LIC's Mega IPO: সীমান্তে উত্তেজনার ফল, LIC IPO-তে চিনের বিনিয়োগ আটকাতে পারে ভারত
রিপোর্টে বলা হয়েছে, ব্যাঙ্ক ও সরকারি আধিকারিকদের থেকে এই খবর জানতে পেরেছে সংবাদ সংস্থা।তাদের দাবি, দুই দেশের সীমান্ত নিয়ে উত্তেজনা না কমার কারণেই চিনের ব্যবসায়ীদের বিনিয়োগ আটকাতে পারে ভারত।
নয়াদিল্লি: ভারত-চিনের (India-China) সীমান্তে উত্তেজনার ফল ভুগতে হবে বেজিংয়ের ব্যবসায়ীদের।শোনা যাচ্ছে, লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন LIC IPO-তে চিনের বিনিয়োগ আটকাতে পারে ভারত। অন্তত সেই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।
রিপোর্টে বলা হয়েছে, ব্যাঙ্ক ও সরকারি আধিকারিকদের থেকে এই খবর জানতে পেরেছে সংবাদ সংস্থা।তাদের দাবি, দুই দেশের সীমান্ত নিয়ে উত্তেজনা না কমার কারণেই চিনের ব্যবসায়ীদের বিনিয়োগ আটকাতে পারে ভারত।দেশের বিমা সংস্থার ইতিহাস বলছে, এখনও পর্যন্ত ভারতের বৃহত্তম ইনস্যুরেন্স সংস্থা LIC। দেশের মোট বিমা ক্ষেত্রের ৬০ শতাংশ হাতে রয়েছে (Life Insurance Corporation)-এর। তাই তার ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) বা শেয়ার কিনতে অপেক্ষায় রয়েছেন বহু ট্রেডার। সূত্রের খবর, শীঘ্রই নিজেদের LIC IPO বাজারে আনতে চলেছে সরকার। তাই আগেভাগে দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে চিনের বিনিয়োগ চাইছে না দিল্লি।
দেশের বিমা ক্ষেত্রে অর্থ ও সম্পত্তি মিলিয়ে কমপক্ষে ৫০,০০০ কোটি মার্কিন ডলারের সম্পদ রয়েছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের। LIC IPO কিনতে বিদেশি বিনিয়োগকারীদের অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার। যদিও চিনের বিষয়ে ধীরে চলো নীতি নিয়েছে কেন্দ্র। গত বছর হিমালয়ের কাছে চিনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘর্ষ হয় ভারত-চিনের।যার পর বহুবার দুই দেশের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়া নিয়ে আলোচনা হলেও আশাপ্রদ ফল পাওয়া যায়নি।সেই কারণে দেশের সংবেদনশীল ক্ষেত্র বা গুরুত্বপূর্ণ জায়গায় চিনের বিনিয়োগ কিছুটা হলেও আটকেছে ভারত। এমনকী বহু চিনা অ্যাপের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতে আমদানি বন্ধ করা হয়েছে অনেক চিনা পণ্যের।
এই বিষয়ে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সীমান্তে সংঘর্ষের পর আর চিনের ওপর সেই বিশ্বাস নেই দিল্লির। সেই কারণে LIC IPO-র মতো গুরুত্বপূর্ণ শেয়ারে চিনকে দেখতে চাইছে না ভারত। দুই দেশের এই পরিস্থিতি নিয়ে দেশের অর্থমন্ত্রক ও এলআইসির কাছে ইমেল করেছিল সংবাদ সংস্থা রয়টার্স। এই নিয়ে কোনও পাল্টা উত্তর আসেনি রয়টার্সের কাছে। তবে শোনা যাচ্ছে, চিনের ব্যবসায়ীদের আটকানোর বিষয়টা এখনও ফাইনাল করেনি সরকার।
আরও পড়ুন : LIC Policy Update: LIC-র বিশেষ ঘোষণা, সব পলিসি হোল্ডারদের করতে হবে এই কাজ
আরও পড়ুন : LIC Update : LIC-র প্রিমিয়াম জমা পড়ছে তো ? কীভাবে ঘরে বসে দেখবেন পলিসি স্ট্যাটাস ?
আরও পড়ুন : LIC Jeevan Anand Policy: দিনে ৭৬ টাকা দিয়ে পান ১০.৩৩ লক্ষ টাকা, এখনই শুরু করুন এই পলিসি