LIC Share: রেকর্ড বৃদ্ধি LIC-র শেয়ারে, বাজারের মূলধন বাড়ল প্রায় ২৫০ কোটি টাকা- ইস্যু প্রাইসের থেকেও বাড়ল দাম
LIC Share Price Hike: LIC -র শেয়ারের দাম বাড়ছে। রেকর্ড উচ্চতা ছুঁয়ে ফেলেছে এই শেয়ারের দাম। ছাড়িয়ে গিয়েছে ইস্যু প্রাইসও। আরও কী বাড়বে ?
Share Market: দুই বছর আগে বাজারে আইপিও এসেছিল LIC-র। আর দুই বছরে রেকর্ড উচ্চতায় এবার এই সংস্থার শেয়ারের দাম। মঙ্গলবারের বাজারে ১.৯ শতাংশ বেড়ে এই শেয়ার ছুঁয়ে ফেলে নতুন উচ্চতা। ইস্যু প্রাইসের থেকেও বেড়ে যায় শেয়ারের দাম। এই প্রথম সংস্থার লিস্টিং প্রাইস ছুঁয়ে ফেলেছে এই শেয়ার। আরও বাড়বে কি ?
কেন বাড়ল শেয়ারের দাম ?
কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে HDFC ব্যাঙ্কে নিজেদের স্টেক বাড়ানোর অনুমতি পেয়েই দাম বাড়তে শুরু করে LIC-র শেয়ারে। সংস্থার আইপিও লঞ্চ হওয়ার সময় ইস্যু প্রাইস ছিল ৯০২ থেকে ৯৪৯ টাকা। ২০২২ সালের মে মাসে বাজারে এসেছিল এই সংস্থার শেয়ার। তারপর ন্যাশনাল স্টক এক্সচেজে কিছুটা ডিসকাউন্টে ৮৬৭ টাকায় এই শেয়ার লিস্টেড হয়। ২০২৩ সালের নভেম্বর মাস পর্যন্ত এই শেয়ারে নিম্নমুখী গতি লক্ষ করা গিয়েছিল। লিস্টিং প্রাইসের থেকেও প্রায় ২৬ শতাংশ পড়ে গিয়েছিল দাম। তবে নভেম্বরের পর থেকে ফের দাম বাড়তে শুরু করে শেয়ারের। মাত্র ২ মাসের মধ্যেই ৫৫ শতাংশ বেড়ে যায় LIC শেয়ারের দাম।
স্টেক বাড়াবে LIC
কেন্দ্রীয় ব্যাঙ্কের ছাড়পত্র পেয়ে এবার LIC তাঁদের স্টেক বাড়াতে পারবে HDFC ব্যাঙ্কে। এর আগে HDFC ব্যাঙ্কে ৫.১৯ শতাংশ স্টেক ছিল LIC-র, তবে এবার তা আরও খানিক বাড়বে। কেন্দ্রীয় ব্যাঙ্কের অনুমত্যানুসারে LIC ৯.৯ শতাংশ স্টেক নিতে পারে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত।
কত রিটার্ন এসেছে ?
LIC-র শেয়ারের দাম মঙ্গলবারের বাজারে বেড়েছিল ১.৯ শতাংশ। একইসঙ্গে সংস্থার বাজারগত মূলধন বেড়ে গিয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। গত এক মাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় ১০.৫৯ শতাংশ এবং গত ৬ মাসের হিসেবে সংস্থার শেয়ার বেড়েছে ৫০ শতাংশের কাছাকাছি। আর বিগত ৫ দিনে LIC-র শেয়ার প্রায় ৮ শতাংশ বেড়েছে।
আজকের বাজার কেমন
বাজেটের আগে আগে বেশ ভোলাটাইল বাজার। মঙ্গলবার পতন দেখা গিয়েছিল সূচকে, বুধের বাজার খুলতেই আরও নামল সূচক। সকালের সেশনেই ১০টা নাগাদ প্রায় ২০০ পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স। অন্যদিকে নিফটিও পড়ে গিয়েছিল ৪১ পয়েন্ট। তবে এদিন সকালের সেশনে নিফটি মিডক্যাপ এবং নিফটি স্মলক্যাপের সূচকে সবুজ সঙ্কেত দেখা গিয়েছিল। জ্যোতি সিএনসি, পিবি ফিনটেকের স্টকে লাভ দেখা গেলেও পতন লক্ষ করা যায় এল অ্যান্ড টি-র স্টকে।
আরও পড়ুন: Interim Budget 2024: লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট, তবে লাভ-ক্ষতির রিপোর্ট এখনই নয়