Maruti Suzuki Celerio : ১০ নভেম্বর আসছে সেলেরিও , জেনে নিন গাড়ির এই ৫টি বিশেষত্ব
Maruti Suzuki Celerio: শুরু হয়ে গিয়েছে গাড়ির বুকিং। ১১,০০০ টাকা রাখা হয়েছে এর বুকিং প্রাইস।কোম্পানির দাবি, দেশের সবথেকে 'ফুয়েল এফিশিয়েন্ট কার' হবে সেলেরিও।
নয়াদিল্লি: আর কোনও জল্পনা রইল না। ১০ নভেম্বর লঞ্চ হতে চলেছে 2021 Maruti Suzuki Celerio। ইতিমধ্যেই প্রি বুকিংয়ের প্রচার শুরু করেছে কোম্পানি। নতুন সেলেরিওয়র ছবি দিয়েই শুরু হয়েছে এই কাজ।
Maruti Suzuki Celerio: বুকিং প্রাইস
শুরু হয়ে গিয়েছে গাড়ির বুকিং। ১১,০০০ টাকা রাখা হয়েছে এর বুকিং প্রাইস।কোম্পানির দাবি, দেশের সবথেকে 'ফুয়েল এফিশিয়েন্ট কার' হবে সেলেরিও। মাইলেজে সবাইকে ছাড়িয়ে যাবে এই পেট্রল গাড়ি। এক লিটারে ২৬ কিলোমিটার মাইলেজ দেবে এই হ্যাচব্যাক কার। যা খোদ মারুতির অনেক গাড়িকেই মাইলেজে হারিয়ে দেবে। Maruti Swift ও Baleno-র মতো প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি ২৪ কিলোমিটার মাইলেজ দেওয়ার দাবি করে।তাকেও ছাপিয়ে যাবে সেলেরিও।
Maruti Suzuki Celerio: ভ্যারিয়েন্ট ও গাড়ির দাম
নতুন সেলেরিওয়তে সাতটি ভ্যারিয়েন্ট আনতে চলেছে কোম্পানি। সঙ্গে থাকবে চারটি ট্রিম। সাড়ে ৪ লক্ষ টাকা থেকে দাম শুরু হতে পারে মারুতি সুজুকি সেলেরিওর। পুরোনো মডেলের দাম শুরু হয়েছিল ৪.৬৬ লক্ষ টাকা থেকে। এক্স শোরুম টপ মডেলের দাম যায় ৬ লক্ষ টাকা পর্যন্ত।এবার সেই রেঞ্জেই গাড়ির দাম রাখতে পারে কোম্পানি।
Maruti Suzuki Celerio-র ডিজাইন:
নতুন সেলেরিও বেশি বড়, লম্বা ও পুরোনোটির চেয়ে অনেক বেশি জায়গা সম্পন্ন।গাড়ির সুরক্ষার জন্য ইলেকট্রনিক ব্রেক-ফোর্স ডিস্ট্রিবিউশন, রিভার্স ক্যামেরা এবং রেয়ার পার্কিং সেন্সর সহ অ্যান্টি-ব্রেক লকিং সিস্টেমের মতো বৈশিষ্ট্যও পাওয়া যাবে। গাড়ির এক্সটিরিয়ারেও অনেক পরিবর্তন আনা হয়েছে। গাড়িটিতে একটি নতুন ডিজাইন করা ছোট ফ্রন্ট গ্রিল ও এয়ার ড্যাম, হ্যালোজেন হেডল্যাম্পস, টেইল ল্যাম্পস, নতুন ডোর হ্যান্ডেল ও আপডেটেড রেয়ার বাম্পার দেওয়া হয়েছে। ১৪ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে গাড়িতে।
Maruti Suzuki Celerio-র প্রতিযোগী কারা ?
লঞ্চ হলে Hyundai Santro, Tata Tiago , Datsun Go,রেনোঁ কুইডের সঙ্গে লড়াই হবে মারুতি সেলেরিওর। অতীতে মারুতির এই গাড়ি খুব একটা ভাল মার্কেট ধরতে পারেনি। অন্য সেগমেন্টে কোম্পানির গাড়ি এগিয়ে গেলেও বিক্রির হিসেবে পিছিয়ে পড়েছে এই গাড়ি।
Maruti Suzuki Celerio-এর ইঞ্জিন
গাড়িতে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন দিতে পারে কোম্পানি। AMT/manual গিয়ারবক্স দেওয়া হবে গাড়িতে। তবে আগের থেকে এই ইঞ্জিন অনেক বেশি পাওয়ারফুল হবে। সেইভাবেই ইঞ্জিনকে টিউন করেছে মারুতি। গাড়ির লোয়ার স্পেকস ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ১.০ লিটার পেট্রল ইঞ্জিন। ৫ স্পিড গিয়ারবক্স দেওয়া হবে গাড়িতে। অটো সাইটগুলোর রিপোর্ট বলছে, আগের থেকে সামান্য বেশি দাম হবে এই হ্যাচব্যাকের। তবে প্রতিযোগিতার বাজার ধরতে এবারও 'অ্যাগ্রেসিভ প্রাইসিং' রাখবে মারুতি।