LIC Plan for Kids: দিনে ১৫০ টাকা দিয়ে পান ১৯ লক্ষ, শিশুদের জন্য এই পলিসি আনল LIC
LIC Policy: প্রাপ্তবয়স্ক থেকে নাবালক, মহিলা এমনকী শিশুদের জন্যও দারুণ পলিসি রয়েছে LIC-তে। কোম্পানির এরকমই একটি পলিসির নাম LIC Children Money Back Plan।
LIC Plan for Kids: দেশের বেসরকারি বিমা কোম্পানির ভিড়ে এখনও LIC-র ওপর আস্থা রাখেন বেশিরভাগ নাগরিক। নিশ্চিত লাভের পাশাপাশি সুরক্ষিত ভবিষ্যতের কথা মাথায় রেখে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনে বিনিয়োগ করেন বহু মানুষ। প্রাপ্তবয়স্ক থেকে নাবালক, মহিলা এমনকী শিশুদের জন্যও দারুণ পলিসি রয়েছে LIC-তে। কোম্পানির এরকমই একটি পলিসির নাম LIC Children Money Back Plan।
LIC Policy: 'চিল্ডরেন মানি ব্যাক প্ল্যান' আসলে কী ?
LIC-র নতুন 'চিলড্রেন মানি ব্যাক প্ল্যান'-এ বিনিয়োগ করে বিশাল অঙ্কের তহবিল গড়তে পারবেন আপনি। ২৫ বছরের জন্য এই পলিসি কিনতে পারেন। এই স্কিমে সন্তানের ১৮ বছর পর প্রথমবার 'মানি ব্যাক' পলিসির কারণে নির্ধারিত টাকা পাবেন আপনি। একইভাবে সন্তানের ২০ বছর বয়স হলে দ্বিতীয়বার টাকা আসবে আপনার কাছে। পরে সন্তানের ২২ বছর বয়সে তৃতীয়বার 'মানি ব্যাক'-এর সুবিধা পাবেন। তিনটি মানিব্যাকের মধ্যে আপনাকে পলিসির ২০ শতাংশ করে অর্থ দেবে কোম্পানি। পরবর্তীকালে মেয়াদপূর্তির সময় শিশুর ২৫ বছর বয়সে আপনি পলিসির মোট পরিমাণের ৪০ শতাংশ অর্থ পাবেন।
Children Money Back Plan: নতুন চিলড্রেন মানি ব্যাক প্ল্যানের মূল বৈশিষ্ট্য
১ এই পলিসি গ্রহণ করার জন্য আপনার সন্তানের বয়স ১২ বছরের মধ্যে হওয়া উচিত।
২ এই স্কিমে, আপনি ৬০ শতাংশ টাকা 'মানি ব্যাক' হিসাবে ফেরত পাবেন। বাকি পলিসির ৪০ শতাংশ টাকা মেয়াদপূর্তিতে ফেরত পাবেন।
৩ এই স্কিমে আপনি আপনার প্রয়োজন অনুসারে সর্বনিম্ন ১ লক্ষ টাকা ও সর্বাধিক পলিসির পরিমাণ বাছতে পারেন।
LIC Policy: চিলড্রেন মানি ব্যাকে কত টাকা বিনিয়োগ করতে পারবেন ?
এই স্কিমে বিনিয়োগ করতে আপনাকে প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ অনুযায়ী আপনার মোট বার্ষিক আয় হবে ৫৫,০০০ টাকা। ২৫ বছর পর মোট জমার পরিমাণ হবে ১৪ লাখ টাকা। মেয়াদপূর্তিতে টাকা ফেরত দিয়ে মোট পরিমাণ অ্যাকাউন্ট হোল্ডার পাবেন ১৯ লাখ টাকা। পলিসিহোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে আপনি মেয়াদপূর্তিতে সুদের সাথে পুরো জমার পরিমাণ পাবেন।