Medicine Price Update: ৮৪টি অত্যাবশ্যক ওষুধের দামে লাগাম, নিয়ম না মানলেই ব্যবস্থা
Drug Prices Update: উচ্চ রক্তচাপ, মধুমেহ ছাড়াও ৮৪টি অত্যাবশ্যক ওষুধের পাইকারি দাম বেঁধে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)।
Drug Prices Update: উচ্চ রক্তচাপ, মধুমেহ ছাড়াও ৮৪টি অত্যাবশ্যক ওষুধের পাইকারি দাম বেঁধে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)। ফলে কোনও কোম্পানি গাইডলাইনের বাইরে দাম নিলে কড়া ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
NPPA Notice: ওষুধের দাম নিয়ে কী বলছে সরকার ?
ওষুধের দামের ফিক্সড প্রাইস নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)। কেন্দ্রীয় রাসায়ানিক ও সার মন্ত্রকের অধীনে কাজ করে এই ওষুধের নিয়ন্ত্রক সংস্থা। বিজ্ঞপ্তিতে NPPA বলেছে, এবার থেকে কোনও ওষুধের কোম্পানি নির্ধারিত দামের বাইরে ওষুধ বিক্রি করলে ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা। এখানেই শেষ নয়, যত টাকা ওষুধে অতিরিক্ত নেওয়া হবে তার সঙ্গে জরিমানা বাবদ সুদও নেওয়া হবে অভিযুক্ত কোম্পানির থেকে।
Drug Prices Update: কোন ওষুধের দামে নিয়ন্ত্রণ ?
যে ওষুধের ফর্মুলেশনগুলির দাম নির্ধারণ করা হয়েছে তার মধ্যে রয়েছে টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলির নাম। এ ছাড়াও রয়েছে হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রতিরোধের জন্য রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানোর মেডিসিনগুলি। এই বিষয়ে উল্লেখ করা যেতে পারে Atorvastatin ও Fenofibrate-এর মতো ট্যাবলেটের নাম। সিপলা ও পিওর অ্যান্ড কেয়ার হেলথকেয়ারের এই দুই মেডিসিনের দাম প্রতি ট্যাবলেট পিছু ১৩.৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ওষুধ দু'টি হৃদরোগ ও ডায়াবেটিস রোগীদের কাজে লাগে।
Medicine Price Update: আর কোন ট্যাবলেটের কী দাম ?
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির নির্দেশ অনুসারে, ভোগলিবোস ও (এসআর) মেটফর্মিন হাইড্রোক্লোরাইডের একটি ট্যাবলেটের দামও ১০.৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এতে বাদ দেওয়া হয়েছে জিএসটি।একইভাবে, প্যারাসিটামল ও ক্যাফেইনের দাম প্রতি ট্যাবলেটে ২.৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া একটি রোসুভাস্ট্যাটিন অ্যাসপিরিন ও ক্লোপিডোগ্রেল ক্যাপসুলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩.৯১ টাকা।
আরও পড়ুন : LIC Policy: এলআইসি নমিনি করার আগে অবশ্যই জানুন এই বিষয়গুলি, অন্যথায় বিপদে পড়বে পরিবার