Mobile Phone Explosion: বিছানার পাশে চার্জে ছিল মোবাইল, বিস্ফোরণে ঘুমের মধ্যেই নিহত চিকিৎসক
Viral News: ঘুমের ঘোরে বিছানার পাশে নিজের মোবাইল চার্জে রেখেছিলেন এই ব্যক্তি।
Viral News: এবার মোবাইল বিস্ফোরণে (Mobile Phone Explosion) প্রাণ গেল এক চিকিৎসকের। ঘুমের ঘোরে বিছানার পাশে নিজের মোবাইল চার্জে রেখেছিলেন এই ব্যক্তি। ভোররাতে বিকট শব্দে গুরুতরভাবে পুড়ে মারা গিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের ময়মনসিংহে। প্রথম আলোর ইংরেজি সংস্করণে প্রকাশিত হয়েছে এই খবর। যদিও কোনও কোম্পানির মো
Mobile Phone Explosion: কোথায় কাজ করতেন চিকিৎসক
কোন নিহত ডাঃ তরিকুল আলম (৪২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি গরিব জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে। শুক্রবার ভোররাতে ঘটেছে এই ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।
Viral News: কী বলছেন পরিবারের সদস্যরা
পরিবারের সদস্যরা জানান, ডাঃ তরিকুল বেলা ১টার দিকে ডিউটি থেকে বাড়ি ফিরে আলাদা ঘরে একা ঘুমাতে যান। ঘুমিয়ে পড়ার আগে বিছানার পাশে চার্জ দেওয়ার জন্য তিনি তার মোবাইল ফোনটিকে একটি মাল্টি-প্লাগে চার্জে বসিয়েছিলেন। ভোর ৪টার দিকে তার ফোনে বিস্ফোরণ হয় বলে জানা গেছে। যার ফলে তার হাত, বুকে এবং মুখ পুড়ে যায়।
ঘটনার বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি পরিবার
বিস্ফোরণের শব্দ শুনে এবং ধোঁয়ার গন্ধে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর তরিকুলের ভাই তাসরিকুল আলম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় পুলিশের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করেন। ঘটনার বিষয়ে পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।
Mobile Phone Explosion: কোন কোম্পানির ফোন বিস্ফোরণে ফেটেছে ?
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান জানান, ডাক্তার গভীর রাতে অস্ত্রোপচার করে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। পুলিশ সন্দেহ করছে ফোনটি চার্জ করার সময় বিস্ফোরিত হয়েছে, যা ফেটে গেছে। ফোনটির ব্র্যান্ড এখনও সনাক্ত করা যায়নি। কোনও অভিযোগ দায়ের না হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Petrol Diesel Price: শীঘ্রই কমবে পেট্রোল, ডিজেলের দাম, কত টাকা কমে পাবেন আপনি ?