Indigo: দেড় মাসের বেতন অতিরিক্ত পাবেন কর্মীরা, বড় খবর এই সংস্থায়
Indigo Big News: এই বিমান পরিষেবা সংস্থা তাঁদের ক্ষতি পূরণ করে চলেছে ক্রমশ। কোভিডকালের পর থেকে ২০২২ সালের দ্বিতীয়ার্ধ জুড়ে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছিল সংস্থার, তা এবার ধীরে ধীরে পূরণ হচ্ছে।
![Indigo: দেড় মাসের বেতন অতিরিক্ত পাবেন কর্মীরা, বড় খবর এই সংস্থায় Indigo bonus for employees Indigo Q4 Result May 2024 Bonus 1.5 times salary Indigo Big News Indigo: দেড় মাসের বেতন অতিরিক্ত পাবেন কর্মীরা, বড় খবর এই সংস্থায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/03/1e6cd8456aee6ca3f6a7f61317ba6e951714741004014900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Indigo Airlines: ভারতের সবথেকে বড় বেসরকারি বিমান পরিষেবা সংস্থা এবার তাঁদের কর্মীদের একটা বড় উপহার দিতে চলেছে। এককালীন বোনাস দেবে ইন্ডিগো। কর্মীদের যা বেতন তাঁর দেড়গুণ বোনাস দিতে চলেছে ইন্ডিগো, আনুষ্ঠানিকভাবেই এই বোনাসের (Indigo Bonus) কথা ঘোষণা করেছে ইন্ডিগো। মে মাসের বেতনের সঙ্গেই এই অতিরিক্ত বোনাস দেওয়া হবে কর্মীদের। ২০২৩-২৪ অর্থবর্ষে ইন্ডিগো এয়ারলাইন বিপুল মুনাফা করেছে আর তাই সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, এই বিমান পরিষেবা সংস্থা (Indigo Bonus) তাঁদের ক্ষতি পূরণ করে চলেছে ক্রমশ। কোভিডকালের পর থেকে ২০২২ সালের দ্বিতীয়ার্ধ জুড়ে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছিল সংস্থার, তা এবার ধীরে ধীরে পূরণ হচ্ছে। ত্রৈমাসিকের ফলাফলেও দারুণ ভাল ইঙ্গিত দেখিয়েছে এই সংস্থা। ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেই মুনাফা করতে শুরু করেছে ইন্ডিগো এয়ারলাইনস। বিপুল হারে বেড়ে গিয়েছে ভ্রমণের চাহিদা, তৃতীয় ত্রৈমাসিকে তাই সংস্থার মুনাফা বেড়েছে ১১০ শতাংশ। আর সেভাবেই ঐ ত্রৈমাসিকে ইন্ডিগো ২৯৯৮ কোটি টাকার মুনাফা (Indigo Bonus) করেছে, ২০২২-২৩ অর্থবর্ষে একই ত্রৈমাসিকে এই মুনাফার অঙ্ক ছিল ১৪২৩ কোটি টাকা।
দারুণ অর্থনৈতিক সাফল্যের কারণে ইন্ডিগোর শেয়ারের দামও গতকাল বেড়েছিল। শেয়ারেও এসেছিল র্যালি। যদিও আজকের বাজারে ফের লালে বন্ধ হয়েছে ইন্ডিগোর শেয়ার। ২ মে বৃহস্পতিবার এই শেয়ারের দাম ২.৪৩ শতাংশ বেড়ে হয় ৪০৭৯.১০ টাকা। সেশনের মাঝেই ৪১২২.৯০ টাকার উচ্চতায় পৌঁছে গিয়েছিল ইন্ডিগোর শেয়ার। কোটাক সিকিউরিটিজ ব্রোকারেজের পক্ষ থেকে বাই সিগনাল দেওয়া হয়েছিল এই স্টকে। তাঁদের পক্ষ থেকে টার্গেট প্রাইস দেওয়া হয়েছিল ৪৭০০ টাকা।
ভারতে বিমান উড়ানের ক্ষেত্রে ইন্ডিগোর (Indigo Bonus) চাহিদা ধীরে ধীরে বাড়ছে। এবার তাই ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে নিজের ব্যবসাকে ছড়িয়ে দিতে চায় ইন্ডিগো। ভারতের মেট্রো শহরগুলির সঙ্গে বিশ্বের অন্যান্য জায়গাকে জুড়ে দিতে ইন্ডিগো আরও ৩০টি নতুন এয়ারক্রাফট ফ্রান্স এয়ারবাসের থেকে কিনতে চাইছে। ৪-৫ বিলিয়ন ডলারের চুক্তি হতে চলেছে এটি। ২০২৭ সাল থেকে এর ডেলিভারি শুরু হবে বলে জানা গিয়েছে। ২০২৩ সালের জুন মাসে একবারে ৫০০টি এয়ারবাস অর্ডার করে ইতিহাস গড়েছিল ইন্ডিগো।
আরও পড়ুন: Income Tax: মে মাসেই সারতে হবে আয়কর সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ কাজ, কোন কোন দিন মনে রাখতে হবে ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)