May 2023 New Rule: ব্যাঙ্কের চার্জ, এলপিজির দামে পরিবর্তন ! আজ থেকে বদলে যাচ্ছে এই চার নিয়ম
Financial New Rule: প্রতি মাসের প্রথম তারিখের মতো ১লা মে থেকে বদলে যাচ্ছে অনেক নিয়ম। এটিএম চার্জ থেকে শুরু করে জিএসটি নিয়ম সবেতেই পড়বে পরিবর্তনের প্রভাব।
Financial New Rule: প্রতি মাসের প্রথম তারিখের মতো ১লা মে থেকে বদলে যাচ্ছে অনেক নিয়ম। এটিএম চার্জ থেকে শুরু করে জিএসটি নিয়ম সবেতেই পড়বে পরিবর্তনের প্রভাব। আজ থেকেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও সস্তা হয়েছে। এর দাম প্রায় 172 টাকা কমেছে। এখন দিল্লিতে 19 কেজি সিলিন্ডারের দাম 1856.50 টাকা। জেনে নিন, নতুন নিয়মে পরিবর্তনে আপনার পকেটে কতটা টান পড়বে।
১ Gas Cylinder Price: আজ ১ মে থেকে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে দেশে। দিল্লি, বিহার, ইউপি সহ অনেক শহরে দাম কমেছে রান্নার গ্যাসের। আজ গ্যাস কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটে নতুন দর আপডেট করেছে। কানপুর, পটনা, রাঁচি ও চেন্নাইয়ে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে 171.50 টাকা। তবে ঘরোয়া সিলিন্ডার নয়, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে।
LPG Cylinder Price: আজ দেশের চার মহানগরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম
আজ দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1856.50 টাকা। মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1808.50 টাকা, কলকাতায় এই দাম 1960.50 টাকা ও চেন্নাইতে এই দাম 2021.50 টাকা হয়েছে৷ যদিও 14.2 কেজি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
LPG Cylinder Price: ঘরোয়া এলপিজির দাম
আজ ১ মে দেশে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে 1103 টাকা, কলকাতায় 1129 টাকা, মুম্বইতে 1112.5 টাকা, চেন্নাইতে 1118.5 টাকা ও পটনায় 1201 টাকা হয়েছে। এর আগে ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। একই সময়ে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল সাড়ে তিনশো টাকা।
২ GST New Rule: বদলে যাচ্ছে জিএসটি-র নিয়ম
যে ব্যবসায়ীদের 100 কোটি টাকার বেশি টার্নওভার রয়েছে, তাদের সাত দিনের মধ্যে ইনভয়েস রেজিস্ট্রেশন পোর্টালে (IRP) তাদের GST অবদানের রসিদ আপলোড করতে হবে। সময়মতো এই কাজ না করলে জরিমানা দিতে হবে।
৩ PNB ATM Charges: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক করবে জরিমানা
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকলে আজ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এই নিয়মের অধীনে অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকলে লেনদেন করা হলে অ্যাকাউন্টধারককে 10 টাকা সঙ্গে জিএসটি চার্জ দিতে হবে।
৪ মিউচুয়াল ফান্ডে KYC বাধ্যতামূলক
SEBI মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিকে বলেছে, বিনিয়োগকারীদের কেওয়াইসি সহ ই-ওয়ালেটের মাধ্যমেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে। ১ মে থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।
আরও পড়ুন : LPG Cylinder Price: দাম কমল রান্নার গ্যাসের, কলকাতায় সিলিন্ডার পিছু কত পড়বে মূল্য ?