Maruti Vitara Brezza 2022: সানরুফের সঙ্গে নতুন প্যাডেল শিফটার্স, দুর্দান্ত নতুন লুকে আসছে মারুতি ব্রেজা
Maruti Vitara Brezza Update: এবার একেবারে অন্য ডিজাইন ল্যাঙ্গোয়েজে নতুন ব্রেজা আনছে মারুতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে ব্রেজার সেই লুক।যেখানে আগের থেকে গাড়ি অনেক বেশি স্পোর্টি দেখাচ্ছে।
নয়াদিল্লি: সেলেরিও দিয়ে শুরু হয়েছে সবে। কোম্পানি সূত্রে খবর, এবার একের পর এক নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে মারুতি সুজুকি। সেই তালিকায় এবার নাম রয়েছে মারুতি ভিটারা ব্রেজার। শোনা যাচ্ছে আগামী বছরের মাঝামাঝি এই গাড়ি ভারতে লঞ্চ করে দেবে মারুতি।
Maruti Vitara Brezza Update:
বহু বছর ধরে ভিটারা ব্রেজার পুরোনো মডেল বাজারে চালাচ্ছিল মারুতি। সম্প্রতি এসেছে এর ফেসলিফটেস মডেল। যাতে সামনে ক্রোমপ্লেটেড গ্রিলের পাশাপাশি প্রজেক্টার হেডল্যাপ্ল ও ডিআরএলস দেওয়া হয়েছে। এবার একেবারে অন্য ডিজাইন ল্যাঙ্গোয়েজে নতুন ব্রেজা আনছে মারুতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে ব্রেজার সেই লুক। যেখানে আগের থেকে গাড়ি আরও অনেক বেশি স্পোর্টি দেখাচ্ছে।
Maruti Vitara Brezza 2022: কেমন দেখতে গাড়ি ?
এবারও এসইউভির সামনের দিকে ভরপুর ক্রোমের ব্যবহার করেছে কোম্পানি। সঙ্গে রয়েছে আগের থেকে আরও স্লিক ডিআরএলসও হেডল্যাম্পের সাইজ। তবে এবার গাড়ির 'লোয়ার হাফ' অনেক বেশি জায়গা নিয়েছে। যেখানে সিলভার স্কিড প্লেট ছাড়াও অনেকটা জায়গা জুড়েই ব্ল্যাক ক্ল্যাডিং দেওয়া হয়েছে। তার মধ্যে ১৬ ইঞ্চির নতুন অ্যালোয় হুইল গাড়ির লুক অনেকটাই বদলে দিয়েছে।
New Maruti Vitara Brezza: পিছন থেকে কেমন দেখতে গাড়ি ?
সাদা গাড়ির যে রেয়ার লুক সামনে এসেছে, তাতে আগের থেকে অনেক ভদ্রস্থ দেখাচ্ছে গাড়ি। টেইল ল্যাম্প এবার অনেকটাই স্লিম। বুট ডোরের মাঝখানে দেওয়া হয়েছে ব্রেজার বড় লোগো। একেবারে প্রিমিয়াম এসইউভির মতো দেখতে লাগছে গাড়ি। অনেক বছর ধরেই গাড়ির ইন্টিরিয়র নিয়ে অভিযোগ ছিল ক্রেতাদের। কেবিন আপডেটেট নয় বলেই অভিয়োগ করতে ক্রেতারা। এবার ক্রেতাদের সেই দাবি মিটতে চলেছে।
Maruti Vitara Brezza Update: কেবিন কেমন
সূত্রের খবর, আগের থেকে ভোলবদল ঘটে গিয়েছে কেবিনে। ফ্লোটিং টাচস্ক্রিনের পাশাপাশি এবার নতুন স্টিয়ারিং হুইল ও ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিতে চলেছে কোম্পানি। এবার বিশাল বড় টাচস্ক্রিন দিয়েছে কোম্পানি। বিলসবহুল গাড়ির মতোই নিচে এয়ার ভেন্টস দিয়েছে মারুতি। অটেমেটিকে থাকছে প্যাডেল সিফটারসের অপশন। সঙ্গে সানরুফ 360degree রেয়ারভিউ ক্যামেরা ও পাওয়ার ওআরভিএমস দেওয়া হয়েছে নতুন ব্রেজায়।
New Maruti Vitara Brezza: ইঞ্জিন ও গিয়ারবক্স
নতুন ৬স্পিড অটোমেটিকে প্যাডল শিফটারস দিচ্ছে কোম্পানি। এবার ১.৫ লিটার পেট্রল মোটর দেওয়া হবে গাড়িতে। তবে এই ইঞ্জিনের সঙ্গে গাড়ির মাইলেজ বাড়ানোর জন্য জুড়ে দেওয়া হবে হাইব্রিড ইঞ্জিন।এবারও কোনও ডিজেল ইঞ্জিন দেবে না কোম্পানি।
আরও পড়ুন : Volkswagen Tiguan Facelift আসছে ডিসেম্বরেই, জেনে নিন নতুন কী আছে গাড়িতে ?
আরও পড়ুন : Skoda Slavia Unveiled: দুর্দান্ত লুকের সঙ্গে প্রিমিয়াম ফিচার, Rapid-এর বদলে স্লাভিয়া আনল স্কোডা