Jio Recharge Plan: ২০০ টাকার কমেই মিলবে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল- সস্তায় নতুন প্ল্যান আনল জিও
Jio Recharge: জিও এবার নতুন একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যা আবার ২০০ টাকার কম খরচে হবে। ১৮৯ টাকার এই নতুন প্রিপেইড প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং, ৩০০টি এসএমএস এবং ২ জিবি ডেটার সুবিধে।
Mobile Recharge: রিলায়েন্স জিও সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য একটি নতুন প্রি-পেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। সস্তায় এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন অনেক সুবিধে। ২০০ টাকার কমেই এই প্ল্যানে করানো যাবে রিচার্জ (Jio Recharge)। এতে থাকবে অ্যাক্টিভ সার্ভিস ভ্যালিডিটি (Mobile Recharge Plan), এই প্ল্যানের সাহায্যে প্রচুর মাত্রায় ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। যারা অনেক কম সময়ে বেশি পরিমাণে ডেটা (Recharge Plan) ব্যবহার করেন বা যাদের প্রয়োজন হয়, তারা এই রিচার্জ প্ল্যান নিতে পারেন। এতে অনেক সুবিধে হবে। ১৮৯ টাকার এই রিচার্জ প্ল্যানে কী কী সুবিধে পাবেন আপনি ?
নতুন রিচার্জ প্ল্যান আনল জিও
জিওর এই নতুন প্রিপেইড প্ল্যানের সাহায্যে টেলিকম অপারেটরের ইউজার পিছু গড় রেভিনিউর অঙ্কও বাড়বে। যদিও জিওর এটি কোনও সস্তার রিচার্জ প্ল্যান নয়। এখানে তবু অনেক কম খরচে রিচার্জের সুবিধে পাওয়া যাবে। ১৮৯ টাকার এই রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে জিও, এই টেলিকম সংস্থার ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ও সুবিধের সঙ্গে হুবহু মিল রয়েছে এই ১৮৯ টাকার প্ল্যানের।
১৯৮ টাকার রিচার্জ প্ল্যান দিচ্ছে জিও
২০০ টাকার কমে জিওর অনেকগুলি রিচার্জ প্ল্যান আছে। প্রথমে দেখে নেওয়া যাক ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানে ১৪ দিনের বৈধতা থাকছে। গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল, দিনে ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটার সুবিধে পাবেন গ্রাহকরা। এছাড়াও একই টাকা খরচ করে জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমার পরিষেবা পাবেন গ্রাহক।
১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে কী সুবিধে
রিলায়েন্স জিও ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ১৮ দিনের বৈধতা দেয়। দৈনিক ১.৫ জিবি করে ডেটা ব্যবহার করতে পারেন গ্রাহক। এছাড়া এই টাকাতেই আপনি পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, দিনে ১০০টি করে এসএমএসের সুবিধে। এর মধ্যে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের পরিষেবাও রয়েছে অন্তর্ভুক্ত।
১৮৯ টাকার নতুন রিচার্জ প্ল্যান
জিও এবার নতুন একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যা আবার ২০০ টাকার কম খরচে হবে। ১৮৯ টাকার এই নতুন প্রিপেইড প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিং, ৩০০টি এসএমএস এবং ২ জিবি ডেটার সুবিধে। প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে ২৮ দিন। জিওর সিম ব্যবহার করে থাকলে এই তিনটি রিচার্জ প্ল্যানে অনেক কম খরচে আপনি চাইলে জিওর সিম চালু রাখতে পারেন।
আরও পড়ুন: Term Insurance: কর বাঁচাতে টার্ম ইনসিওরেন্স নিচ্ছেন ? খেয়াল রাখুন এই ৫ বিষয়