Paytm Share: বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ পেল পেটিএম
Morgan Stanley Bought Paytm Share: পেটিএম নিয়ে গত দুদিন ধরেই তোলপাড় সারা দেশ। এর মধ্যেই বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ পেল সংস্থা।
কলকাতা: পেটিএম নিয়ে ডামাডোলের মধ্যেই ওয়ান৯৭ কমিউনিকেশনের ৫০ লাখ শেয়ার কিনে নিল মর্গ্যান স্ট্যানলি। আন্তর্জাতিক আর্থিক পরিষেবা প্রদানকারী এই সংস্থা শুক্রবার এই শেয়ার কিনে নেয়। খোলা বাজারের লেনদেন চলাকালীন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কেনা হয়। প্রসঙ্গত, কেনার সময় প্রতি শেয়ারের দাম ছিল ৪৮৭.২০ টাকা। ৫০ লাখ শেয়ার কিনে মোট ২৪৩.৬ কোটি টাকার বিনিয়োগ করল মর্গ্যান স্ট্যানলি। আমেরিকান সংস্থার এশিয়া (সিঙ্গাপুর) শাখা এই শেয়ার কিনে নেয়। তবে বিক্রেতার তথ্য জানা যায়নি।
আরবিআই নির্দেশিকা
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআই-এর তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অডিটে বেশ কিছু অনিয়ম করা হয়েছে। একবার নয়, বেশ কয়েকবার এই নিয়মভঙ্গ হয়েছে। আর তারই ভিত্তিতে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। ২৯ ফেব্রুয়ারির পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনওরকম লেনদেন করতে পারবে না ওয়ান৯৭ কমিউনিকেশন। গ্রাহকদের কোনও রকম টাকা জমাও রাখা যাবে না। এছাড়া, ওয়ালেট পরিষেবা, ফাস্টট্যাগসহ বেশ কিছু পরিষেবা বন্ধ হয়ে যাবে।
পেটিএম শেয়ার ধস
৩১ জানুয়ারির সেই ঘোষণার প্রভাব পড়ে পরদিনের বাজারে। ১ ফেব্রুয়ারি অন্তবর্তী বাজেট ঘোষণা হয়। সেই দিন সকাল থেকেই লোকসানের মুখ দেখে পেটিএম । শেয়ারের দাম ২০ শতাংশ খুইয়ে মুখ থুবড়ে পড়ে ওয়ান৯৭ কমিউনিকেশন।
মিউচুয়াল ফান্ডে, ইকুইটি নিয়ে পেটিএম-বচন
সংস্থার ওয়ালেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কিছু আর্থিক পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা বলেছিল আরবিআই। কিন্তু তার প্রভাব পড়ে সংস্থার মিউচুয়াল ফান্ড, ইকুইটি লেনদেনেও। গ্রাহকরা সেখান থেকেও টাকা তুলে নিতে শুরু করে। যার জেরে সংস্থাকে একটি বিজ্ঞপ্তি জারি করতে হয়। সেখানে বলা হয়, সংস্থার মিউচুয়াল ফান্ড, সোনায় বিনিয়োগ একেবারেই নিরাপদ রয়েছে।
‘কিচ্ছু হবে না’ দাবি পেটিএম কর্তার
শুক্রবারই সংস্থার প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মা সংবাদমাধ্যমকে বলেন, পেটিএম-এর সব পরিষেবা চালু থাকবে। কোনও পরিষেবারই কিছু হবে না। তিনি বলেন, ২৯ ফেব্রুয়ারির পরেও পেটিএম যেমন কাজ করছে, তেমনই করবে। এই নিয়ে বড় করে বিজ্ঞপ্তি পোস্ট করা হয় তাদের এক্স হ্যান্ডেলে। এর পরেই জানা যায় মর্গ্যান স্ট্যানলির বিনিয়োগের কথা। ঘটনাচক্রে আগামী দুই দিন শেয়ার বাজার বন্ধ। অর্থাৎ সোমবারে বোঝা যাবে পেটিএম শেয়ারের অবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে।
আরও পড়ুন - Paytm-এ বড় ধাক্কা,২০ শতাংশ পড়ল শেয়ার,এখনও ধরে রাখবেন ?