LIC Policy: বিমার প্রিমিয়াম দেরিতে দিলেও লাগবে না লেট ফি ! বড় অফার দিচ্ছে LIC; কী জানাল সংস্থা ?
LIC Policy Revival Scheme 2025: সময়মত বিমার প্রিমিয়াম জমা না করলেই সেই বিমা পলিসি ল্যাপস হয়ে যায়। প্রিমিয়াম দিতে দেরি করলে লেট ফি জমা করতে হয়। এবার তা মকুব করবে এলআইসি ?

LIC Lapsed Policy Revival: লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সারা দেশজুড়েই সম্প্রতি চালু করেছে স্পেশাল রিভাইভাল ক্যাম্পেইন যার মাধ্যমে পলিসিহোল্ডাররা সহজেই তাদের বিমা পলিসি পুনরায় চালু করতে পারেন। ১৮ অগাস্ট থেকে আগামী ১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন আর সমস্ত ধরনের পলিসিহোল্ডারদের জন্যই এই ক্যাম্পেইন প্রযোজ্য।
এই উদ্যোগের একটি অংশ হিসেবে এলআইসি লেট ফি কনসেশন দিচ্ছে ৩০ শতাংশ পর্যন্ত। সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত লেট ফি মকুব করা হবে পলিসিহোল্ডারদের। অর্থাৎ দেরিতে প্রিমিয়াম জমা দিলে তাঁর জন্য যে নির্দিষ্ট হারে জরিমানা ধার্য হয়, সেই জন্য এই নতুন স্কিমের দ্বারা লেট ফি-র ৩০ শতাংশ মকুব করা হবে। এটি নির্ভর করবে প্রিমিয়ামের অঙ্কের উপরে। মাইক্রো ইনসিওরেন্স প্ল্যানের জন্য লেট ফি ১০০ শতাংশ মকুব করা হবে।
কখন ইনসিওরেন্স পলিসি ল্যাপস হয়ে যায়
সময়মত বিমার প্রিমিয়াম জমা না করলেই সেই বিমা পলিসি ল্যাপস হয়ে যায়। পলিসিধারকদের নির্ধারিত তারিখে অথবা গ্রেস পিরিয়ডের মধ্যে একটি নির্দিষ্ট প্রিমিয়ামের টাকা জমা দিতে হয়। এই গ্রেস পিরিয়ড থাকে সাধারণত ১৫ থেকে ৩০ দিনের মধ্যে। যদি এই গ্রেস পিরিয়ডের মধ্যেও প্রিমিয়ামের টাকা জমা না দেওয়া হয় তখন পলিসি ল্যাপস বলে ধার্য করা হয় সংস্থার তরফে।
কীভাবে পলিসি আবার রিভাইভ করা যাবে
বকেয়া প্রিমিয়াম ও লেট ফি সুদসহ জমা দিলেই সরাসরি এলআইসির ল্যাপস হওয়া পলিসি আবার রিভাইভ করা যাবে।
পলিসির নিয়ম-নীতির উপরে এই রিভাইভাল নির্ভর করে, সমস্ত বকেয়া সুদ সহ পেমেন্ট করে দিলে পলিসি সাধারণত রিভাইভ করে নেওয়া যায়।
এলআইসি এজেন্টের মাধ্যমে বা এলআইসির শাখা অফিসে গিয়ে বা কাস্টমার সার্ভিস বিভাগে গিয়ে এই পলিসি রিভাইভাল করানো যেতে পারে।
পলিসির শর্তাবলীর সাপেক্ষে প্রথম যেদিন প্রিমিয়াম দেওয়া বন্ধ করেন গ্রাহক সেদিন থেকে ৫ বছরের মধ্যে পলিসি রিভাইভাল করানো যায়। কেবলমাত্র যে পলিসিগুলি প্রিমিয়াম পরিশোধের মেয়াদের মধ্যে রয়েছে, সেগুলি পুনরুজ্জীবিত করার জন্য যোগ্য, জানিয়েছে এলআইসি। কোনও ছাড় ব্যতীরেকেই সাধারণ চিকিৎসা ও স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয়তা মেটানো হবে স্বাভাবিক নিয়মে। ফলে এই অফারের জন্য পলিসিধারকদের নিজেদের সুরক্ষিত করতে কভারেজ চালু ও সক্রিয় রাখার আহ্বান জানিয়েছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া।






















