LPG Gas Price: লোকসভা ভোটের মুখে গ্যাসের দাম কমালেন মোদি! আজ কত মূল্যে কিনতে হবে?
LPG Gas Price in Kolkata: আন্তর্জাতিক নারী দিবসে গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ১০০ টাকা করে দাম কমানোর কথা জানিয়েছেন মোদি।
কলকাতা: গ্রাহকদের স্বস্তি দিতে লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে রান্নার গ্যাসের (Cooking Gas) দাম কমানোর কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day) গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ১০০ টাকা করে দাম কমানোর কথা জানিয়েছেন মোদি।
আজ কলকাতায় গ্যাসের দাম কত?
১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম- ৯২৯ টাকা। এই দাম কমেছিল অগাস্টেই। তার আগে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার বিকোত ১১২৯ টাকায়।
আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে তোলার কথা জানিয়েছেন মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "এই উল্লেখযোগ্য সিদ্ধান্ত সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমিয়ে দেবে। বিশেষ ভাবে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে।" প্রধানমন্ত্রীর কথায়, এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন এবং তাঁদের জন্য সহজতর জীবনযাত্রা নিশ্চিত করবে আগামী দিনেও।
এর আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অন্তর্গত (Ujjawala Yojana) রান্নার গ্যাসে ভর্তুকি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান হয়। ১ এপ্রিল অর্থাৎ আগামী অর্থবর্ষ থেকে উজ্জ্বলা যোজনার যে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার রয়েছে, সেখানে ৩০০ টাকা করে ফের ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে প্রায় ১০ কোটি পরিবার উপকৃত হবে এবং সরকারের ১২,০০০ কোটি টাকা খরচ হবে।
প্রসঙ্গত, এপ্রিলেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন। ওয়াকিবহাল মহলের মতে, ভোটের লক্ষ্যেই গ্যাসের দাম কমিয়ে সাধারণের মন পেতে চাইছেন মোদি।
উজ্জ্বলা যোজনার পর LPG-র চাহিদা বেড়েছে?
উল্লেখ্য যে, PMUY মূলত গ্রাহকদের LPG ক্রমাগত ব্যবহারের জন্য উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ ভূমিকা রেখেছে। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের গড় LPG খরচ ২০১৯-২০-তে ৩.০১সিলিন্ডার থেকে ২০ শতাংশ বেড়ে ২০২১-২২-এ ৩.৬৮ হয়েছে।