Adani Group: আদানি গোষ্ঠীতে ৩৩০০০ কোটি ঢালতে চাপ LIC-কে? খবর সামনে আসতেই সরব বিরোধীরা, বিবৃতি দিল বিমা সংস্থা
LIC on Adani Investment: আমেরিকার ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয়, আদানি গোষ্ঠীতে টাকা ঢালতে চাপ দেওয়া হয় LIC-কে।

নয়াদিল্লি: ভারতীয় জীবন বিমা (LIC) সংস্থার তরফে আদানি গোষ্ঠীতে ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে খবর সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে। আমেরিকার জনপ্রিয় সংবাদপত্রের প্রতিবেদন সামনে আসতেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করতে শুরু করেছে বিরোধীরা। সেই নিয়ে এবার মুখ খুলল LIC. (LIC on Adani Investment)
আমেরিকার ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয়, আদানি গোষ্ঠীতে টাকা ঢালতে চাপ দেওয়া হয়েছে LIC-কে। সেই মতো চলতি বছরের মে মাসে সরকারি আধিকারিকরা পরিকল্পনাও পেশ করেন। সব মিলিয়ে আদানি গোষ্ঠীতে ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। (Adani Group)
Disturbing revelations have just emerged in the media about how the Modani joint venture systematically misused the Life Insurance Corporation of India (LIC) and the savings of its 30 crore policyholders.
— Congress (@INCIndia) October 25, 2025
Internal documents reveal that Indian officials drafted and pushed… pic.twitter.com/lI7gz66kWo
ওই খবর সামনে আসার পরই কংগ্রেসের তরফে আক্রমণ শানানো হয়। সোশ্য়াল মিডিয়ায় তারা লেখে, ‘মোদানি যৌথ প্রকল্পের আওতায় LIC-তে ৩০ কোটি মানুষের সঞ্চয়ের অপব্য়বহার হচ্ছে বলে খবর। ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে, আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় ৩৩ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন আধিকারিকরা। সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির উচিত বিষয়টি তদন্ত করে দেখা। LIC-কে জোর করে আদানি গোষ্ঠীতে বিনিয়োগে বাধ্য করা হচ্ছে কেন, দেখা হোক খতিয়ে। গত তিন বছর ধরে কংগ্রেস তদন্তের দাবি জানিয়ে আসছে কংগ্রেস, সেই যবে ১০০ প্রশ্নের, ‘হম আদানি কে হ্যায় কৌন’ সিরিজ প্রকাশ করেছিলাম আমরা’।
Washington Post reports Modi pushed through a proposal in May to invest
— Jawhar Sircar (@jawharsircar) October 24, 2025
$3.9 billion of our LIC funds in Adani’s risky businesses!
LIC is meant to provide life insurance to poor and rural families, not save a crony!
Our LIC policies are now threatened and bonus endangered. pic.twitter.com/tjZ689bNKA
প্রাক্তন আমলা তথা একদা তৃণমূল সাংসদ জহর সরকারও এ নিয়ে সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ওয়াশিংটন পোস্ট বলছে মে মাসে আদানির ঝুঁকিপূর্ণ ব্যবসায় ৩.৯ বিলিয়ন ডলার ঢালতে চাপ দিয়েছেন মোদি। দরিদ্র, গ্রামীণ মানুষকে জীবন বিমা পরিষেবা দেওয়াই LIC-র কাজ, পুঁজিপতিদের বাঁচানো নয়। আমাদের LIC পলিসি এবং বোনাস এখন ঝুঁকির মুখে’।
বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই ‘দ্য ওয়াশিংটন পোস্টে’ প্রকাশিত খবরের সত্যতা অস্বীকার করেছে LIC. সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘LIC-র সমস্ত সিদ্ধান্তের নেপথ্যে বহির্শক্তির ভূমিকা রয়েছে বলে যে অভিযোগ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট, তা মিথ্যে, ভিত্তিহীন। এমন কোনও নথি বা পরিকল্পনা প্রস্তুত করেনি LIC, যাক মাধ্যমে LIC এবং আদানি গোষ্ঠীতে টাকা ঢালার নকশা রয়েছে। LIC স্বাধীন ভাবেইউ সিদ্ধান্ত গ্রহণ করে। বিচার বিবেচনা করে বোর্ড অনুমোদন দেয়’। LIC-র দাবি, ভারতের মজবুত অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিতে এবং সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ওই খবর ছাপা হয়েছে।
Sorry @LICIndiaForever what exactly is false? That you used ₹30,000 crores of tax payer money to bail out Adani? Or that you asked @FinMinIndia to hurry up with approvals? https://t.co/hYiEHo52Xi
— Mahua Moitra (@MahuaMoitra) October 25, 2025
যদিও LIC-র এই বিবৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি দুঃখিত, কিন্তু ভুয়ো খবর কোনটি? করদাতাদের ৩০ হাজার কোটি টাকা ব্যবহার করে আদানিকে বাঁচানোর খবর ভুল? না কি অর্থমন্ত্রককে তাড়াতাড়ি বিষয়টি নিষ্পত্তি করতে বলার খবর ভুল’?
अपने दोस्त के लिए पूरे देश को बर्बाद कर रहे मोदी‼️
— AAP (@AamAadmiParty) October 25, 2025
👉अमेरिकी अखबार Washington Post की ख़बर के अनुसार, मोदी सरकार ने मई में LIC पर लगभग ₹32,000 करोड़ ($3.9B) अपने ख़ास दोस्त Gautam Adani के कारोबार में लगाने का दबाव बनाया।
जिस LIC को गरीबों की सुरक्षा के लिए बनाया गया था, आज… pic.twitter.com/OS6AAwiaAx
আম আদমি পার্টিও এ নিয়ে প্রশ্ন তুলেছে। তারা লেখে, 'নিজের বন্ধুর জন্য গোটা দেশের সর্বনাশ করছেন মোদি। আমেরিকার সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ীবিশেষ বন্ধু গৌতম আদানির সংস্থায় ৩২০০০ কোটি টাকা বিনিয়োগের জন্য মে মাসে মোদি সরকার LIC-র উপর চাপ সৃষ্টি করে। যে LIC-র পত্তন হয় দরিদ্র মানুষের নিরাপত্তার জন্য, আজ মোদিজির বন্ধুর বন্ধুর ক্ষতিপূরণে তার ব্যবহার করা হচ্ছে'।
যদিও আদানি গোষ্ঠীতে LIC-র বিনিয়োগ নতুন কিছু নয়। ২০২৩ অর্থবর্ষের শেষ পর্যন্ত আদানি গোষ্ঠীতে LIC-র বিনিয়োগের পরিমাণ ছিল ৩৬ হাজার ৮৯ কোটি টাকা। ২০২৪ সালের মাঝামাঝে সময়ে সেই পরিমাণ বেড়ে ৬১ হাজার ৬৫৭ কোটি টাকা হয়। বিশেষ করে Adani Green এবং Adani Ports-এ বিনিয়োগে ১১৪ শতাংশ বৃদ্ধি চোখে পড়ে। ২০২৩-এর শেষে বিনিয়োগের অঙ্ক ১ হাজার ৮৯২ কোটি থাকলেও, ২০২৪ সালে তা বেড়ে হয় ৪ হাজার ৪৫ কোটি টাকা। শুধু তাই নয়, ফোর্বস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২১ নভেম্বর আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করে মাত্র চার ঘণ্টায় ৭ হাজার ৮৫০ কোটি টাকা লোকসান হয় LIC-র।
(তথ্যসূত্র: 1) https://www.washingtonpost.com/world/2025/10/24/india-adani-group-modi-lic/
2) https://www.fortuneindia.com/enterprise/lic-loses-920-mn-across-adani-holdings-in-just-4-hrs/119228)






















