Maruti New Brezza: নতুন মারুতি ব্রেজায় সানরুফ ! কবে আসছে গাড়ি ?
New Brezza: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। শীঘ্রই দেশের বাজারে দেখা যাবে Maruti Brezza। আগামী মাসেই লঞ্চ হতে চলেছে নতুন Brezza।
New Brezza: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। শীঘ্রই দেশের বাজারে দেখা যাবে Maruti Brezza। আগামী মাসেই লঞ্চ হতে চলেছে নতুন Brezza। জেনে নিন, নতুন গাড়িতে কী পরিবর্তন দেখতে পারবেন আপনি।
Maruti New Brezza 2022: নতুন গাড়িতে কী বদল ?
নতুন ব্রেজা গ্লোবাল সি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আরও শক্তিশালী ইস্পাত ব্যবহার করার পাশাপাশি গাড়ির গুণমানও উন্নত করেছে কোম্পানি। গাড়ির নকশার দিকে তাকালে নতুন ব্রেজায় অনেক বদল দেখা যাবে। তবে আগের মতো গাড়িতে বাক্সের মতো আদল বজায় রেখেছে কোম্পানি।
New Brezza: বাইরে থেকে কেমন দেখতে গাড়ি ?
গাড়ির সামনের দিকে নতুন লুক দিয়েছে কোম্পানি। এখানে নতুন বাম্পারের সঙ্গে নতুন ডিআরএল ও হেডল্যাম্প ডিজাইন দেখতে পাবেন। পিছনের স্টাইলিং ও অ্যালয় হুইলগুলিতেও থাকবে বদল। ভিতরে সবথেকে বড় পরিবর্তন দেখা যাবে এর ড্যাশবোর্ডে। ডিজাইনে বদলের সঙ্গে আরও শক্তিশালী বিল্ড কোয়ালিটি পাবেন এখানে।
New Brezza: কী ফিচার থাকছে গাড়িতে ?
নতুন Baleno এর মতো একটি প্রিমিয়াম অডিও সিস্টেম দেওয়া হয়েছে গাড়িতে। সঙ্গে থাকছে কানেকটেড কার টেকনোলজি সহ একটি নতুন 9-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। একটি নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও দেখতে পাবেন গাড়িতে। এছাড়াও থাকছে হেডস আপ ডিসপ্লে। শোনা যাচ্ছে এবার মারুতি ব্রেজায় সানরুফ দেবে কোম্পানি। তবে টপ-এন্ড মডেলে থাকবে এই স্পেকস।
Maruti New Brezza 2022: নতুন গাড়িতে আর কী ?
6টি এয়ারব্যাগও দেখতে পাবেন নতুন ব্রেজায়। যেখানে একটি 5-স্টার GNCAP রেটিংও শীঘ্রই আসতে পারে। তবে কোনও ডিজেল থাকবে না এই গাড়িতে। পরিবর্তে নতুন Brezza একটি ডুয়ালজেট 1.5l পেট্রোল ইঞ্জিন পাবে। যা মাইল্ড হাইব্রিড প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকবে। আরেকটি নতুন হাইলাইট হবে 6-স্পিড অটোমেটিক। যা সম্প্রতি নতুন XL6 এ দেখা গেছে। স্ট্যান্ডার্ড একটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সও দেওয়া হবে গাড়িতে। নতুন ব্রেজা আগামী মাসের শেষে লঞ্চ করবে মারুতি।