LIC Jeevan Anand Policy: দিনে ৭৬ টাকা দিয়ে পান ১০.৩৩ লক্ষ টাকা, এখনই শুরু করুন এই পলিসি
এই পলিসি করতে গেলে কোনও পলিসি হোল্ডারের বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। পলিসি করার সময় ব্যক্তিকে ম্যাচুরিটির সময় নিশ্চিত রিটার্নের আশ্বাস দেয় LIC।
নয়াদিল্লি: প্রতিদিন অল্প টাকা জমিয়ে আসতে পারে বিপুল পরিমাণ অর্থ।স্বচ্ছল ভবিষ্যতের পথ দেখাতে পারে LIC Jeevan Anand Policy। পলিসি হোল্ডারদের সঞ্চয়ে উৎসাহ দিতে দু'টো বোনাস দেওয়ার ব্যবস্থা রয়েছে এই স্কিমে। যা স্বাভাবিকভাবেই কোনও পলিসি হোল্ডারের কাছে বড় পাওনা।
কী রয়েছে LIC Jeevan Anand Policy-র মধ্যে ?
এই পলিসি করতে গেলে কোনও পলিসি হোল্ডারের বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। পলিসি করার সময় ব্যক্তিকে ম্যাচুরিটির সময় নিশ্চিত রিটার্নের আশ্বাস দেয় LIC। এই পলিসির সবথেকে ভালো বিষয় এর প্রিমিয়াম ও পলিসির মেয়াদ। পলিসির শেষ পর্যন্ত নির্দিষ্ট নিয়মে প্রিমিয়াম দিয়ে যেতে হয় পলিসি হোল্ডারকে। তবে টানা ১৫ বছর পলিসি চালালে বোনাস নিশ্চিত পলিসি হোল্ডারের।
কোনও কারণে পলিসি হোল্ডারের মৃত্যু হলে ন্যূনতম টাকা দেওয়া হয় নমিনিকে।এ ক্ষেত্রে ন্যূনতম ১ লক্ষ টাকা পাওয়া যায় কোম্পানির তরফে। তবে চাইলে এই ন্যূনতম টাকার পরিমাণ বাড়াতে পারেন পলিসি হোল্ডার। বর্তমানে বিনিয়োগকারীর মৃত্যু হলে ১২৫ শতাংশ টাকা পাওয়ার অপশন দিচ্ছে LIC। এছাড়াও LIC Jeevan Anand Policy-র মাধ্যমে দুর্ঘটনাজনিত মৃত্যু, জটিল অসুখ, শারীরিক অক্ষমতার মতো বিষয়ও কভার করা হয়।
এখানে আমানতকারীদের টাকা তোলার একটা সুবিধা রয়েছে। চাইলে একসঙ্গে অনেক টাকা নিতে পারেন গ্রাহক। প্রয়োজনে মাসে মাসে জীবন বিমার টাকা নিতে পারেন তিনি। এই বিষয়টা পুরোপুরি পলিসি হোল্ডারের ওপর নির্ভর করছে।
কীভাবে দিনে ৭৬ টাকা দিয়ে ১০.৩৩ লক্ষ টাকা পাবেন ?
ধরা যাক কোনও পলিসি হোল্ডারের বয়স ২৪। তিনি ৫ লক্ষ টাকার LIC Jeevan Anand Policy করবেন। সেক্ষেত্রে তাঁকে ২৬,৮১৫ টাকা প্রিমিয়াম দিতে হবে। এই প্রিমিয়াম দিতে ওই ব্যক্তির মাসে ২২৮১ টাকা দিতে হচ্ছে। হিসেব অনুযায়ী, একদিনে ওই ব্যক্তি প্রিমিয়াম হিসাবে ৭৬ টাকা দেবেন।পরবর্তী ২১ বছরে ওই সঞ্চয় ৫,৬৩,৭০৫ টাকায় গিয়ে দাঁড়াবে। এর সঙ্গে বোনাস যোগ হয়ে পলিসির মেয়াদ শেষে ওই ব্যক্তির জমা অর্থ দাঁড়াবে ১০ লক্ষ ৩৩ হাজার টাকা।
আও পড়ুন : LIC Kanyadan Policy: দিনে ১২১টাকা জমালে বিয়ের সময় ২৭ লাখ, কন্যাদান পলিসি আনল LIC
আরও পড়ুন : SBI-LIC Update : সুখবর ! SBI, LIC -র বন্ধ পলিসি চালু করা যাবে লেট ফি ছাড়াই