Meta Layoff: অসাধারণ পারফরম্যান্স, তারপরেও বোনাস দেওয়ার আগেই কর্মী ছাঁটাই টেক সংস্থার; কারণ শুনলে অবাক হবেন
Layoff News: মেটার তথ্য শেয়ারিং নীতির কঠোর আরোপের কারণে সন্দেহভাজন হিসেবে অনেক কর্মীকেই একদিনের নোটিশে বরখাস্ত করেছে মেটা।

Employee Fired: সংস্থায় দারুণ পারফরম্যান্স, কিন্তু তার পরেও চাকরি গেল কর্মীর। স্ত্রীর সঙ্গে সংস্থার একটি তথ্য শেয়ার করার কারণেই চাকরিতে কোপ। বোনাস পেমেন্ট পাওয়ার একদিন আগেই এক নোটিশে চাকরি থেকে বরখাস্ত (Meta Layoff) হলেন এক কর্মী। আভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগে এই কর্মী ছাঁটাই করেছে মেটা। যদিও ইতিমধ্যেই (Layoff News) সেই তথ্য প্রকাশ্যে এসে গিয়েছে।
রিলি বার্টন নামের এই কর্মী লিঙ্কডইনে নিজেকে একজন স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রাক্তন মেটার কর্মী হিসেবে পরিচয় দেন এবং মেটা থেকে তার চাকরি চলে যাওয়ার ঘটনাকে একটি পোস্টে 'অবিশ্বাস্যরকম দুঃখজনক, ভয়ানক এবং খুবই বোকামো' বলে উল্লেখ করেছেন। তিনি জানান যে মেটার তথ্য শেয়ারিং নীতির কঠোর আরোপের কারণে সন্দেহভাজন হিসেবে অনেক কর্মীকেই একদিনের নোটিশে বরখাস্ত করেছে মেটা।
রিলি বার্টন বলেন, ১৪ জানুয়ারি মেটার ওয়ার্ক কমিউনিকেশন প্ল্যাটফর্ম ওয়ার্কফোর্সে সিইও মার্ক জুকারবার্গের থেকে একটি আভ্যন্তরীণ পোস্ট করে বসেন তিনি। এই পোস্টে লেখা ছিল কর্মীদের জন্য পারফরম্যান্স নিয়ে আরও কঠোর হবে নীতি-নিয়ম। আর এই খবরই হঠাৎ করেই প্রকাশ্যে চলে আসে। লিঙ্কডইনে তিনি লেখেন যে এই তথ্য বিজনেস ইনসাইডার এবং দ্য ভার্জ সংবাদমাধ্যমকে কেউ জানিয়ে দিয়েছে। কিন্তু তিনি কোনওভাবেই এই কাজ করেননি।
সংবাদমাধ্যমকে সেই তথ্য জানানোর কথা অস্বীকার করেও রিলি বার্টন নামের সেই কর্মী স্বীকার করেন যে এই তথ্য তিনি তার স্ত্রীকে জানিয়েছিলেন। আর সেই কারণেই চাকরিতে কোপ পড়ে কর্মীর। স্ত্রীকে তথ্য শেয়ার করার অপরাধেই চাকরি গেল কর্মীর। তিনি জানান যে যদি তার স্ত্রী পিছন থেকে সেই পোস্ট পড়ে নেন বা তার ছবি তুলে রাখেন তার জন্য কর্মী হিসেবে তার চাকরি যাওয়া কোনওভাবেই উচিত নয়।
বার্টনের দাবি যে এই নিয়ম লঙ্ঘনের কয়েক মাস পরে তাঁকে বরখাস্ত করা হয়েছে। তার সেই বছরের অসাধারণ পারফরম্যান্সের জন্য বোনাস পাওয়ার কথা ছিল যেদিন, ঠিক তার আগের দিনই তাঁকে বরখাস্ত করা হয়। তিনি আরও জানান যে এভাবে আরও কয়েকশো কর্মীকে ছাঁটাই করেছে মেটা। পার্সোনাল নোট অ্যাপে ইন্টারনাল আপডেটের ব্যাপার সেভ করে রেখেছিল। কারণ অ্যাপল নোটসের ডেটা আইক্লাউডে সঞ্চিত হয়, ফলে তথ্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সন্দেহে চাকরি যায় অনেকের।






















