5G Spectrum Auction: 5G স্পেকট্রাম নিলামে সর্বোচ্চ দর হাঁকাল রিলায়েন্স জিও, ৮৮,০৭৮ কোটি টাকার বিড
Reliance jio: 5G স্পেকট্রাম নিলামের প্রক্রিয়ায় সর্বোচ্চ দর হাঁকাল মুকেশ অম্বানির রিলায়েন্স জিও। 5G স্পেকট্রাম পেতে মোট ৮৮,০৭৮ কোটি টাকার বিড করেছে কোম্পানি।
Reliance jio: 5G স্পেকট্রাম নিলামের প্রক্রিয়ায় সর্বোচ্চ দর হাঁকাল মুকেশ অম্বানির রিলায়েন্স জিও। 5G স্পেকট্রাম পেতে মোট ৮৮,০৭৮ কোটি টাকার বিড করেছে কোম্পানি। যেখানে ভারতী এয়ারটেল ৪৩,০৮৪ কোটি টাকা, ভোডাফোন আইডিয়া ১৮,৭৯৯ কোটি টাকা ও আদানি গ্রুপ মাত্র ২১২ কোটি টাকার স্পেকট্রামের জন্য বিড করেছে। এমনই জানিয়েছেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
5G Spectrum Auction: সাত দিনের 5G স্পেকট্রাম নিলামে মোট চারটি টেলিকম কোম্পানি ১,৫০,১৭৩ কোটি টাকার স্পেকট্রামের জন্য বিড করেছে। যার মধ্যে একাই রিলায়েন্স জিওর শেয়ার ৫৯ শতাংশের কাছাকাছি। রিলায়েন্স জিও ৮৮,০৭৮ কোটি টাকার 5G স্পেকট্রামের জন্য বিড করেছে। পরিসংখ্যান বলছে, নিলামে Reliance Jio ৭০০ মেগাহার্টজের স্পেকট্রামের জন্য সব মিলিয়ে ২২টি সার্কেলে শীর্ষ দরদাতা হয়েছে৷ Jio মোট ২৪,৭৪০ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। ভারতী এয়ারটেল ১৯,৮৬৭ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য ৪৩,০৮৪ কোটি টাকার বিড করেছে। Vodafone Idea ১৮,৭৯৯ কোটি টাকার 5G স্পেকট্রামের জন্য বিড
করেছে। আদানি গ্রুপের আদানি ডেটা নেটওয়ার্কস 5G স্পেকট্রামের ৪০০ মেগাহার্টজের জন্য ২১২ কোটি টাকার বিড করেছে।
Reliance jio: নিলামের বিষয়ে টেলিকম মন্ত্রী জানিয়েছেন, সরকার যে 5G স্পেকট্রাম দিয়েছে তার মধ্যে ৭১ শতাংশ স্পেকট্রাম বিক্রি হয়েছে। সরকার ব্লকে ৭২.০৯৮ মেগাহার্টজ স্পেকট্রাম রেখেছিল, যার মধ্যে ৫১,২৩৬ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি হয়েছে ও মোট ১,৫০,১৭৩ কোটি টাকার বিড করা হয়েছে। আগামী ১০ অগাস্টের মধ্যে স্পেকট্রাম বরাদ্দ শেষ হবে। যে পরিমাণ স্পেকট্রাম কেনা হয়েছে, তা দিয়ে সারা দেশে 5G মোবাইল পরিষেবা চালু করা যেতে পারে।
টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 5G স্পেকট্রামের সফল নিলাম দেশের টেলিকম সেক্টরের জন্য একটি ভাল লক্ষণ। রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার সঙ্গে আদানি ডেটা নেটওয়ার্ক প্রথমবারের মতো টেলিকম সেক্টরে প্রবেশ করে 5 জি স্পেকট্রামের নিলামে অংশ নিয়েছে। এটা বলাই যায় যে, একবার টেলিকম সংস্থাগুলিকে 5G স্পেকট্রাম বরাদ্দ করার পরে অক্টোবরে দেশের অনেক বড় শহরগুলিতে 5G মোবাইল পরিষেবা শুরু হবে। অনুমান অনুসারে, 5G-র গতি 4G-র থেকে ১০ গুণ বেশি হবে। 5G পরিষেবা শুরু হওয়ার পরে অটোমেশনের একটি নতুন যুগ শুরু হবে।