Mahindra Scorpio 2022: জল্পনার দিন শেষ, এইদিন লঞ্চ হবে নতুন মহিন্দ্রা স্করপিও
New Mahindra Scorpio 2022: অপেক্ষের দিন শেষ হতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে মহিন্দ্রা বহু প্রতীক্ষিত গাড়ি স্করপিও।
New Mahindra Scorpio 2022: অপেক্ষের দিন শেষ হতে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে মহিন্দ্রার বহু প্রতীক্ষিত গাড়ি স্করপিও।
Mahindra Scorpio 2022 Launch: নতুন 2022 Mahindra Scorpio ১৪ অগাস্ট লঞ্চ হবে ভারতে। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন Mahindra সবসময়ই তার গুরুত্বপূর্ণ নতুন গাড়ি লঞ্চ করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। গত বছর ১৪ অগাস্ট আমরা XUV700 -র দাম প্রকাশ করতে দেখেছি কোম্পানিকে। এই বছর একইভাবে নতুন Scorpio অগাস্টেই লঞ্চ হবে। নতুন চেহারা নতুন প্ল্যাটফর্ম, বৈশিষ্ট্য-সহ নতুন ইঞ্জিন নিয়ে আসছে স্করপিও। এটি একটি সম্পূর্ণ প্রজন্মের পরিবর্তন, যা থার ও XUV700-এর মতো একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
Mahindra Scorpio 2022 Launch: নতুন Scorpio-কে অনেকদিন ধরে পরীক্ষা করতে দেখা যাচ্ছে। শোন যাচ্ছে, বাজার ধরতে দামের ক্ষেত্রে আরও আগ্রাসী হবে মহিন্দ্রা। ১৪ অগাস্ট, আমরা এর উৎপাদন সংস্করণ দেখতে পাব। নতুন স্করপিও বর্তমান মডেলের চেয়ে বড়, যার হুইলবেস আরও বেশি হবে। নতুন Scorpio একটি তিন সারির SUV হবে। সামনের দিকে মুখ করা আসন থাকবে তৃতীয় সারিতে। ভিতরে, নতুন Scorpio XUV700 -র মতো একটি নতুন ইন্টেরিয়র পাবে। যার মধ্যে বড় টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, কানেক্টেড কার টেকনোলজি, সানরুফ জাতীয় আরও বিলাসবহুল বৈশিষ্ট্য থাকবে।
New Mahindra Scorpio 2022: নতুন প্ল্যাটফর্মের অর্থ আরও ভাল রাইড ও ড্রাইভিংয়ের পাশাপাশি গাড়ির অতিরিক্ত দক্ষতা। নতুন থারের মতোই নতুন স্করপিওতে ম্যানুয়াল অটোমেটিক উভয় অফার সহ একটি 2.0 লিটার টার্বো পেট্রল থাকবে। সঙ্গে এতে রয়েছে 2.2 লিটার ডিজেল সহ ম্যানুয়াল ও অটোমেটিকের অপশন। থাকতে পারে অল হুইল ড্রাইভের অপশনেও। XUV700 এর মতো ডিজেলে শুধুমাত্র সব চাকায় ড্রাইভ ফাংশন পেতে পারে ক্রেতা। নতুন Scorpio এর দাম আগের থেকে বেশি হবে। তবে Mahindra এর দাম সামনে এনে সবাইকে অবাক করে দিতে পারে। মহিন্দ্রার গাড়ির সেগমেন্টে Scorpioকে XUV700 এর নিচে রাখা হবে। তবে অফরোডিংয়ের ক্ষেত্রে এটি থারের কাছাকাছি যেতে পারে। নতুন Scorpio-র কোনও সরাসরি প্রতিদ্বন্দ্বী থাকবে না। কারণ এই দামে অন্য কোনও SUV 4x4 অফার করবে না।