LIC Share Listing: শুরুতেই দুর্বল এলআইসির শেয়ার, লিস্টিংয়ে লাভ পেলেন না বিনিয়োগকারীরা
LIC Share Listing: আশাহত হতে হল বিনিয়োগকারীদের। দেশের বৃহত্তম আইপিও LIC-র শেয়ার মার্কেটে তালিকাভুক্তির দিনেই লাভ পেলেন না আইপিও হোল্ডাররা
LIC Share Listing: আশাহত হতে হল বিনিয়োগকারীদের। দেশের বৃহত্তম আইপিও LIC-র শেয়ার মার্কেটে তালিকাভুক্তির দিনেই লাভ পেলেন না আইপিও হোল্ডাররা।
LIC Share Update: কেন হতাশ বিনিয়োগকারীরা ?
দেশের বৃহত্তম আইপিও এলআইসি-র শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে এদিন কৌতূহলের শেষ ছিল না। গত 4 মে থেকে 9 মে পর্যন্ত খোলা ছিল এই আইপিও। এদিন নির্ধারিত সময়ে এলআইসির শেয়ারগুলি তালিকাভুক্ত হয়েছে৷ যদিও দেখা যায় LIC-র ইস্যু মূল্য 949 টাকার পরিবর্তে আরও দুর্বল হয়ে পড়ে স্টক। অনেকটাই ছাড়ের সঙ্গে তালিকাভুক্ত হয় এই কোম্পানি। তাই এলআইসি শেয়ারের তালিকা যারা মুনাফার আশা করেছিলেন তাদের হতাশ হতে হয়।
LIC Share Update: কত টাকায় তালিকাভূক্ত হয় শেয়ার ?
এদিন LIC-র স্টক BSE-তে 867 টাকায় তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ LIC-র শেয়ার প্রায় 9 শতাংশ ছাড়ের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে, LIC-এর স্টক NSE-তে তালিকাভুক্ত হয়েছে প্রায় 8 শতাংশ ছাড়ের সঙ্গে।
LIC Share Listing: প্রথম ১০ মিনিটে LIC-র স্টকের অবস্থা
মঙ্গলবার এলআইসি শেয়ারগুলির কোনও দুর্দান্ত শুরু করতে পারেনি। এটি ইস্যু মূল্যের নিচে তালিকাভুক্ত হয়েছে। প্রথম 10 মিনিটে LIC-র স্টক 900 টাকা ছাড়ায়। একটা সময় এই স্টক 918 টাকায় পৌঁছয়। যদিও পরে তা ইস্যু প্রাইস স্পর্শ করতে পারেনি। ১২টার পরে এই শেয়ার 860 টাকার নিচে চলে আসে।
LIC Share Update: সকালে LIC শেয়ার প্রতি দাম ছিল 872 টাকা
LIC-র শেয়ার এদিন এনএসই-তে 872 টাকায় লিস্টিং হয়। যা শেয়ার প্রতি 949 টাকার ইস্যু মূল্যের থেকে অনেকটাই নিচে। একই সময়ে LIC-র এই স্টক BSE-তে শেয়ার প্রতি 867 টাকায় থিতু হয়েছে। প্রি-ওপেনে এলআইসির মার্কেট ক্যাপ 5.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।