Mutual Fund: ১ লাখ বিনিয়োগে আজ পেতেন ২০ লাখ টাকা, ধনী করতে পারত এইসব ফান্ড
Mutual Fund Investment: কোনও ফান্ড হাউজ যদি বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন দেয় বিনিয়োগকারীদের, তাহলে দেখা যাচ্ছে মাত্র ৫ বছরের মধ্যেই আপনার বিনিয়োগ দ্বিগুণ হয়ে যাবে।
Share Market: যে সমস্ত বিনিয়োগকারীরা শেয়ারে সরাসরি বিনিয়োগ না করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করছেন, তাঁদের কাছে মিউচুয়াল ফান্ডের NAV বাড়লেই তাদের বিনিয়োগের মূল্যও বাড়তে থাকে। কিছু কিছু মিউচুয়াল ফান্ড (Mutual Fund) খুব কম সময়ের মধ্যে মাল্টিব্যাগার শেয়ারের (Multibagger Share) মত বিপুল রিটার্ন এনে দেয়। তেমনই দুটি মিউচুয়াল ফান্ড আছে যেগুলিতে শুরু থেকে বিনিয়োগ ধরে রাখলে আজ আপনার ১ লাখ টাকা, ২০ লাখ টাকায় পরিণত হতে পারত। কোন ফান্ড হাউজ ? কেমন রিটার্ন দিয়েছে ? দেখে নিন বিশদে।
সাধারণত শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) মূল রহস্য হল কম্পাউন্ডিংয়ের খেলা। কোনও ফান্ড হাউজ যদি বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন দেয় বিনিয়োগকারীদের, তাহলে দেখা যাচ্ছে মাত্র ৫ বছরের মধ্যেই আপনার বিনিয়োগ দ্বিগুণ হয়ে যাবে। আর সেই একইভাবে ১০ বছর বিনিয়োগ ধরে রাখলে তা হবে ৪ গুণ। এখানে এমন দুটি মিডক্যাপ মিউচুয়াল ফান্ডের কথা বলা হচ্ছে যেগুলি বিগত ২০ বছরে ২০ গুণ বাড়িয়েছে বিনিয়োগকারীর টাকা।
SBI Magnum Midcap Fund
এই তালিকায় প্রথমেই আছে SBI Magnum Midcap Fund। ২০০৫ সালে বাজারে আসে এই ফান্ড। সেই সময় কেউ যদি এই ফান্ডে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে তাঁর রিটার্ন কত আসত আজকের দিনে দেখে নেওয়া যাক।
১ বছরে SBI Magnum Midcap Fund রিটার্ন দিয়েছে ৪১.৩৪ শতাংশ। এক লাখ টাকা থেকে এক বছর পর পাওয়া যেত ১.৪১ লাখ টাকা।
৩ বছরে SBI Magnum Midcap Fund রিটার্ন দিয়েছে ২৩.২৮ শতাংশ। ১ লাখ টাকাই তিন বছরে হয়েছে ১.৮৭ লাখ টাকা।
৫ বছরে SBI Magnum Midcap Fund রিটার্ন দিয়েছে ২১.৯১ শতাংশ। ৫ বছরের মধ্যেই আপনার ১ লাখ টাকা ২.৬৯ লাখ বানিয়েছে এই ফান্ড। অর্থাৎ যা কিনা দ্বিগুণেরও বেশি।
১০ বছরের ব্যবধানে এই ফান্ডে রিটার্ন এসেছে ১৯.৫০ শতাংশ যার ফলে ১ লাখ থেকে আপনি ১০ বছরে পেতেন ৫.৯৩ লাখ টাকা।
২০১৫ সালের পর থেকে আজ পর্যন্ত হিসেব করলে আরও ৯ বছরে এই ৫.৯৩ লাখ টাকা হয়ে যেত ২০.১৯ লাখ টাকা।
Quant Midcap Fund
তালিকার দ্বিতীয় স্থানে আছে Quant Midcap Fund। ২০০১ সালে বাজারে এসেছিল এই ফান্ড। তখন থেকে এই ফান্ডে বিনিয়োগ করে রাখলে আজ আপনার ১ লাখ টাকা হয়ে যেত ২১ লাখ টাকা। ১০ বছরের মধ্যেই ১ লাখ থেকে ৬.২৫ লাখ টাকা রিটার্ন এসেছে এই ফান্ডে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )
আরও পড়ুন: Emmforce Autotech IPO: এই কোম্পানির জিএমপি দিচ্ছে ১০২ শতাংশ আয়ের সুযোগ, আজ খুলেছে আইপিও