Insurance Policy: ৪৫ পয়সায় ১০ লাখের বিমা কভারেজ, দেশের সবচেয়ে সস্তা ইনস্যুরেন্স পলিসি
Life Insurance: মাত্রা ৪৫ পয়সায় জীবন বিমা। এরকমও হয় নাকি ? জেনে নিন বিস্তারিত।
Life Insurance: এই ধরনের বিমা কভারেজের (Insurance Policy) কথা শুনলে অবাক হবেন আপনিও। জানেন, দেশে ৪৫ পয়সায় ১০ লাখ টাকা পর্যন্ত বিমা কভারেজ পাওা যায় ?
এত কম খরচে বিমা
পরিবারের প্রতি দায়িত্ব থাকলে আপনার অবশ্যই জীবন বিমা থাকা উচিত। সেই ক্ষেত্রে অনেক সময় কোন জীবন বিমা নেওয়া উচিত তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় আমাদের মনে। কিন্তু, আজ আমরা আপনাকে যে বিমা পলিসি সম্পর্কে বলব, তাকে দেশের সবচেয়ে সস্তা বিমা বলা যেতে পারে। আপনি এতে মাত্র ৪৫ পয়সায় পাবেন ১০ লাখ টাকা পর্যন্ত বিমা কভার।
এটা কোন ধরনের বিমা
আমরা যে বিমার কথা বলছি, সেটি আইআরসিটিসির ভ্রমণ বিমা পলিসি। আপনি যখনই ট্রেনের টিকিট বুক করবেন, এর সঙ্গে একটি ট্রাভেল বিমা পলিসিও পাবেন। ট্রেন যাত্রার সময় যদি দুর্ঘটনা ঘটলে সেই সুবিধা পাবে আপনি ও আপনার পরিবার। এই ক্ষেত্রে আপনার মৃত্যু, গুরুতর আহতের ঘটনায় এই ট্রাভেল বিমা পলিসি কাজে আসে।
আগে ছিল আরও সস্তা
আগে এই পলিসি মাত্র ৩৫ পয়সায় পাওয়া যেত। কিন্তু এখন তা বেড়ে ৪৫ পয়সা হয়েছে। তবে এর পরেও এটি দেশের সবচেয়ে সস্তা বিমা পলিসি। এটি শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য বৈধ থাকে। অর্থাৎ, আপনি যতক্ষণ ট্রেনে ভ্রমণ করছেন, ততক্ষণ এটি বৈধ। আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই পলিসি আর কাজে আসবে না।
এই পলিসিতে কীভাবে, কত কভার পাওয়া যায়
IRCTC-এর এই ট্রাভেল বিমা পলিসির আওতায়, তিন ধরনের কভার দেওয়া হয়। আপনি যদি ট্রেন দুর্ঘটনার কারণে মারা যান, তাহলে সেই পরিস্থিতিতে আপনার পরিবার এই ট্রাভেল বিমা পলিসির অধীনে ১০ লাখ টাকা পর্যন্ত কভারেজ দেওয়া হয়। একই সময়ে, আপনি যদি ট্রেন দুর্ঘটনার কারণে যাত্রার সময় সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যান, তবে আপনাকে ১০ লাখ টাকার কভারেজ দেবে কর্তৃপক্ষ।
কী হলে কত কভারেজ
অন্যদিকে, যদি দুর্ঘটনার কারণে আপনি সাময়িকভাবে অক্ষম হন, তাহলে আপনাকে ৭.৫০ লাখ টাকার কভারেজ দেওয়া হবে। পাশাপাশি আপনি যদি রেল দুর্ঘটনায় আহত হন এবং আপনাকে চিকিত্সা করাতে হয়, তবে IRCTC-এর এই ট্রাভেল বিমা পলিসি কাজে আসবে। এর অধীনে, সেই ক্ষেত্রে আপনি ২ লাখ টাকা পর্যন্ত কভার পাবেন।
Smoking : কী হয় একটা সিগারেটে ? গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য়