LPG Price Cut: মাসের শুরুতেই সস্তা হল রান্নার গ্যাসের দাম, আপনার শহরে এখন কত দামে পাবেন LPG সিলিন্ডার ?
LPG Cylinder Price Cut: মনে রাখতে হবে ১ মে ২০২৫ থেকে দাম কমে গিয়েছে শুধুমাত্র এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের জন্য, ঘরোয়া ১৪.৫ কেজির সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি।

LPG Cylinder Price Cut: মে মাস পড়তেই দাম কমেছে এলপিজি সিলিন্ডারের। সস্তা হয়েছে রান্নার গ্যাসের দাম। দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত অয়েল অ্যান্ড গ্যাস সংস্থার তরফে মে মাসের শুরুতেই জানানো হয়েছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Price Cut) দাম এবার কমেছে। সিলিন্ডার পিছু ১৪.৫০ টাকা কমেছে দাম। এই নিয়ে টানা দ্বিতীয়বার দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের। এর আগের মাসেও দাম কমেছিল গ্যাসের। তবে গৃহস্থের ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। বাজারে বর্ধিত মুদ্রাস্ফীতির কারণেই এই দাম (Commercial LPG 19 KG Cylinder) কমানো হয়েছে পাল্লা দেওয়ার জন্য।
এই দাম কমার ফলে এখন থেকে বাজারে ১৯ কেজির এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দিল্লিতে হয়েছে ১৭৪৭.৫০ টাকা। অন্যদিকে দাম বদলে মুম্বইতে এখন এলপিজি সিলিন্ডারে ১৯ কেজির খরচ পড়বে ১৬৯৯ টাকা, কলকাতায় দাম হয়েছে ১৮৫১.৫০ টাকা এবং চেন্নাইতে এই দাম রয়েছে ১৯০৬ টাকা। প্রতি মাসের শুরুতেই বাণিজ্যিক ও ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে অদল-বদল করা হয়ে থাকে। দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি এই দামে বদল আনে। একইভাবে প্রতি মাসের শুরুতে বিমানের জ্বালানির দামেও আসে বদল। কখনও সেই দাম বাড়ে, কখনও কমে।
তবে মনে রাখতে হবে ১ মে ২০২৫ থেকে দাম কমে গিয়েছে শুধুমাত্র এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের জন্য, ঘরোয়া ১৪.৫ কেজির সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। এর আগের মাসে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছিল অনেকটাই। তবে এই মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল, রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকটাই সুরাহা হবে। মার্চ মাসে যদিও এই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল।
মার্চ মাসের শুরুতে বাণিজ্যিক ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৪০ টাকা কমানো হয়েছিল আর অন্যদিকে ৭ এপ্রিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর নির্দেশে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়। উজ্জ্বলা প্রকল্পের জন্যও এই দাম বাড়ানো হয়েছিল আগের মাসে। উজ্জ্বলা সুবিধাভোগী এবং সাধারণ সুবিধাভোগী উভয়ের জন্য এই গ্য়াসের দাম বাড়ানো হয়েছে। বর্তমানে সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এটি প্রতি ১৫ দিন বা এক মাসে সিস্টেমে পর্যালোচনা করা হবে। ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন ৮৭৯ টাকা। উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫০ টাকা।






















