![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Upcoming IPO: বড় আইপিও আসছে পরের সপ্তাহেই, তালিকাভুক্ত হবে ১০টি শেয়ার- নজরে রেখেছেন ?
IPO Launch: একটি আইপিওর সঙ্গে সঙ্গে এই প্রথম সপ্তাহেই আরও ১০টি শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে। দেখে নিন কোন আইপিও আসছে আর কোন শেয়ারগুলি তালিকাভুক্ত হবে বাজারে।
![Upcoming IPO: বড় আইপিও আসছে পরের সপ্তাহেই, তালিকাভুক্ত হবে ১০টি শেয়ার- নজরে রেখেছেন ? Bharati Hexacom IPO to launch next week with 10 listings in BSE and NSE Upcoming IPO: বড় আইপিও আসছে পরের সপ্তাহেই, তালিকাভুক্ত হবে ১০টি শেয়ার- নজরে রেখেছেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/30/1330043b93d1042da4fe178ee1d5f5a41711785504545900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
IPO Launch: মার্চ মাসে আইপিও মার্কেটের জন্য একটা বড় সময় ছিল। পরপর অনেকগুলি আইপিও এসেছে বাজারে। পুরনো অর্থবর্ষ শেষ হয়ে এবার নতুন অর্থবর্ষ শুরু হবে ১ এপ্রিল থেকেই। নতুন অর্থবর্ষের প্রথম সপ্তাহেই আসছে একটি বড় সংস্থার আইপিও। শুধু তাই নয়, একটি আইপিওর সঙ্গে সঙ্গে এই প্রথম সপ্তাহেই আরও ১০টি শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে। দেখে নিন কোন আইপিও আসছে আর কোন শেয়ারগুলি তালিকাভুক্ত হবে বাজারে।
ভারতী হেক্সাকম আইপিও
২০১২ সালে ভারতী ইনফ্রাটেলের আইপিও এসেছিল বাজারে। তারপর এই আবার একটি নতুন আইপিও নিয়ে আসছে সংস্থা। জানা গিয়েছে আগামী ৩ এপ্রিল বাজারে আসবে ভারতী হেক্সাকমের আইপিও। এর মাধ্যমে বাজার থেকে ৪২৭৫ কোটি টাকা সংগ্রহ করতে চাইছে এই সংস্থা। সংস্থা জানিয়েছে এই আইপিওর প্রাইসব্যান্ড ৫৪২-৫৭০ টাকা থাকবে। মূলত অফার ফর সেলেই থাকবে এই সংস্থা ৭.৫ কোটি ইকুইটি শেয়ার। এর পাবলিক শেয়ারহোল্ডার টেলিকমিউনিকেশনস কনসালট্যান্টস ইন্ডিয়া এই অফার ফর সেলে শেয়ার বিক্রি করবে বলে জানা গিয়েছে। আগামী ৫ এপ্রিল বন্ধ হবে এই আইপিওর সাবস্ক্রিপশন। এই সংস্থার ৭০ শতাংশ স্টেক রয়েছে এয়ারটেলের এবং বাকি ৩০ শতাংশ স্টেক আছে টেলিকমিউনিকেশনস ইন্ডিয়ার।
কোন কোন স্টক তালিকাভুক্ত হবে ?
৭টি SME সংস্থার আইপিওর বিডিং শেষ হয়ে তালিকাভুক্ত হবে আগামী সপ্তাহে। Radiowala Network, TAC Infotec-এর শেয়ারের বিডিং শেষ হবে ২ এপ্রিল। তাঁর পরের দিন অর্থাৎ ৩ এপ্রিল তালিকাভুক্ত হবে Yash Optics, Jay Kailash Namkeen এবং K2 Infragen-এর শেয়ার।
এছাড়া জম্মু কাশ্মীর ভিত্তিক সংস্থা SRM Contractors IPO-র তালিকাভুক্তি হবে ৩ এপ্রিল। মেনবোর্ড সেগমেন্টে এটাই আগামী সপ্তাহের বড় আইপিও। ১৩০ কোটির এই আইপিও ইতিমধ্যে ৮৬.৫৭ গুণ সাবস্ক্রাইব হয়ে গিয়েছে। SME সেগমেন্টে Vishwas Agri Seeds-এর শেয়ারও তালিকাভুক্ত হবে আগামী সপ্তাহের ১ এপ্রিল। Naman In Store লিস্টিং হবে ২ এপ্রিল।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: TCS Jobs: TCS-এ নতুনদের জন্য দারুণ খবর,কোম্পানি করছে বড় নিয়োগ, আরও কী সুখবর ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)