(Source: ECI/ABP News/ABP Majha)
Multibagger stock: এক লক্ষ টাকা ১৮ বছরে ১.২৪ কোটি টাকা! এই মাল্টিব্যাগার স্টকে দুরন্ত রিটার্ন
Multibagger stock: ন্যাশনাল স্টক এক্সচেঞ্চে রেডিকো খৈতানের শেয়ারমূল্যে প্রতি শেয়ারে ৮.৭৯ টাকা ( ২০০৩-এর ৭ নভেম্বর বাজার বন্ধের সময় মূল্য) থেকে বেড়ে (আজ এনএসই-তে ১১.৫৮ টায়) হয়েছে ১০৯০ টাকা।
নয়াদিল্লি: শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজারে লগ্নিতে ধৈর্য্য এক গুরুত্বপূর্ণ বিষয়। কিনে নিয়ে তা ধরে রাখার কৌশল এক লগ্নিকারীকে সফল হতে সহায়তা করে। দীর্ঘ মেয়াদি লগ্নিতে অর্থ কীভাবে দ্রুত হারে বাড়াতে সহায়ক হতে পারে, তা জানতে রেডিকো খৈতান(Radico Khaitan)-এর শেয়ারের দিকে নজর দেওয়া যেতে পারে। তা ২০২১-এর মাল্টিব্লগার শেয়ারগুলির মধ্যে অন্যতম, কারণ এই শেয়ার শেয়ার হোল্ডারদের ইয়ার-টু-ডেট অর্থাৎ ২০২১ এ প্রায় ১৪০ শতাংশ রিটার্ন দিয়েছে।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্চে রেডিকো খৈতানের শেয়ারমূল্যে প্রতি শেয়ারে ৮.৭৯ টাকা ( ২০০৩-এর ৭ নভেম্বর বাজার বন্ধের সময় মূল্য) থেকে বেড়ে (আজ এনএসই-তে ১১.৫৮ টায়) হয়েছে ১০৯০ টাকা। যা গত ১৮ বছরে ১২৪ গুণ বেড়েছে। এজন্য কোনও লগ্নিকারী যদি ১৮ বছর আগে রেডিকো খৈতানের একটি শেয়ার কিনে থাকেন এবং এখনও পর্যন্ত ওই মাল্টিব্যাগার স্টকে লগ্নি বজায় রাখতেন, তাহলে তাঁর টাকা ১২৪ গুণ পর্যন্ত বাড়ত।
রেডিকো খৈতানের শেয়ার প্রাইস হিস্ট্রি
-রেডিকো খৈতানের শেয়ার গত এক মাসে প্রতি শেয়ারে ১০২২ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৯০ টাকা।
- গত ছয় মাসে এই মাল্টিব্যাগার স্টক ৫৭০ টাকা থেকে বেড়ে ১০৯০ টাকা পর্যন্ত হয়েছে। অর্থাৎ এই সময় পর্বে প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
-গত এক বছরে এই liquor স্টক প্রতি শেয়ারে ৪৬২.৭০ টাকা থেকে বেড়ে প্রতি শেয়ারে- হয়েছে ১০৯০ টাকা। এর ফলে শেয়ার হোল্ডারদের ১৩৫ শতাংশ রিটার্ন এই পর্বে মিলেছে।
-গত পাঁচ বছরে এই মাল্টিব্যাগার স্টক প্রায় ১২৫ টাকা থেকে প্রতি শেয়ারে বেড়ে ১০৯০ টাকার পর্যায়ে বেড়েছে। এতে শেয়ার হোল্ডারদের ৭৭৫ শতাংশ রিটার্ন মিলেছে এই পর্বে।
-এভাবে গত ১৮ বছরে এই মাল্টিব্যাগার স্টক ৮.৭৯ টাকা প্রতি শেয়ারের স্তর থেকে বেড়ে ১০৯০ টাকা হয়েছে। এরফলে এর শেয়ার হোল্ডারদের রিটার্নের পরিমাণ প্রায় ১২,৩০০ শতাংশ।
শেয়ার হোল্ডারদের লগ্নিতে প্রভাব
-রেডিকো খৈতানের এই শেয়ার প্রাইস হিস্ট্রি থেকে এটা বোঝা যায় যে, যদি কোনও লগ্নিকারী এক মাস আগে কোনও লগ্নিকারী যদি ১ লক্ষ টাকা লগ্নি করে থাকতেন, তা হলে তাঁর ১ লক্ষ টাকা আজ ১.০৬ লক্ষ টাকা হত।
- রেডিকো খৈতানের কোনও লগ্নিকারী যদি ছয় মাস আগে শেয়ারে ১ লক্ষ টাকা লগ্নি করতেন, তাহলে তা আজ বেড়ে হত ১.৯০ লক্ষ টাকা।
-কোনও লগ্নিকারী যদি এক বছর আগে এই শেয়ারে ১ লক্ষ টাকা লগ্নি করতেন, তাহলে আজ তা বেড়ে হত ২.৩৫ লক্ষ টাকা।
-এভাবে কোনও লগ্নিকারী যদি পাঁচ বছর আগে রেডিকো খৈতানের শেয়ারে ১ লক্ষ টাকা লগ্নি করে- রাখতেন, তাহলে আজ তা বেড়়ে হত ৮.৭৫ লক্ষ টাকা।
-আর কোনও লগ্নিকারী যদি ১৮ বছর আগে ৮.৭৯ প্রতি শেয়ার মূল্যে ১ লক্ষ টাকা লগ্নি করে রাখতেন, তাহলে সেই এক লক্ষ টাকা আজ বেড়ে হত ১.২৪ কোটি টাকা।
(ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অবজ্ঞাত করার জন্য। বলে রাখা প্রয়োজন যে, শেয়ার বাজারে লগ্নি ঝুঁকিসাপেক্ষ। বিনিয়োগকারী হিসেবে লগ্নির আগে সর্বদা বিশেষজ্ঞদের পরামর্শ নিন। ABPLive.com-এর পক্ষ থেকে অর্থ লগ্নির ব্যাপারে কখনও কোনওরকম পরামর্শ দেওয়া হয় না।)