Upcoming IPO: আগামী সপ্তাহেই আসছে এই গাড়ি নির্মাতা সংস্থার আইপিও, গ্রে মার্কেটে দাম কত যাচ্ছে ?
Popular Vehicles IPO: আগামী সপ্তাহের মঙ্গলবারেই আসবে এই আইপিও। বিনিয়োগ করতে চান ? তাঁর আগে জেনে নিন এই আইপিওর হাল-হকিকত। জিএমপিতে এখন কত দাম যাচ্ছে ?
IPO Launch: মার্চ মাসেই অনেকগুলি সংস্থার আইপিও আসতে চলেছে পরপর। এর মধ্যে এই সপ্তাহে বেশ কিছু সংস্থার আইপিও লঞ্চ হয়েছে বাজারে। কতগুলি আইপিওতে বিডিং চলছে আর কতগুলি শেয়ারের লিস্টিংও হয়েছে এই সপ্তাহেই। আগামী সপ্তাহে এবার একটি গাড়ি নির্মাতা সংস্থার আইপিও আসতে চলেছে বাজারে। পপুলার ভেহিকলস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড সংস্থা (Upcoming IPO) বাজার থেকে মূলত ৬০১.৫৫ কোটি টাকা তোলার জন্য এই আইপিও লঞ্চ করতে চলেছে। আগামী সপ্তাহের মঙ্গলবারেই আসবে এই আইপিও। বিনিয়োগ করতে চান ? তাঁর আগে জেনে নিন এই আইপিওর হাল-হকিকত। জিএমপিতে এখন কত দাম যাচ্ছে ?
জিএমপি কত যাচ্ছে
গাড়ি নির্মাতা সংস্থা Popular Vehicles & Services Limited-এর শেয়ার এখন গ্রে মার্কেটে ২৬ টাকা প্রিমিয়ামে বিক্রি হচ্ছে।
প্রাইসব্যান্ড কত
এই আইপিওর প্রাইসব্যান্ড থাকছে ২৮০ টাকা থেকে ২৯৫ টাকার মধ্যে। প্রতিটি ইকুইটি শেয়ারের দাম এভাবে নির্ধারিত করা হয়েছে।
কতদিন চলবে বিডিং
আগামী সপ্তাহের মঙ্গলবার ১২ মার্চ বাজারে আসবে Popular Vehicles & Services Limited-এর আইপিও। বিড করা যাবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। অর্থাৎ এই আইপিওটি আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সাবস্ক্রিপশন নেওয়া যাবে।
আইপিওর সাইজ
আইপিও সাইজের কথা বলতে গেলে এটি মূলত ফ্রেশ শেয়ার ও অফার ফর সেলের মিশ্রণ। আইপিও লঞ্চ করে এই সংস্থা বাজার থেকে ৬০১.৫৫ কোটি টাকা সংগ্রহ করতে চায়। এর মধ্যে (Upcoming IPO) নতুন শেয়ার ইস্যু করে তুলতে চাইছে ২৫০ কোটি টাকা এবং বাকি ৩৫১.৫৫ কোটি টাকা সংগ্রহ করা হবে অফার ফর সেলের মাধ্যমে।
লট সাইজ কত
যে সমস্ত বিনিয়োগকারী এই আইপিওতে বিনিয়োগ করতে চান তাঁদের একবারে ৫০টি শেয়ারের একটি লট কিনতে হবে একবারে।
কবে হবে লিস্টিং
১৪ মার্চ এই আইপিওর (Upcoming IPO) শেষ বিডিং হবে আর তাঁর পরের দিন ১৫ মার্চ আইপিওর অ্যালটমেন্ট দেওয়া হবে বলেই জানা গিয়েছে। তারপর ১৯ মার্চ শেয়ার বাজারে লিস্টিং হবে এই সংস্থার আইপিওর।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Rate Today: সপ্তাহান্তে সোনার দামে বিরাট ধাক্কা, বাড়ল না কমল সোনার দাম ?