Stock Market Closing: টানা তিনদিন পতন, ফের 'বেয়ার মার্কেট' ফিরছে ভারতে, বৃহস্পতিতে কি উঠবে বাজার ?
Share Market Today: আইটি স্টকে পতনের রেশ কাটছে না বাজারে। ইনফোসিসের পতনের প্রভাব দেখা গেল বুধবারও।
Share Market Today: আইটি স্টকে পতনের রেশ কাটছে না বাজারে। ইনফোসিসের পতনের প্রভাব দেখা গেল বুধবারও। চলতি সপ্তাহে এই নিয়ে টানা তিন দিন ভারতীয় শেয়ার বাজারে পতন দেখা গেল।
Stock Market Closing: কী অবস্থা ছিল বাজারে ?
বাজারের এই বড় পতনের জন্য আজ আইটি ও ব্যাঙ্কিং খাতের স্টক দায়ী। আজকের লেনদেন শেষে BSE সেনসেক্স 160 পয়েন্টের পতনের সঙ্গে 17,618 পয়েন্টে 59,567-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি 41 পয়েন্টের পতনের সঙ্গে 17,618 পয়েন্টে বন্ধ হয়েছে।
Stock Market Closing: আজ কোন সেক্টরের কী অবস্থা ?
আজ বাজার পতনে আবারও ভূমিকা রেখেছে তথ্যপ্রযুক্তি খাত। নিফটি আইটি সূচক 1.77 শতাংশ পতনের সঙ্গে 26,687 পয়েন্টে বন্ধ হয়েছে। এর বাইরে ব্যাঙ্ক নিফটি, এফএমসিজি, এনার্জি, সেক্টরের শেয়ারের দামও কমেছে। তবে ধাতু, ফার্মা, স্বাস্থ্যপরিষেবা খাতের শেয়ারের দাম সামান্য বেড়েছে। মিডক্যাপ ও স্মলক্যাপ সূচকগুলিও নিম্নমুখী থেকেছে। নিফটির 50টি শেয়ারের মধ্যে 19টি শেয়ার বেড়েছে ও 31টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। সেনসেক্সের 30টি শেয়ার 21টি পতনের সঙ্গে ও 9টি শেয়ার বৃদ্ধির সঙ্গে দৌড় থামিয়েছে।
Share Market: কোন স্টকের কী অবস্থা ছিল ?
ডিভিস ল্যাব 2.20%, BPCL 2.15%, বাজাজ অটো 1.34%, Axis Bank 1.16%, Mahindra & Mahindra 0.90%, Eicher Motors 0.80%, HDFC 0.77%, Bharti Airtel 0.64%, Bajaj Finances 4.0% বাণিজ্যে আজ লাভ দিয়ে বন্ধ হয়েছে। সেখানে এইচসিএল টেক 2.36 শতাংশ, ইনফোসিস 2.16 শতাংশ, উইপ্রো 1.93 শতাংশ, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স 1.93 শতাংশ, এনটিপিসি 1.76 শতাংশ, এশিয়ান পেইন্টস আজকের সেশনে 1.57 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে।
Stock Market Closing: বিনিয়োগকারীদের সম্পদ বাড়ল কতটা ?
আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের সম্পদের পতন দেখা গেছে। BSE-তে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন 265.19 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে যা মঙ্গলবার 265.95 কোটি টাকা ছিল। অর্থাৎ বিনিয়োগকারীদের ৭৬ হাজার কোটি টাকা লোকসান হয়েছে।
Share Market: ফের খবরের শিরোনামে হিন্ডেনবার্গ রিপোর্ট। এবার আদানির বিরুদ্ধে এই রিপোর্টের সততা নিয়ে প্রশ্ন তুললেন বিশিষ্ট বিনিয়োগকারী।
Adani Stock Crash: চলতি বছরের প্রথম মাসেই ঘটে ভারতের শেয়ার বাজারে 'বিস্ফোরণ'। আমেরিকান শর্ট সেলিং ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চের আদানি গ্রুপ সম্পর্কে বিতর্কিত প্রতিবেদন আলোড়ন ফেল দেয় বাজারে। পরবর্তীকালে সেই রিপোর্ট আদানি গোষ্ঠীর ব্যাপক ক্ষতি করে। যদিও অনেক বিশ্লেষক ও বিশেষজ্ঞ মনে করেন, হিন্ডেনবার্গের রিপোর্ট সঠিক ছিল না। এবার বিতর্কিত রিপোর্ট নিয়ে মুখ খুলেছেন আরও এক অভিজ্ঞ বিনিয়োগকারী।
Share Market: মবিয়াস এই দাবি করেছেন
সম্প্রতি আদানি -হিন্ডেনবার্গ ইস্যুতে মুখ খুলেছেন মোবিয়াস ক্যাপিটালের প্রতিষ্ঠাতা মার্ক মোবিয়াস। বাজারে একজন অভিজ্ঞ বিনিয়োগকারী হিসেবেই পরিচিত মার্কের নাম। এই বিনিয়োগকারী মনে করেন, হিন্ডেনবার্গ তার রিপোর্টে আদানি গোষ্ঠীর বিষয়ে উদ্বেগকে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে। তিনি বলেছেন, হিন্ডেনবার্গ রিসার্চ জানুয়ারিতে আদানি গোষ্ঠীর বিষয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, তা সম্পূর্ণ সঠিক বলা যায় না। সম্প্রতি একটি ইংরেজি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মবিয়াস।