(Source: ECI/ABP News/ABP Majha)
Multibagger Share: এক মাসেই ২০ শতাংশ বাড়ল দাম, ১ ট্রিলিয়ন ছাড়াল এই ফার্মা স্টকের বাজার মূলধন
Multibagger Max Healthcare Share Price: ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা ম্যাক্স হেলকেয়ারের শেয়ার বেশ কিছুদিন ধরেই ভাল পারফর্ম করছে। আজ সংস্থার বাজার মূলধন ১ ট্রিলিয়ন ছুঁয়ে ফেলে।
Max Healthcare Share: আজ মঙ্গলবার ম্যাক্স হেলথকেয়ার ফার্মার স্টকে দারুণ তেজিভাব এসেছে। নতুন রেকর্ড গড়েছে এই শেয়ার। বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ার ৬ শতাংশ বেড়ে ১১১৭.০৫ টাকায় পৌঁছেছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (Max Healthcare Share) ১১১৮ টাকার নতুন উচ্চতা ছুঁয়েছে এই স্টক। এটিই তার ৫২ সপ্তাহের সর্বকালীন উচ্চতা। এর মাধ্যমেই ম্যাক্স হেলথকেয়ার সংস্থার বাজার মূল্য ১ ট্রিলিয়ন রুপি অতিক্রম করেছে এবং এটি দেশের শীর্ষ ১০০টি সংস্থার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। গত এক মাসে এই সংস্থার স্টকের (Stock Market) দাম প্রায় ৩১ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। আর আজকের বাজারে শুধু এই স্টকের দাম বেড়েছে একলাফে ৪ শতাংশ।
হসপিটাল সেক্টরের বাজার মূলধন ছাড়াল ৩.৫ ট্রিলিয়ন
ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা ম্যাক্স হেলকেয়ারের শেয়ার বেশ কিছুদিন ধরেই ভাল পারফর্ম করছে। আজ মঙ্গলবার এই সংস্থার বাজার মূলধন ১ ট্রিলিয়ন ছুঁয়ে ফেলে। দুপুর ২টো পর্যন্ত এই সংস্থার স্টকের দাম ১০৫১ টাকায় ট্রেড করছিল আজকের বাজারে। ভারতের স্বাস্থ্য পরিষেবা সেক্টর দ্রুত এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যবিমা ও স্বাস্থ্যসেবার চাহিদাও বাড়ছে দিনে দিনে। একই কারণে হাসপাতাল সেক্টরের মার্কেট ক্যাপও ২০২৪ অর্থবর্ষে ৩.৫ ট্রিলিয়ন ডলার বেড়েছে। ২০২০ সালে এই অঙ্ক ছিল মাত্র ৩৭৫ বিলিয়ন ডলার। আগামী দিনেও এই বাজার মূলধন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
বেড ক্যাপাসিটি বেড়ে ৯০০ হয়েছে এই সংস্থার
ম্যাক্স হেলথকেয়ার ক্লিনিক মাল্টি স্পেশালিটি হসপিটাল, মেডিকেল সেন্টার এবং সুপার স্পেশালিটি হাসপাতালের মাধ্যমে পরিষেবা প্রদান করে। সম্প্রতি ম্যাক্স হেলথকেয়ার সংস্থা নাগপুর এবং লক্ষ্ণৌয়ের হাসপাতাল দুটি একীভূত করেছে। এই জন্য গত অর্থবর্ষে সংস্থার আয় ও মুনাফাও বেড়েছে। এছাড়াও দ্বারকার ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হওয়ার সঙ্গে সঙ্গে সংস্থার মোট বেড ক্যাপাসিটি ৯০০-তে পৌঁছেছে। মোট ২৪০০ বেড ক্যাপাসটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ম্যাক্স হেলথকেয়ার সংস্থা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Stock Market Closing: রেকর্ড উচ্চতায় উঠলেও মুনাফা কমল বিনিয়োগকারীদের, আজকের লুজার-গেনার রইল কারা