Jeep India: জিপ নিয়ে এল মেরিডিয়ান এক্স, সঙ্গে নতুন আপল্যান্ড স্পেশ্যাল এডিশন, জেনে নিন দাম-বৈশিষ্ট্য
Auto News: মেরিডয়ান এনে আগেই ৭ আসনের এসইউভির জগতে তাক লাগিয়ে দিয়েছিল জিপ। এবার এল জিপ মেরিডিয়ান এক্স (Meridian X) ।
Auto News: মেরিডয়ান এনে আগেই ৭ আসনের এসইউভির জগতে তাক লাগিয়ে দিয়েছিল জিপ। এবার এল জিপ মেরিডিয়ান এক্স (Meridian X) । পাশাপাশি আপল্যান্ড স্পেশ্যাল এডিশন শুরু করেছে কোম্পানি।
Jeep India 2023: কত দাম রাখা হয়েছে গাড়ির ?
Meridian X ছাড়াও Upland স্পেশাল এডিশনের দাম সামনে এনেছে কোম্পানি। যার দাম টপ-স্পেক ভেরিয়েন্টের জন্য ৩৩.৪১ লক্ষ থেকে ৩৮.৪৭ লক্ষ টাকা দিতে হবে ক্রেতাকে। ক্রেতার পছন্দের আনুষাঙ্গিক জিনিস পছন্দ করার পরই চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হবে। মনে রাখবেন, এই সব দাম এক্স-শোরুম ইন্ডিয়া।
Automobile News: কী কী রঙে পাওয়া যাবে গাড়ি ?
কোম্পানির তরফে জানানো হয়েছে, মেরিডিয়ান এক্স ও আপল্যান্ড বিশেষ সংস্করণ সীমিত সংখ্যায় উত্পাদিত হবে। গ্রাহকের চাহিদার উপর ভিত্তি করে এর স্টাইলিং ও সরঞ্জাম আপগ্রেড করা হবে। দুটি নতুন রঙের বিকল্প - সিলভারি মুন ও গ্যালাক্সি ব্লুতে এই বিশেষ সংস্করণ মডেলগুলিতেও পাওয়া যাবে।
Jeep Meridian X: নতুন কী ডিজাইন দেওয়া হয়েছে গাড়িতে ?
সামনের দিকের ডিজাইনের কথা বললে, জিপ মেরিডিয়ান এক্স ও আপল্যান্ড স্পেশাল এডিশন বিভিন্ন ধরনের গ্রাহকদের স্টাইলিংয়ের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। মেরিডিয়ান এক্স লাইফস্টাইল ফোকাস সহ শহুরে গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। সেকানে স্পেশাল এডিশন সংস্করণে বডি-কালার লোয়ার, একটি ধূসর ছাদ, ধূসর পকেট সহ অ্যালয় হুইল, সাইড মোল্ডিং, পুডল ল্যাম্প ও অতিরিক্ত বাহ্যিক ডিজাইনার আলো পাবেন গাড়িতে।
Automobile News: আপল্যান্ড এডিশনে কী পাবেন ?
অন্যদিকে, জিপ মেরিডিয়ান আপল্যান্ড স্পেশাল এডিশন সেই গ্রাহকদের জন্য যারা আউটডোর অ্যাডভেঞ্চার পছন্দ করেন। এটি একটি ছাদ ক্যারিয়ার, সাইড স্টেপ, স্প্ল্যাশ গার্ড, একটি বুট অর্গানাইজার, সানশেড, কার্গো ম্যাট, একটি টায়ার ইনফ্লেটার, এবং একটি বিশেষ নকশা সহ একটি হুড ডেকাল সহ আসে৷ মেরিডিয়ান স্পেশাল এডিশনগুলি একটি বিনোদন প্যাকেজের সঙ্গে পাওয়া যাবে। যার মধ্যে একটি ১১.৬-ইঞ্চি ওয়াই-ফাই-সক্ষম স্ক্রিন রয়েছে। স্ক্রিনে প্রদর্শিত বিষয়বস্তু ৫০ শতাংশ ছাড়ে কেনার জন্য পাওয়া যাবে।
লঞ্চের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, জিপ ব্র্যান্ড ইন্ডিয়ার হেড নিপুন জে মহাজন বলেন, "আমরা জিপ মেরিডিয়ানের বিশেষ সংস্করণ লঞ্চ করতে পেরে খুবই উচ্ছ্বসিত। এই গাড়ি আলাদা স্টাইলে এসইউভির নতুন ভাষা তুলে ধরেছে। আমরা জিপ মেরিডিয়ানকে অন্য উচ্চতায় নিয়ে যেত চাইছি। নতুন স্পেশাল এডিশনের সঙ্গে লেভেল করে এই গাড়ি নিজের আলাদা লুক তৈরি করেছে। অফ-রোড ট্রেইল ও সাধারণ রাস্তায় উভয় ক্ষেত্রেই এই গাড়ি আপনাকে আলাদা অনুভূতি দেবে। গাড়ির অতিরিক্ত সরঞ্জাম এই বিশেষ সংস্করণগুলিকে অনন্য করে তুলেছে। "
Upcoming Toyota Cars: রুমিয়ান এমপিভি ছাড়াও নতুন ফরচুনার, টয়োটা আনছে এই ৫ গাড়ি