Niva Bupa IPO: ৭১ শতাংশ সাবস্ক্রিপশন এই স্বাস্থ্যবিমা সংস্থার IPO-তে, GMP কত চলছে ? বিনিয়োগে লাভ হবে ?
IPO Alert: আইপিওর দ্বিতীয় দিনেই ৭১ শতাংশ সাবস্ক্রিপশন পেল নিভা বুপা আইপিও। বৃহস্পতিবার ৭ নভেম্বর বাজারে এসেছিল এই আইপিও (IPO Alert) আর প্রথম দিনেই ৬৫ শতাংশ সাবস্ক্রিপশন এসেছিল।
IPO Alert: নিভা বুপা স্বাস্থ্যবিমা সংস্থার আইপিও এসে গিয়েছে বাজারে। এই সংস্থার আগের নাম ছিল ম্যাক্স বুপা হেলথ ইনসিওরেন্স (Niva Bupa Health Insurance) সংস্থা। আর গতকাল শুক্রবার আইপিওর দ্বিতীয় দিনেই ৭১ শতাংশ সাবস্ক্রিপশন পেল নিভা বুপা আইপিও। বৃহস্পতিবার ৭ নভেম্বর বাজারে এসেছিল এই আইপিও (IPO Alert) আর প্রথম দিনেই ৬৫ শতাংশ সাবস্ক্রিপশন এসেছিল এই আইপিওতে (Niva Bupa IPO)। ফলে বিনিয়োগকারীদের নজর যে এই আইপিওতে আছে, তা বোঝাই যায়। এখন কত জিএমপি চলছে ? আপনি কি বিনিয়োগ করবেন ?
গতকাল সকাল ১১টা ১২ পর্যন্ত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে ১৭ কোটি ২৮ লক্ষ ৫৭ হাজার ১৪৩টি শেয়ারের অফারিং থাকলেও বিডিং জমা পড়েছে ১২ কোটি ১৮ লক্ষ ৯৮ হাজার ২০০ শেয়ারের জন্য। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত শেয়ারের ক্ষেত্রে ৭৯ শতাংশ সাবস্ক্রিপশন এসেছে, অন্যদিকে খুচরো বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই আইপিওতে ৯৯ শতাংশ সাবস্ক্রিপশন এসেছে। অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিভা বুপা আইপিও সাবস্ক্রাইব করেছেন ৩৫ শতাংশ।
বুধবার নিভা বুপা হেলথ ইনসিওরেন্স সংস্থা আইপিও খোলার আগেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে ৯৯০ কোটি টাকা সংগ্রহ করে নিয়েছিল। এই আইপিওর ইস্যুতে প্রতিটি শেয়ারের প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৭০-৭৪ টাকার মধ্যে। ১১ নভেম্বর পর্যন্ত চলবে এই আইপিওর বিডিং। আগামী ১২ নভেম্বর মঙ্গলবার নিভা বুপার আইপিওর অ্যালটমেন্ট পাবেন বিনিয়োগকারীরা, আর আগামী ১৪ নভেম্বর এই সংস্থার শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।
বাজার বিশেষজ্ঞদের মতে আজ নিভা বুপার জিএমপি চলছে ০-তে অর্থাৎ কোনো মুনাফা না হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই আইপিও। এই জিএমপি বা গ্রে মার্কেট প্রিমিয়াম মূলত বাজারের আবেগের উপর নির্ভর করে। এই জিএমপি থেকে এও বোঝা যায় যে বিনিয়োগকারীরা এই আইপিওতে বিনিয়োগে কতটা উৎসাহী।
এই নিভা বুপা স্বাস্থ্যবিমা সংস্থা মোট ২২০০ কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করার জন্য আইপিও এনেছে। এর মধ্যে ৮০০ কোটি টাকা রয়েছে ইকুইটি শেয়ারের এবং বাকি ১৪০০ কোটি টাকার ইস্যু রয়েছে অফার ফর সেলে। ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে চলবে এই আইপিওর সাবস্ক্রিপশন, ৬ নভেম্বরেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য খুলেছিল এই আইপিও।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Gold Price: সপ্তাহান্তে সোনা কেনার সুযোগ ? দাম কি কমল আজ ? দেখুন রেটচার্ট