Layoff News: ধর্মঘটে সামিল ৩৩ হাজার কর্মী, বড়সড় ছাঁটাইয়ের ঘোষণা এই বিমান সংস্থার
Boeing Airlines Layoff: সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার ব্রায়ান ওয়েস্ট জানিয়েছেন কর্মীদের যে সংস্থার পক্ষ থেকে খরচ বাঁচাতে ১০টি পদক্ষেপ করা হবে। কর্মী ছাঁটাই ছাড়াও সর্বত্র এই সংস্থার শাখায় আর কোনও কর্মী নিয়োগ করা হবে না।
Boeing Airlines Strike: বিশ্বের সবথেকে বড় বিমান নির্মাতা সংস্থা বোয়িং এবার কর্মী ছাঁটাইয়ের পথে চলছে। ইতিমধ্যেই কর্মী নিয়োগ বন্ধ করেছে সংস্থা। এমনকী বোয়িং জানিয়েছে খরচ বাঁচাতে বেশ কিছু কর্মীকে ছাঁটাই করা হবে। সংস্থার পক্ষ থেকে কর্মীদের (Layoff News) জানানো হয়েছে যে সংস্থার ব্যবসার অবস্থা এখন ভাল নয়। কর্মীদের (Boeing Layoffs) পক্ষ থেকে ধর্মঘটও শুরু হয়েছিল এই সংস্থায়। প্রায় ৩৩ হাজার কর্মী এই ঘর্মধটে সামিল ছিলেন।
এই ১০টি পদক্ষেপ করবে বোয়িং
সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার ব্রায়ান ওয়েস্ট জানিয়েছেন কর্মীদের যে সংস্থার পক্ষ থেকে খরচ বাঁচাতে ১০টি পদক্ষেপ করা হবে। কর্মী ছাঁটাই ছাড়াও সর্বত্র এই সংস্থার শাখায় আর কোনও কর্মী নিয়োগ করা হবে না। ম্যানেজারদের বেতনের ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে খুব প্রয়োজন না পড়লে উড়ান নেওয়া হবে না। ব্রায়ান ওয়েস্টের মতে এই কর্মী ছাঁটাইয়ের কোপে পড়তে পারেন কর্মীদের সঙ্গে সঙ্গে অফিসাররাও। আগামী সপ্তাহের মধ্যেই বিশদ তথ্য জানানো হবে। মূলত এই ধর্মঘটের কারণেই সংস্থার প্রভূত আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্রায়ান ওয়েস্ট।
৩৩ হাজার কর্মী এখন ধর্মঘটে সামিল
শুক্রবার আগের সপ্তাহ থেকেই বোয়িং সংস্থার ৩৩ হাজার কর্মী ধর্মঘটে সামিল হয়েছেন। সংস্থার পক্ষ থেকে কর্মীদের জানানো হয়েছিল যে আগামী ৪ বছরে তাদের বেতন বাড়ানো হবে ২৫ শতাংশ। তবে কর্মী ইউনিয়নের দাবি তাদের বেতন প্রতি বছর ১০ শতাংশ হারে বাড়াতে হবে। কর্মী এবং সংস্থার মধ্যস্থতা করতে চাইছে সরকার। গতকাল এই বিষয়ে বৈঠকও হয়েছে সরকার ও সংস্থার মধ্যে। সেখানে খতিয়ে দেখার চেষ্টা করা হয়েছে যে নতুন চুক্তিতে আদপে কী চাইছেন কর্মীরা। ওয়াশিংটন, ওরেগাঁও কিংবা ক্যালিফোর্নিয়ার অফিসে বিভিন্ন জায়গায় কর্মীরা ধর্মঘট করছেন।
কর্মীদের দাবি, সংস্থা মুনাফা করলেও কর্মীদের প্রাপ্য বাড়ছে না
২০০৮ সালে শেষবার এই সংস্থায় ধর্মঘটে সামিল হয়েছিলেন কর্মীরা। তাদের তরফ থেকে জানানো হয়েছে যে সংস্থা নিরন্তর মুনাফা করে চলেছে আর সেই মুনাফার অংশ কর্মীদের দিচ্ছে না। বার্ষিক বোনাসের অঙ্কও স্থির করার দাবি জানিয়েছে তারা। বোয়িং জানিয়েছে ৩৩ হাজার কর্মীর বোনাস স্থির করা খুব একটা সহজ কাজ নয়। আরও ভাল পেনশন, আরও ভাল হেলথকেয়ার প্ল্যান দাবি করেছেন কর্মীরা।
আরও পড়ুন: Stock Market Record: মার্কিনি ফেড রেট কমায় নয়া শিখরে সেনসেক্স-নিফটি, মুনাফা দিচ্ছে এই স্টকগুলি