LIC Brand: বিশ্বের তাবড় সংস্থাও পিছিয়ে, জীবনবিমার ক্ষেত্রে সারা দুনিয়ায় নজির গড়ল LIC
LIC Record: ব্র্যান্ড ফিনান্স ইনসিওরেন্স ১০০ রিপোর্টের প্রতিবেদন অনুসারে, সারা দুনিয়ার মধ্যে এলআইসি শীর্ষস্থানে উঠে এসেছে। ২০২৩ সালে প্রথমবার LIC সংস্থা ৩৯,০৯০ কোটি টাকার ব্যবসায়িক প্রিমিয়াম পেয়েছে।
Life Insurance Brand: সারা বিশ্বের মধ্যে দেশের নাম উজ্জ্বল করেছে এই সংস্থা। জীবনবিমার দুনিয়ায় ভারত জুড়ে একচেটিয়া আধিপত্য এখনও জারি রেখেছে এই সংস্থা আর এবার সেই সংস্থার মুকুটে এল নয়া পালক। বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী বিমার ব্র্যান্ড হিসেবে নয়া রেকর্ড গড়ল এলআইসি। বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয় সমস্ত বিমা সংস্থাগুলিকে ছাপিয়ে গিয়েছে ভারতীয় এই ব্র্যান্ড (LIC Brand)। সারা দুনিয়ার মধ্যে জীবনবিমার ক্ষেত্রে প্রথম স্থানে আছে লাইফ ইনসিওরেন্স অফ ইন্ডিয়া।
এলআইসির ব্র্যান্ড ভ্যালু কত এখন
ব্র্যান্ড ফিনান্স ইনসিওরেন্স ১০০ রিপোর্টের প্রতিবেদন অনুসারে, সারা দুনিয়ার মধ্যে এলআইসি শীর্ষস্থানে উঠে এসেছে। এই পাবলিক সেক্টর কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ধারণা করা হচ্ছে ৯.৮ বিলিয়ন ডলার। ব্র্যান্ড স্ট্রেন্থ ইনডেক্স এবং এএএ রেটিংয়ে ৮৮.৩ স্কোর পেয়েছে এলআইসি (LIC Brand)। সারা দুনিয়ার মধ্যে ক্যাথে লাইফ ইনসিওরেন্স সংস্থা এসেছে দ্বিতীয় স্থানে। তারপরেই উঠে এসেছে বিশ্বের আরেকটি সংস্থা এনআরএমএ ইনসিওরেন্সের নাম।
NRMA ইনসিওরেন্স সংস্থার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে
এই প্রতিবেদন অনুসারে, তাইওয়ানের ক্যাথে জীবনবিমা সংস্থার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৯ শতাংশ। এখন এই সংস্থার ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ৪.৯ বিলিয়ন ডলার। অন্যদিকে, ব্র্যান্ড ভ্যালুর নিরিখে অনেকটা লাফ দিয়েছে এনআরএমএ জীবনবিমা সংস্থা। অস্ট্রেলিয়ার এই জীবনবিমা সংস্থার ব্র্যান্ড ভ্যালু এখন ৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৩ বিলিয়ন ডলার। এই প্রতিবেদন অনুসারে চিনের জীবনবিমা সংস্থাগুলির ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেশি। তবে স্কটল্যান্ডের ট্রাইগের জীবনবিমা ব্র্যান্ডের বাজারগত মূল্য ৬৬ শতাংশ বেড়ে হয়েছে ১.৬ বিলিয়ন ডলার।
৩৯,০০০ কোটি টাকার ব্যবসায়িক প্রিমিয়াম পেয়েছে LIC
২০২৩ অর্থবর্ষে প্রথমবার LIC সংস্থা ৩৯,০৯০ কোটি টাকার ব্যবসায়িক প্রিমিয়াম পেয়েছে। এছাড়াও সেই একই অর্থবর্ষে এসবিআই লাইফ ইনসিওরেন্স প্রিমিয়াম পেয়েছে ১৫,১৯৭ কোটি টাকা, এইচডিএফসি জীবনবিমার ব্যবসায়িক প্রিমিয়াম পেয়েছে ১০,৯৭০ কোটি টাকা। এর মধ্যে ভারত সরকার LIC কর্মীদের বেতন বাড়িয়ে দিয়েছে ১৭ শতাংশ। ৯ ফেব্রুয়ারি এলআইসির শেয়ারের দাম ছুঁয়েছে সর্বোচ্চ উচ্চতা।
বেতন বেড়েছে এলআইসি কর্মীদের
সম্প্রতি সরকার সর্ববৃহৎ সরকারি খাতের জীবন বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের কর্মচারীদের বেতন ১৭ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এতে প্রায় ১ লক্ষ কর্মচারী এবং ৩০ হাজার পেনশনভোগী সুবিধা পাবেন।
আরও পড়ুন: Gold Rate Today: বুধের বাজারে বাড়ল না কমল সোনার দাম ? দেখে নিন রেটচার্ট