িগুলির থেকে বেশি চলছে। বিক্রি বেড়েছে নিসান ম্যাগনাইটের মতো সাবকমপ্যাক্ট SUVগুলির। নিজে এই বিষয়টা বুঝতে পারছে হুন্ডাই। গাড়ি বিক্রির তথ্য বলছে, কোম্পানির ক্রেটা রেকর্ড সংখ্যায় বিক্রি হলেও হ্যাচব্যাকের বিক্রি তলানিতে নেমেছে।
Hyundai Santro Update: স্যান্ট্রো বন্ধের কারণ
কোম্পানি সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের গাড়ির সুরক্ষা নিয়ে নতুন নির্দেশিকা চিন্তা বাড়িয়েছে কোম্পানির। গাড়িতে ন্যূনতম ৬টি এয়ারব্যাগের সুবিধার কথা শুনেই এই হ্যাচব্যাক তৈরি বন্ধ করেছে হুন্ডাই। কোম্পানির মতে, এন্ট্রি লেভেল হ্যাচব্যাকে ৬টি এয়ারব্যাগ দিলে যা দাম পড়বে তাতে এই ধরনের হ্যাচ কিনবে না ক্রেতা। তাই স্যান্ট্রো বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন : Tata Nexon EV MAX: বড় ব্যাটারির সঙ্গে দমদার পারফরম্যান্স, নতুন নেক্সনের দাম জানেন ?