Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করা উচিত, জেনে নিন এই পরামর্শগুলি
SIP: জেনে নিন, কীভাবে সহজে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) করে টার্গেট পরিপূর্ণ করা যায়।
SIP: মাসে-মাসে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) টাকা জমিয়ে (Money) বড় তহবিল গড়তে চাইলে আপনার জানা উচিত এই বিষয়গুলি। জেনে নিন, কীভাবে সহজে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) করে টার্গেট পরিপূর্ণ করা যায়।
1. না জেনেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ?
অনেকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে না জেনেই বিনিয়োগের করেন। আগে জানুন এতে কী ঝুঁকি রয়েছে। আপনার পক্ষে এটা কতটা সুবিধাজনক। মিউচুয়াল ফান্ড আসলে স্টক, বন্ড বা অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করে। সেট একজন ফান্ড ম্যানেজার দেখাশোনা করেন। আপনি মিউচুয়াল ফান্ড কেনা মানে মিউচুয়াল ফান্ডের ইউনিটের মালিক হওয়া।
2. কতদিনের জন্য আপনারা টাকা রাখতে চান
আগে ঠিক করুন আপনারা স্বল্পমেয়াদি না দীর্ঘমেয়াদি লক্ষ্যে টাকা রাখতে চান। এখানে ঝুঁকির বিষয়টা আপনাকে ঠিক করতে হবে। সেই বুঝেই হবে ফান্ড বাছার কাজ। রিটায়ারমেন্ট, সন্তানের শিক্ষা, বিয়ে না বড় তহবলি তৈরির জন্য এই কাজ করতে চাইছেন তা আগে ঠিক করুন।
3. রেগুলার ও ডিরেক্ট পরিকল্পনার মধ্যে পার্থক্য বুঝে নিন
ডিরেক্ট পরিকল্পনা: আপনি মিউচুয়াল ফান্ড কোম্পানির সঙ্গে সরাসরি বিনিয়োগ করতে পারেন, যার ফলে কোনও মধ্যস্থতাকারী না থাকায় ব্যয়ের অনুপাত কম ও বেশি আয় হয়।
রেগুলার পরিকল্পনা: আপনি একজন ডিস্ট্রিবিউটর বা ব্রোকারের মাধ্যমে বিনিয়োগ করলে কিছু টাকা তারা কমিশন বাবদ নেবে। সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা যাবে
4. কী কী ডকুমেন্টেস লাগবে
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে আপনাকে আপনার KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে পরিচয় আধার কার্ড, প্যান কার্ড জমা দিতে হবে। দিতে হবে ঠিকানার প্রমাণ। পাসপোর্ট সাইজের ছবি নেবে ফান্ড কর্তৃপক্ষ। অনলাইনে আপনার ছবি মেলানো হবে।
5. কীভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার দুটি উপায় রয়েছে। আপনি চাইলে এএমসি ওয়েবসাইট সরাসরি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) ওয়েবসাইট থেকে এই ফান্ড কিনতে পারেন। অন্যতায় মধ্যস্থ্যতাকারী ব্রোকারেজ প্লাটফর্ম Zerodha Coin, Groww, Angel One বা Paytm Money-এর মতো তৃতীয়-পক্ষের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনিয়োগ করতে পারেন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Best Stocks To Buy: Zomato শেয়ারে ভাল খবর ! রেঞ্জ ব্রেকআউটের পথে স্টক ! ১৮ শতাংশ বাড়তে পারে