এক্সপ্লোর
Term Insurance: কর বাঁচাতে টার্ম ইনসিওরেন্স নিচ্ছেন ? খেয়াল রাখুন এই ৫ বিষয়
Term Insurance Key Things: টার্ম ইনসিওরেন্স নেওয়ার ক্ষেত্রে কত বছরের জন্য নেওয়া দরকার, কত প্রিমিয়াম দিতে হবে এগুলিও জেনে নেওয়া জরুরি। অনেকেই তাঁর বার্ষিক আয়ের ১০ থেকে ১৫ গুণ কভারেজ ঠিক করেন।

টার্ম ইনসিওরেন্সের জরুরি বিষয়
1/10

অনেকেই জীবনবিমা নির্বাচনের ক্ষেত্রে কম প্রিমিয়াম ও বেশি কভারেজের জন্য বেছে নেন টার্ম ইনসিওরেন্স পলিসিকে। ছবি- গেটি
2/10

আয়কর আইনের পুরনো ধারায় এই টার্ম ইনসিওরেন্সের জন্য ৮০ সি অনুসারে ১.৫ লক্ষ টাকার কর ছাড় পাওয়া যেত। ছবি- গেটি
3/10

কিন্তু টার্ম ইনসিওরেন্স নেওয়ার ক্ষেত্রে কত বছরের জন্য নেওয়া দরকার, কত প্রিমিয়াম দিতে হবে এগুলিও জেনে নেওয়া জরুরি। ছবি- ফ্রিপিক
4/10

অনেকেই তাঁর বার্ষিক আয়ের ১০ থেকে ১৫ গুণ হিসেবে ইনসিওরেন্সের কভারেজ ঠিক করেন। তবে ২৫ গুণ কভারেজ হিসেব করলে তা উপযুক্ত হয়। ছবি- গেটি
5/10

কারও বার্ষিক আয় যদি ৫ লাখ টাকা হয় তাহলে কভারেজের অঙ্ক হওয়া উচিত ১ কোটি ২৫ লাখ টাকা। এক্ষেত্রে ১ কোটি টাকার কভারেজ নিলেও সুবিধে হবে। ছবি- গেটি
6/10

কত বছরের জন্য টার্ম ইনসিওরেন্স নেবেন এই প্রশ্নের উত্তরে অনেকেই এক কথায় ৬০ বছর পর্যন্ত ধরে নেন। ছবি- গেটি
7/10

কিন্তু ৮০ বছর পর্যন্ত ইনসিওরেন্সের মেয়াদ নেওয়া ঠিক নয়। তাতে প্রিমিয়াম অনেকটাই বেশি দিতে হয় অযথা। ছবি- ফ্রিপিক
8/10

ইনসিওরেন্স নেওয়ার সময় মাথায় রাখতে হবে আপনার উপর নির্ভরশীল সদস্য কতজন, আপনার রোজকার খরচ কত ইত্যাদি বিষয়গুলি। ছবি- ফ্রিপিক
9/10

টার্ম ইনসিওরেন্সের বদলে এনডাওমেন্ট প্ল্যান, ইউলিপ ইত্যাদি নেওয়া উচিত নয়। কারণ এতে হিসেবে খরচ অনেকটাই বেশি পড়ে। ছবি- ফ্রিপিক
10/10

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ছবি- ফ্রিপিক
Published at : 21 Aug 2024 04:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
