IPOs This Week: চলতি সপ্তাহে শেয়ার বাজারে আসছে চারটি আইপিও, রয়েছে রাকেশ ঝুনঝুনওয়ালার লগ্নিকৃত মেট্রো ব্র্যান্ডসও
IPOs This Weekমেট্রো ব্র্যান্ডস তাদের আইপিও-র প্রাইস ব্যান্ড ৪৮৫ থেকে ৫০০ টাকা প্রতি শেয়ারে রেখেছে। কোম্পানির আইপিও ১০ ডিসেম্বর আসছে এবং এর লেনদেন শেষ হবে ১৪ ডিসেম্বর।
নয়াদিল্লি: চলতি সপ্তাহে শেয়ার বাজারে লগ্নিকারীদের সামনে রয়েছে একাধিক আইপিও (initial public offerings)-তে লগ্নির সুযোগ। পেটিএম ও স্টার হেল্থের আইপিও খুব একটা ভালো ফল করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও ভারতের শেয়ার বাজারে আইপিও-তে ভাঁটা পড়েনি। চলতি সপ্তাহ অর্থাৎ ৬ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে চারটি কোম্পানি তাদের আইপিও শেয়ার বাজারে আনছে।
এই কোম্পানিগুলি হল রেটগেন ট্রাভেল টেকনোলজিজ, শ্রীরাম প্রপার্টিজ, সিই ইনফো সিস্টেমস ((MapmyIndia) ও রাকেশ ঝুনঝুনওয়ালার লগ্নিকৃত মেট্রো ব্র্যান্ডস।
শেয়ার বাজার বিশ্লেষকদের মতে, এই আইপিও-গুলির গ্রহণযোগ্যতা খুব ভালো হবে। কারণ, এগুলির মূল্য নির্ধারন যুক্তিসঙ্গত বলেই মনে করা হচ্ছে। ক্যাপিটালভিয়া গ্লোবাল রিসার্চের আধিকারিক গৌরম গর্গ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান আইপিও-গুলির মূল্যনির্ধারণ যুক্তিসঙ্গত। তাদের ইকুটি অফার সীমিত এবং মনে হচ্ছে সেগুলি পুরোপুরি সাবস্ক্রিপশন পাবে।
মেট্রো ব্র্যান্ডস –এর আইপিও (Metro Brands) আগামী ১০ ডিসেম্বর আসতে চলেছে। ফুটওয়ার ক্ষেত্রে দেশের অন্যতম রিটেলার মেট্রো ব্র্যান্ডস আইপিএও-র মাধ্যমে ১৩৭০ কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করতে চলেছে।
মেট্রো ব্র্যান্ডস তাদের আইপিও-র প্রাইস ব্যান্ড ৪৮৫ থেকে ৫০০ টাকা প্রতি শেয়ারে রেখেছে। কোম্পানির আইপিও ১০ ডিসেম্বর আসছে এবং এর লেনদেন শেষ হবে ১৪ ডিসেম্বর। কোম্পানি আইপিও-তে ২৯৫ কোটি টাকার নয়া শেয়ার জারি করছে এবং সেইসঙ্গে কোম্পানির প্রোমোটার ও অন্য শেয়ারগ্রাহকরা ২.১৪ কোটি ইকুইটি শেয়ারের বিক্রি আইএফএস ( Offer For sale)-এর মাধ্যমে করবে। আইপিও-র মাধ্যেমে কোম্পানির প্রোমোটার ১০ শতাংশ অংশীদারিত্ব বিক্রয় করবে এবং এরপর প্রোমোটারদের কোম্পানিতে অংশীদারিত্ব বর্তমানে ৮৫ শতাংশ থেকে কমে হবে ৭৫ শতাংশ। মেট্রো ব্র্যান্ডসে রাকেশ ঝুনঝুনওয়ালার প্রায় ১৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে মেট্রো ব্র্যান্ডসের আইপিও জারির অনুমোদন মিলেছিল।
সিই ইনফো সিস্টেমস আইপিও ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে। এই প্রথম আইপিও-র প্রাইস ব্যান্ড ১ হাজার থেকে ১০৩৩ টাকা। আইপিও-র মাধ্যমে কোম্পানি ১,২০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। রেটগেনের আইপিও-র বিক্রয় শুরু আজ ৭ ডিসেম্বর। এক্ষেত্রে ফিক্সড প্রাইস ব্র্যান্ড ৪০৫-৪২৫ টাকা। শ্রীরাম প্রপার্টিজের আইপিও-ও শেয়ার বাজারে আসছে ৮ ডিসেম্বর। প্রাইস ব্যান্ড ১১৩ থেকে ১১৮ টাকা।