Job Offer: ১০ লাখ কর্মী কাজ পাবেন এই ইন্ডাস্ট্রিতে, এই মাসেই হবে বড় নিয়োগ
Job Opportunity: জানা গিয়েছে দেশের ই-কমার্স সেক্টরে এই মাসে অথবা আগামী মাসের মধ্যেই ১০ লক্ষ কর্মী এবং ২.৫ লক্ষ চুক্তিভিত্তিক শ্রমিক নেওয়া হবে। ২০২৬ সালের মধ্যে ই-কমার্স সেক্টরের এই অবস্থা আরও ভাল হবে।
Job Opportunity: এই উৎসবের মরসুমে বর্ধিত চাহিদার কারণে প্রায় ১০ লাখ কর্মী এবং আড়াই লাখ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে এই সেক্টর। মূলত ই-কমার্স সেক্টরেই (E-Commerce Sector Jobs) হতে পারে এই নিয়োগ। দেশের সবথেকে বড় রিক্রুটিং অ্যান্ড এইচআর সার্ভিস প্রোভাইডার সংস্থা এই সুখবর জানিয়েছে এবং চাকরিপ্রার্থীদের (Job Alert) অপেক্ষা করতে বলেছে। নিজেদের জীবনপঞ্জি হাতের কাছে রাখার পরামর্শও দিয়েছেন তারা।
ই-কমার্স সেক্টরে হবে এই চাকরি
জানা গিয়েছে দেশের ই-কমার্স সেক্টরে এই মাসে অথবা আগামী মাসের মধ্যেই ১০ লক্ষ কর্মী এবং ২.৫ লক্ষ চুক্তিভিত্তিক শ্রমিক নেওয়া হবে। টিমলিজ সার্ভিসেস সংস্থার সিনিয়র প্রেসিডেন্ট ও বিজনেস হেড বালাসুব্রহ্মণ্যম এ জানিয়েছেন যে ই-কমার্স সেক্টরের কর্মী নিয়োগের (Job Alert) মাত্রা খুব শীঘ্রই বেড়ে যাবে কয়েকগুণ কারণ তারা নিকট ভবিষ্যতে ১০ লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে দেশকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে এই বিপুল নিয়োগ যেমন গুরুত্বপূর্ণ তেমনি দেশের কর্মসংস্থানের দিক থেকেও এই চাকরি গুরুত্বপূর্ণ।
তিনি জানিয়েছেন যে ২০২৬ সালের মধ্যে ই-কমার্স সেক্টরের এই অবস্থা আরও ভাল হবে। ই-কমার্সের ৬০ শতাংশ চাহিদাই আসে মূলত দেশের টায়ার ২, টায়ার ৩, টায়ার ৪ শহর এবং গ্রামাঞ্চল থেকে। এই উৎসবের মরশুম শুরু হওয়ার মুহূর্তে একটি বড় মাপের নিয়োগ প্রক্রিয়া শুরু করবে ই-কমার্স সেক্টর। বালাসুব্রহ্মণ্যম এও জানিয়েছেন যে ই-কমার্স সেক্টরের চাহিদা দিনে দিনে ক্রমেই বেড়ে চলেছে। আর তাই এই সেক্টরের হাত ধরেই দেশের তরুণ যুবকরা কাজের সুযোগ (Job Alert) পেতে চলেছেন।
কোথায় কোথায় বেশি কর্মসংস্থানের সুযোগ
ডেলিভারি পার্টনার
ওয়্যারহাউজ ওয়ার্কার
কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ
প্যাকেজিং, লেবেলিং
কোয়ালিটি কনট্রোল স্টাফ
অর্ডার সাপ্লাইতে ফ্রেশার
৩৫ শতাংশ বাড়বে ই-কমার্সের বিক্রি
টিমলিজ সার্ভিসেস একটি হায়ারিং অ্যান্ড হিউম্যান রিসোর্স প্রোভাইডার সংস্থা জানিয়েছে যে এই পুজোর মরশুমে ই-কমার্স সেক্টরের বিক্রি ৩৫ শতাংশ হারে বাড়তে পারে। গত বছরের থেকেও এই বিক্রির হার বেশি হয়ে চলেছে। বিভিন্ন পদের জন্য সংস্থাগুলি রিক্রুট করতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Silver Price: সপ্তাহান্তে বদলে গেল সোনার দাম, আজ কিনলে কমে পাবেন ? দেখুন রেটচার্ট