LPG Cylinder: মাসের প্রথম দিনেই দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের, কলকাতায় কত দামে পাবেন ?
LPG Cylinder Price Hike: মাসের প্রথম দিনে ১ নভেম্বর থেকেই সারা দেশে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Price Hike) দাম ৬২ টাকা করে বাড়ল। কোন শহরে কত দরে পাবেন ?
LPG Price Hike: সারা দেশে দীপাবলির আবহ, উৎসবের মরশুম। আর এর মাঝেই বড় ধাক্কা সাধারণ মানুষদের। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল আজ থেকেই। মাসের প্রথম দিনে ১ নভেম্বর থেকেই সারা দেশে বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান অয়েল তাদের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Price Hike) দাম ৬২ টাকা করে বাড়াল, ফলে আজ থেকে নয়া দিল্লিতে সেই সিলিন্ডারের দাম পড়বে ১৮০২ টাকা। একেক শহরে একেক রকম দাম। এই নিয়ে টানা ৪ মাস পরপর বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় কত দামে পাবেন ?
মুদ্রাস্ফীতির ধাক্কা
প্রতি মাসের শুরুতেই সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি জ্বালানি তেলের দাম, এলপিজি গ্যাস এবং সিএনজির দাম নির্ধারণ করে। এই পুজোর মরশুমে ফের একবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়াল কেন্দ্র। আজ ১ নভেম্বর সারা দেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলি উৎসব। কিছু কিছু জায়গায় আজ ছট উৎসবও পালিত হচ্ছে। আর এই উৎসবের মরশুমেই পকেটে টান পড়বে গ্রাহকদের, বড় ধাক্কা সাধারণ মানুষদের জন্য। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬২ টাকা হারে বাড়ল আজ থেকেই। দিল্লিতে আগের ১৭৪০ টাকার বদলে এখন দাম বেড়ে হয়েছে ১৮০২ টাকা।
কোন শহরে কত দাম
দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম – ১৮০২ টাকা
কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম – ১৯১১.৫০ টাকা
মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম – ১৭৫৪.৫০ টাকা
চেন্নাইতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম – ১৯৬৪.৫০ টাকা
এর আগে ১ অক্টোবরেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা হারে বাড়ানো হয়েছিল। এই নিয়ে পরপর টানা ৪ মাস ধরে দাম বাড়ল এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।
ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে বদল নেই
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরপর বাড়তে থাকলেও গৃহস্থের ব্যবহার্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে সেভাবে কোনো বদল নেই। সমস্ত শহর এই মাসেও একই আছে গ্যাসের দাম।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Layoff: কাজ হারাবেন ১৪০০ কর্মী, উৎসবের মরশুমে ছাঁটাইয়ের সিদ্ধান্ত এই ক্রেডিট কার্ড সংস্থার